আসানসোল, 4 জানুয়ারি : বিহার থেকে চুরি হওয়া গাড়ি উদ্ধার হল আসানসোলে ৷ কল্যাণেশ্বরী থেকে গাড়িটি উদ্ধার হয় ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে বিহার পুলিশ ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ৷
আরও পড়ুন : পশ্চিমী ঝঞ্ঝার দাপটে থমকে উত্তুরে হাওয়া, বাড়ছে তাপমাত্রা
24 ডিসেম্বর বিহারের বেগুসরাই থেকে একট পিকআপ ভ্যান চুরি হয় ৷ গাড়ির চালক সুজিত মাহাতর দাবি, মোটর বাইকে করে 6 দুষ্কৃতী আচমকাই হামলা চালায় ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখায় ৷ এরপরই গাড়িটি ছিনতাই করে পালায় তারা ৷
সূত্রের খবর, গাড়ি ছিনতাইয়ের পর কল্যাণেশ্বরীর এক হোটেলে এসে ওঠে তিনজন ৷ স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় গাড়িতে থাকা নম্বরে ফোন করেন ৷ এরপরই সুজিত মাহাত পুলিশকে বিষয়টি জানান ৷ খবর পেয়েই তৎপর হয় বিহার পুলিশ ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশের সহযোগিতায় তারা গাড়িটি উদ্ধার করে ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয় দু'জনকে ৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷