দুর্গাপুর, ১ এপ্রিল : নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণবিধি চালু হয়েছে। কিন্তু তারপরেও সরকারি অতিথিশালায় থেকেছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তা নিয়ে বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে দুর্গাপুরের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
শনিবার দুর্গাপুরে এসেছিলেন সৌমিত্র। দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় ওঠেন। আজ সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অতিথিশালায় দুপুর পর্যন্ত ছিলেন। আর তা নিয়েই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, দুর্গাপুর ইস্পাত কারখানা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই সংস্থার অতিথিশালা সরকারি সম্পত্তি। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর কীভাবে সেখানে থাকলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী? শুধু তাই নয়, সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন।
বিষয়টি তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় মৌখিকভাবে দুর্গাপুরের রিটার্নিং অফিসার অনির্বাণ কোলেকে জানান। পরে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সৌমিত্র খাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, তিনি ফোন ধরেননি।