ETV Bharat / state

Shatrughan Sonakshi to Campaign Together : শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে প্রচারে মেয়ে সোনাক্ষী

author img

By

Published : Mar 15, 2022, 4:07 PM IST

রবিবার থেকেই প্রচার শুরু করছেন আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রচারে যোগ দিতে পারেন বাবার সঙ্গে (Shatrughan Sonakshi to Campaign Together) ৷ এপ্রিল মাসের 12 তারিখে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । শত্রুঘ্ন সিনহা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী বলে টুইট করেন ৷

Shatrughan Sonakshi
Shatrughan Sonakshi

আসানসোল, 15 মার্চ : বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে মেয়ে সোনাক্ষীকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে ৷ এবার তাঁকে দেখা যাবে বাবার হয়ে প্রচার করতে আসানসোলে ৷ অভিনেত্রী সোনাক্ষী সিনহা বাবার হয়ে প্রচারে আসানসোলে আসতে পারেন বলে জানা যাচ্ছে (Sonakshi to Campaign with Shatrughan Sinha in Asansol) ৷ সোনাক্ষী ও শত্রুঘ্ন সিনহার সম্পর্ক যে খুবই মধুর, তা তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় ৷ বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন ভোটের ময়দানেও দেখা যাবে এবার ৷

আগামী এপ্রিল মাসের 12 তারিখে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন চিত্র অভিনেতা তথা প্রাক্তন মন্ত্রী শত্রুঘ্ন সিনহা (Asansol TMC Candidate Shatrughan Sinha) ৷

তৃণমূলে যোগ দেওয়ার পর শত্রুঘ্ন সিনহা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী (Tigress of Bengal) বলে টুইট করেন ৷ তিনি লেখেন, ‘আমাদের নিজস্ব, বাংলার বাঘিনী, চেষ্টা, পরীক্ষিত, সফল মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার আমন্ত্রণ ভাগ করে নিতে পেরে খুশি ৷ আমি হ্যাশ ট্যাগ তৃণমূল-এ যোগ দিয়েছি । একজন মহান মহিলা, সত্যিকার অর্থে জনগণের মহান নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিশীল নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করব ৷’

আরও পড়ুন : Councillors Murder Case : পানিহাটি ও ঝালদায় কাউন্সিলার খুনে স্বতঃস্ফূর্ত মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সমর্থনে আসানসোলজুড়ে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকেই প্রচারের ময়দানে দেখা যেতে পারে এই বলিউড অভিনেতাকে । রাজ্য তৃণমূল কংগ্রেস সূত্রে এই খবর জানা গিয়েছে । যতদূর জানা যাচ্ছে ওই দিন আসানসোল রবীন্দ্রভবনে কর্মিসভা করবেন তিনি ।

এরই মাঝে আসানসোলজুড়ে তাঁকে ঘিরে একটা বহিরাগত তত্ত্ব মাথাচাড়া দিয়ে উঠেছে । গত বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত তকমা দিয়েছিল তৃণমূল ৷ এবার সে কথাই স্মরণ করিয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে জোরালো প্রচার শুরু করতে চাইছে পদ্মশিবির । ঠিক তখন শত্রুঘ্ন সিনহা চাইছেন, আসানসোলে পড়ে থেকে বহিরাগত আক্রমণ সামলাতে ।

আরও পড়ুন : Nalhati Acid Attack : নলহাটিতে মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী

আসানসোলের ভোটে দায়িত্বে থাকা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, "এই আসনে শত্রুঘ্ন সিনহার জয় শুধু সময়ের অপেক্ষা । শত্রুঘ্ন সিনহা এবং তার কন্যা সোনাক্ষীর থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে ।"

বাবার হয়ে প্রচারের জন্য বাড়তি সময় আসানসোলে কাটাতে পারেন সোনাক্ষী (Shatrughan Sonakshi to Campaign Together) । মলয়বাবু আরও জানিয়েছেন, রবিবার কর্মিসভা থেকে প্রচার শুরু হলেও পরবর্তীতে একাধিক রোড শো, পদযাত্রায় যোগ দেবেন শত্রুঘ্ন সিনহা ৷ এর মধ্যে একাধিক জনসভায় এবং প্রচার কর্মসূচিতে শত্রুঘ্নর সঙ্গে থাকার কথা তাঁর কন্যার ।

আরও পড়ুন : Strict Measures to Control Dengue in State : বর্ষার আগেই ডেঙ্গু দমনে কড়া পদক্ষেপ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয়বারের জন্য আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয় । কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ পেয়েছিলেন তিনি। বাবুল সুপ্রিয় পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করেন সাংসদ পদ থেকেও । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ ফলে ওই লোকসভা আসনটি সাংসদ শূন্য হয় পরে। তাই এই উপনির্বাচন হতে চলেছে ।

আসানসোল, 15 মার্চ : বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে মেয়ে সোনাক্ষীকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে ৷ এবার তাঁকে দেখা যাবে বাবার হয়ে প্রচার করতে আসানসোলে ৷ অভিনেত্রী সোনাক্ষী সিনহা বাবার হয়ে প্রচারে আসানসোলে আসতে পারেন বলে জানা যাচ্ছে (Sonakshi to Campaign with Shatrughan Sinha in Asansol) ৷ সোনাক্ষী ও শত্রুঘ্ন সিনহার সম্পর্ক যে খুবই মধুর, তা তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় ৷ বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন ভোটের ময়দানেও দেখা যাবে এবার ৷

আগামী এপ্রিল মাসের 12 তারিখে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন চিত্র অভিনেতা তথা প্রাক্তন মন্ত্রী শত্রুঘ্ন সিনহা (Asansol TMC Candidate Shatrughan Sinha) ৷

তৃণমূলে যোগ দেওয়ার পর শত্রুঘ্ন সিনহা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী (Tigress of Bengal) বলে টুইট করেন ৷ তিনি লেখেন, ‘আমাদের নিজস্ব, বাংলার বাঘিনী, চেষ্টা, পরীক্ষিত, সফল মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার আমন্ত্রণ ভাগ করে নিতে পেরে খুশি ৷ আমি হ্যাশ ট্যাগ তৃণমূল-এ যোগ দিয়েছি । একজন মহান মহিলা, সত্যিকার অর্থে জনগণের মহান নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিশীল নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করব ৷’

আরও পড়ুন : Councillors Murder Case : পানিহাটি ও ঝালদায় কাউন্সিলার খুনে স্বতঃস্ফূর্ত মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সমর্থনে আসানসোলজুড়ে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকেই প্রচারের ময়দানে দেখা যেতে পারে এই বলিউড অভিনেতাকে । রাজ্য তৃণমূল কংগ্রেস সূত্রে এই খবর জানা গিয়েছে । যতদূর জানা যাচ্ছে ওই দিন আসানসোল রবীন্দ্রভবনে কর্মিসভা করবেন তিনি ।

এরই মাঝে আসানসোলজুড়ে তাঁকে ঘিরে একটা বহিরাগত তত্ত্ব মাথাচাড়া দিয়ে উঠেছে । গত বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত তকমা দিয়েছিল তৃণমূল ৷ এবার সে কথাই স্মরণ করিয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে জোরালো প্রচার শুরু করতে চাইছে পদ্মশিবির । ঠিক তখন শত্রুঘ্ন সিনহা চাইছেন, আসানসোলে পড়ে থেকে বহিরাগত আক্রমণ সামলাতে ।

আরও পড়ুন : Nalhati Acid Attack : নলহাটিতে মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী

আসানসোলের ভোটে দায়িত্বে থাকা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, "এই আসনে শত্রুঘ্ন সিনহার জয় শুধু সময়ের অপেক্ষা । শত্রুঘ্ন সিনহা এবং তার কন্যা সোনাক্ষীর থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে ।"

বাবার হয়ে প্রচারের জন্য বাড়তি সময় আসানসোলে কাটাতে পারেন সোনাক্ষী (Shatrughan Sonakshi to Campaign Together) । মলয়বাবু আরও জানিয়েছেন, রবিবার কর্মিসভা থেকে প্রচার শুরু হলেও পরবর্তীতে একাধিক রোড শো, পদযাত্রায় যোগ দেবেন শত্রুঘ্ন সিনহা ৷ এর মধ্যে একাধিক জনসভায় এবং প্রচার কর্মসূচিতে শত্রুঘ্নর সঙ্গে থাকার কথা তাঁর কন্যার ।

আরও পড়ুন : Strict Measures to Control Dengue in State : বর্ষার আগেই ডেঙ্গু দমনে কড়া পদক্ষেপ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয়বারের জন্য আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয় । কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ পেয়েছিলেন তিনি। বাবুল সুপ্রিয় পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করেন সাংসদ পদ থেকেও । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ ফলে ওই লোকসভা আসনটি সাংসদ শূন্য হয় পরে। তাই এই উপনির্বাচন হতে চলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.