ETV Bharat / state

ফরিদপুরে ছেলেধরা সন্দেহে আটক, পুলিশের তৎপরতায় রক্ষা - ছেলেধরা সন্দেহে দুজন মহিলাকে আটক

ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের বনগ্রাম নিউপিঠ এলাকায় ছেলেধরা সন্দেহে দুজন মহিলাকে আটক করে স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ।

ছেলেধরা
author img

By

Published : Sep 14, 2019, 7:09 PM IST

ফরিদপুর (পশ্চিম বর্ধমান), 14 সেপ্টেম্বর : ছেলেধরা গুজবে উত্তাল ফরিদপুর থানা এলাকা । আজ সকালে ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের বনগ্রাম নিউপিঠ এলাকায় উত্তেজনা ছড়ায় । দু'জন মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করে রাখে স্থানীয়রা । আটক মহিলাদের ওপর চড়াও হয় । খবর পেয়ে ঘটনাস্থানে ফরিদপুর থানার পুলিশ পৌঁছে ওই দুই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় । ওই দুই মহিলার নাম নুরজাহান বিবি ও জামারাতন বিবি ।

রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়াচ্ছে । প্রশাসন পদক্ষেপ করা সত্ত্বেও গুজব আটকানো যাচ্ছে না । রানিগঞ্জ, জামুড়িয়া, সালানপুর, অন্ডাল, কাঁকসার পানাগড়ের পর আজ অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শংররপুর গ্রামেও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক । পাশাপাশি আজ সকালে ফরিদপুর থানা এলাকাতেও উত্তেজনা ছড়ায় । পুলিশ এসে ওই দুই মহিলাকে উদ্ধার করে ।

পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে, তারা দুজনেই পাণ্ডবেশ্বর থানার ডালুরবাঁধ এলাকার বাসিন্দা । পেশায় ভিক্ষুক । আজ ভিক্ষা করতেই বনগ্রামের নিউপিঠ এলাকায় যায় । স্থানীয় বাসিন্দারা ছেলেধরা সন্দেহে আচমকাই তাদের আটক করে । মারতে যায় ।

নুরজাহান বিবির শওহর আসগর আলি বলেন, "সময়মতো পুলিশ না পৌঁছালে আজ হয়তো স্ত্রীকে আর ফিরে পেতাম না ।" স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন দাস বলেন, "ছেলেধরা গুজব আটকাতে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে । মানুষকে আরও সচেতন হতে হবে ।"

প্রশ্ন উঠছে এই গুজবের পিছনেও কি অন্য কোনও রহস্য রয়েছে? DCP(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "সোশাল মিডিয়াতে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, আর যারা এই গণপিটুনি চালাচ্ছে, তাদের পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে । এরপর পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ।"

ফরিদপুর (পশ্চিম বর্ধমান), 14 সেপ্টেম্বর : ছেলেধরা গুজবে উত্তাল ফরিদপুর থানা এলাকা । আজ সকালে ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের বনগ্রাম নিউপিঠ এলাকায় উত্তেজনা ছড়ায় । দু'জন মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করে রাখে স্থানীয়রা । আটক মহিলাদের ওপর চড়াও হয় । খবর পেয়ে ঘটনাস্থানে ফরিদপুর থানার পুলিশ পৌঁছে ওই দুই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় । ওই দুই মহিলার নাম নুরজাহান বিবি ও জামারাতন বিবি ।

রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়াচ্ছে । প্রশাসন পদক্ষেপ করা সত্ত্বেও গুজব আটকানো যাচ্ছে না । রানিগঞ্জ, জামুড়িয়া, সালানপুর, অন্ডাল, কাঁকসার পানাগড়ের পর আজ অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শংররপুর গ্রামেও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক । পাশাপাশি আজ সকালে ফরিদপুর থানা এলাকাতেও উত্তেজনা ছড়ায় । পুলিশ এসে ওই দুই মহিলাকে উদ্ধার করে ।

পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে, তারা দুজনেই পাণ্ডবেশ্বর থানার ডালুরবাঁধ এলাকার বাসিন্দা । পেশায় ভিক্ষুক । আজ ভিক্ষা করতেই বনগ্রামের নিউপিঠ এলাকায় যায় । স্থানীয় বাসিন্দারা ছেলেধরা সন্দেহে আচমকাই তাদের আটক করে । মারতে যায় ।

নুরজাহান বিবির শওহর আসগর আলি বলেন, "সময়মতো পুলিশ না পৌঁছালে আজ হয়তো স্ত্রীকে আর ফিরে পেতাম না ।" স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন দাস বলেন, "ছেলেধরা গুজব আটকাতে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে । মানুষকে আরও সচেতন হতে হবে ।"

প্রশ্ন উঠছে এই গুজবের পিছনেও কি অন্য কোনও রহস্য রয়েছে? DCP(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "সোশাল মিডিয়াতে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, আর যারা এই গণপিটুনি চালাচ্ছে, তাদের পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে । এরপর পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ।"

Intro:ফের ছেলেধরা গুজব --- পুলিশের তৎপরতায় গণপিটুনির হাত থেকে রক্ষা পেলেন দুই মহিলা ।

লাউদোহা : এবার ছেলেধরা গুজবে উত্তাল ফরিদপুর থানা এলাকা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এই গুজবে উত্তেজনা ছড়াচ্ছে । রানিগঞ্জ , জামুড়িয়া, সালানপুর,অন্ডাল,কাঁকসার পানাগড়ের পরে এবার ফরিদপুর থানা এলাকায়। শনিবার অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামেও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক ।প্রশাসনের পক্ষ থেকে গুজব আটকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া সত্ত্বেও গুজব আটকানো যাচ্ছে না । শনিবার সকালে ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের বনগ্রাম নিউ পিঠ এলাকায় ছেলেধরা সন্দেহে ফের উত্তেজনা ছড়ায় । এ দিন সকালে দুজন মহিলাকে ছেলেধরা সন্দেহে আটকে রাখে এলাকার বাসিন্দাদের একাংশ । ছেলেধরা ধরা পড়েছে মুহূর্তেই এই গুজব ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনাস্থলে কাতারে কাতারে মানুষ জমায়েত করে । আটক মহিলাদের মারতে উদ্যত হয় তারা । খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আটক দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ফরিদপুর থানার পুলিশ । আটক দুই মহিলার নাম নূরজাহান বিবি ও জামারাতন বিবি । জিজ্ঞাসাবাদ করে জানা যায় দুজনেই থাকেন পাণ্ডবেশ্বর থানার ডালুরবাঁধ এলাকায় । ভিক্ষাবৃত্তি তাঁদের পেশা । আজ তাঁরা বনগ্রামের নিউ পিট এলাকায় ভিক্ষা করতে গিয়েছিলেন । আচমকাই ছেলেধরা সন্দেহে স্থানীয় মানুষজন তাঁদের ঘিরে ধরে অনেকে মারতেও উদ্যত হন । সময়মতো পুলিশ তাদের উদ্ধার না করলে আজ হয়তো মরে যেতাম বলে জানান নূরজাহান বিবি । থানায় দাঁড়িয়ে নূরজাহান বিবির স্বামী আসগর আলী বলেন সময়মতো পুলিশ না পৌঁছলে আজ হয়তো স্ত্রীকে আর ফিরে পেতাম না । স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন দাস এই প্রসঙ্গে বলেন ছেলেধরা গুজব আটকাতে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় ধারাবাহিক ভাবে প্রচার চালানো হচ্ছে । মানুষকে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান ।এবার প্রশ্ন উঠছে এই গুজবের পিছনেও কি অন্য কোনও রহস্য রয়েছে?বারংবার দেখা যাচ্ছে অসহায় দীন-দরিদ্রদের ওপর ছেলেধরা সন্দেহে গনপিটুনি চালাচ্ছে একদল উন্মত্ত মানুষ।পরে দেখা যাচ্ছে এদের মধ্যে কেও মানসিক ভারসাম্যহীন আর কেও কেও ভিক্ষুক।তাহলে কেনও এদের ওপর আক্রমণ? ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা বলেন,""সোশ্যাল মিডিয়া তে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে আর যারা এই গনপিটুনি চালাচ্ছে তাদের পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। এরপরে পুলিশ কড়া পদক্ষেপ নেবে এদের বিরুদ্ধে।""Body:য়Conclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.