ETV Bharat / state

সরকারি অতিথিশালায় সাংবাদিকদের সঙ্গে কথা সৌমিত্রর, আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের - Durgapur

সৌমিত্র খাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

সৌমিত্র খাঁ
author img

By

Published : Apr 1, 2019, 7:31 PM IST

Updated : Apr 1, 2019, 7:56 PM IST

দুর্গাপুর, ১ এপ্রিল : নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণবিধি চালু হয়েছে। কিন্তু তারপরেও সরকারি অতিথিশালায় থেকেছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তা নিয়ে বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে দুর্গাপুরের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।

শনিবার দুর্গাপুরে এসেছিলেন সৌমিত্র। দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় ওঠেন। আজ সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অতিথিশালায় দুপুর পর্যন্ত ছিলেন। আর তা নিয়েই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, দুর্গাপুর ইস্পাত কারখানা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই সংস্থার অতিথিশালা সরকারি সম্পত্তি। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর কীভাবে সেখানে থাকলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী? শুধু তাই নয়, সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন।

বিষয়টি তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় মৌখিকভাবে দুর্গাপুরের রিটার্নিং অফিসার অনির্বাণ কোলেকে জানান। পরে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সৌমিত্র খাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, তিনি ফোন ধরেননি।

ভিডিয়োয় শুনুন তৃণমূল নেতার বক্তব্য

দুর্গাপুর, ১ এপ্রিল : নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণবিধি চালু হয়েছে। কিন্তু তারপরেও সরকারি অতিথিশালায় থেকেছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তা নিয়ে বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে দুর্গাপুরের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।

শনিবার দুর্গাপুরে এসেছিলেন সৌমিত্র। দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় ওঠেন। আজ সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অতিথিশালায় দুপুর পর্যন্ত ছিলেন। আর তা নিয়েই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, দুর্গাপুর ইস্পাত কারখানা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই সংস্থার অতিথিশালা সরকারি সম্পত্তি। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর কীভাবে সেখানে থাকলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী? শুধু তাই নয়, সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন।

বিষয়টি তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় মৌখিকভাবে দুর্গাপুরের রিটার্নিং অফিসার অনির্বাণ কোলেকে জানান। পরে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সৌমিত্র খাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, তিনি ফোন ধরেননি।

ভিডিয়োয় শুনুন তৃণমূল নেতার বক্তব্য
Intro:বাঁকুড়ার বিদ্রোহী সাংসদ সৌমিত্র খাঁ তার নির্বাচনী কেন্দ্র বিষ্ণুপুরে এবার বিজেপি প্রার্থী। কিন্তু তিনি সেই কেন্দ্রে প্রচার এর জন্য এখন আদালতের নির্দেশ অনুযায়ী ঢুকতে পারছেন না। সৌমিত্র খাঁ যাতে তার এলাকায় প্রচার করতে পারেন তার জন্য আগামীকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। তার আগে গত তিন দিন ধরে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় ছিলেন। সোমবার এই অতিথিশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আর এখানেই ঘটলো বিপত্তি। দুর্গাপুর ইস্পাত কারখানা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থার অতিথিশালা সরকারি সম্পত্তি। সেই সরকারি স্থানে কিভাবে নির্বাচনী আচরণ বিধি না মেনে সৌমিত্র খাঁ থাকলেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন? তা নিয়ে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপাতত মৌখিকভাবে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় দুর্গাপুরের রিটার্নিং অফিসার অনির্বান কোলে কে জানান এবং আজকেই এই মর্মে লিখিত অভিযোগ তারা জানাচ্ছেন বলে জানান উত্তম বাবু। যদিও সোমবার দুপুরে এই অতিথিশালা ছেড়ে চলে যান সৌমিত্র খাঁ। গত 31 তারিখে সৌমিত্র খাঁ দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় এসে ওঠেন।উল্লেখ্য দুর্গাপুর এবং আশপাশের জেলাসফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অতিথিশালায় এসে ওঠেন কিন্তু ২০১৪ র লোকসভা নির্বাচনের সময় তিনি নির্বাচনী আদর্শ আচরনবিধি মেনে এই অতিথিশালায় ওঠেন নি।Body:CopyConclusion:Copy
Last Updated : Apr 1, 2019, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.