ETV Bharat / state

Arms Factory: পঞ্চায়েত ভোটে অস্ত্র আমদানির ছক ? বাংলা-ঝাড়খন্ড সীমান্তে অস্ত্র কারখানার হদিশ - অস্ত্র কারখানার হদিশ পেল এসটিএফ

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ (STF finds arms factory near Bengal Jharkhand Border) ৷ উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম (Arms Factory in Jharkhand) ৷

ETV Bharat
arms factory near bengal border
author img

By

Published : Oct 15, 2022, 5:11 PM IST

আসানসোল, 15 অক্টোবর: দু'দিন আগেই কলকাতার সিঁথির মোড় এলাকা থেকে কার্বাইন ও দশটি আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ । ধৃত চার দুষ্কৃতীর মধ্যে মহম্মদ ইমতিয়াজ নামে একজনকে জেরা করে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে একটি অস্ত্র কারখানার হদিশ পায় এসটিএফ । সেই মতো শুক্রবার রাতে ঝাড়খণ্ডের জামতাড়া জেলার মিহিজাম থানার শহরঢাল গ্রামে অভিযান চালানো হয় । সেখানেই শাজাহান খান নামে এক ব্যাক্তির বাড়ির গোপন কুঠুরিতে মেলে অস্ত্র কারখানার খোঁজ (STF finds arms factory near Bengal Jharkhand Border) ।

পুলিশ জানিয়েছে, জামতাড়ার এই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির নানা যন্ত্র, সামগ্রী । উদ্ধার হয়েছে পিস্তল, বহু অর্ধনির্মিত ও নির্মিত আগ্নেয়াস্ত্র (Arms Factory in Jharkhand)। মনে করা হচ্ছে, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জেলায় এই অস্ত্র পাচার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের ৷

আরও পড়ুন: গরুপাচার-কাণ্ডে এবার অনুব্রত কন্যাকে দিল্লি তলব ইডি'র

শুক্রবার সারারাত ধরে অভিযান চালানো হয় ঝাড়খন্ড-বাংলার সীমান্তবর্তী এলাকা মিহিজামে । সেখানে শাহজাহান খান নামে এক ব্যক্তির বাড়ির গোপন কুঠুরিতে মেলে এই অস্ত্র কারখানার হদিশ । কলকাতা পুলিশের এসটিএফ ও জামতাড়া পুলিশ যৌথভাবে এই অভিযান চালায় ৷ এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি কলকাতার সিঁথির মোড়ে কার্বাইন ও আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হওয়া মহম্মদ ইমতিয়াজ জেরা করে মিহিজাম এলাকায় মাটির ভিতরের গোপন কুঠুরিতে ওই অস্ত্র কারখানার হদিশ মেলে (STF finds arms factory in Jharkhand) ৷

বাংলা-ঝাড়খন্ড সীমান্তে অস্ত্র কারখানার হদিশ

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেখান থেকে 7টি অর্ধনির্মিত পিস্তল, বহুল পরিমানে ইম্প্রোভাইজড ফায়ার আর্মস পার্টস যেমন কার্বাইন ম্যাগাজিন, পিস্তলের বাট এবং যন্ত্রপাতি উদ্ধার হয়েছে । এছাড়াও, বন্দুক তৈরির যন্ত্র যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন এবং প্রচুর কাঁচামালও উদ্ধার হয়েছে । শাজাহান খান নামে যে ব্যাক্তির বাড়ির গোপন কুঠুরিতে ওই অস্ত্র কারখানার সন্ধান মিলেছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ (arms factory near Bengal Jharkhand border) ৷

আসানসোল, 15 অক্টোবর: দু'দিন আগেই কলকাতার সিঁথির মোড় এলাকা থেকে কার্বাইন ও দশটি আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ । ধৃত চার দুষ্কৃতীর মধ্যে মহম্মদ ইমতিয়াজ নামে একজনকে জেরা করে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে একটি অস্ত্র কারখানার হদিশ পায় এসটিএফ । সেই মতো শুক্রবার রাতে ঝাড়খণ্ডের জামতাড়া জেলার মিহিজাম থানার শহরঢাল গ্রামে অভিযান চালানো হয় । সেখানেই শাজাহান খান নামে এক ব্যাক্তির বাড়ির গোপন কুঠুরিতে মেলে অস্ত্র কারখানার খোঁজ (STF finds arms factory near Bengal Jharkhand Border) ।

পুলিশ জানিয়েছে, জামতাড়ার এই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির নানা যন্ত্র, সামগ্রী । উদ্ধার হয়েছে পিস্তল, বহু অর্ধনির্মিত ও নির্মিত আগ্নেয়াস্ত্র (Arms Factory in Jharkhand)। মনে করা হচ্ছে, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জেলায় এই অস্ত্র পাচার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের ৷

আরও পড়ুন: গরুপাচার-কাণ্ডে এবার অনুব্রত কন্যাকে দিল্লি তলব ইডি'র

শুক্রবার সারারাত ধরে অভিযান চালানো হয় ঝাড়খন্ড-বাংলার সীমান্তবর্তী এলাকা মিহিজামে । সেখানে শাহজাহান খান নামে এক ব্যক্তির বাড়ির গোপন কুঠুরিতে মেলে এই অস্ত্র কারখানার হদিশ । কলকাতা পুলিশের এসটিএফ ও জামতাড়া পুলিশ যৌথভাবে এই অভিযান চালায় ৷ এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি কলকাতার সিঁথির মোড়ে কার্বাইন ও আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হওয়া মহম্মদ ইমতিয়াজ জেরা করে মিহিজাম এলাকায় মাটির ভিতরের গোপন কুঠুরিতে ওই অস্ত্র কারখানার হদিশ মেলে (STF finds arms factory in Jharkhand) ৷

বাংলা-ঝাড়খন্ড সীমান্তে অস্ত্র কারখানার হদিশ

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেখান থেকে 7টি অর্ধনির্মিত পিস্তল, বহুল পরিমানে ইম্প্রোভাইজড ফায়ার আর্মস পার্টস যেমন কার্বাইন ম্যাগাজিন, পিস্তলের বাট এবং যন্ত্রপাতি উদ্ধার হয়েছে । এছাড়াও, বন্দুক তৈরির যন্ত্র যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন এবং প্রচুর কাঁচামালও উদ্ধার হয়েছে । শাজাহান খান নামে যে ব্যাক্তির বাড়ির গোপন কুঠুরিতে ওই অস্ত্র কারখানার সন্ধান মিলেছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ (arms factory near Bengal Jharkhand border) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.