কাঁকসা, 19 মে : কয়েকদিন আগেই দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডের বাসিন্দা এক মা তাঁর সন্তানের পচাগলা মৃতদেহ আগলে বসেছিলেন (Son living with decomposed body of mother in Kanksa Paschim Bardhaman) । এবার কাঁকসায় ঠিক উলটো। মায়ের পচাগলা মৃতদেহ আগলে মানসিক ভারসাম্যহীন সন্তান ।
বিছানায় শুয়ে ছেলে নীচে পড়ে মায়ের পচাগলা মৃতদেহ। বৃহস্পতিবার সকালে কাঁকসার পানাগড় রেলপারের বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা মৃতদেহ। মৃত বৃদ্ধার নাম বনশ্রী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৃদ্ধা এবং তাঁর ছেলে তাপস বন্দ্যোপাধ্যায় থাকতেন এই বাড়িতে । গত 3 দিন ধরে কোনও সাড়া-শব্দ পাননি স্থানীয়রা। এদিন সকালে এলাকায় দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা বাড়ির ভেতর ঢুকে দেখে বৃদ্ধা খাটের নিচে মৃত অবস্থায় পড়ে আর ছেলে শুয়ে খাটে ।
আরও পড়ুন : মৃত ছেলের পচন ধরা দেহ আগলে বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে তাপস মানসিক ভারসাম্যহীন। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এলাকাবাসীর কথায় একসময় এই পরিবার ছিল প্রাণচঞ্চল। তাপসের বাবা রেলকর্মী ছিলেন ৷ তিনি দু'বছর আগে মারা যান ৷ একটি মেয়েও ছিলেন, মানসিক ভারসাম্যহীন ৷ তিনিও মারা গিয়েছেন ৷ স্ত্রী বনশ্রীদেবীও শিক্ষিকা ছিলেন।