ETV Bharat / state

খোলামুখ খনি বিস্ফোরণে উড়ে আসা পাথরে আহত কয়েকজন , ফাটল ঘরবাড়িতে - খোলামুখ খনিতে বিস্ফোরণ ফরিদপুর

খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ করা হয় ৷ সেইসময় একটি বড় পাথর গ্রামের মধ্যে এসে পড়ে ৷ ফলে কয়েকজন আহত হয়েছেন ৷ কয়েকটি ঘর-বাড়িতেও ফাটল দেখা দিয়েছে ৷এরপর এই এলাকার মানুষেরা কয়লা খনির আধিকারিকদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় । এবং তাঁদের দাবি , তাঁদের পুনর্বাসন দিতে হবে ৷

durgapur
দুর্গাপুর
author img

By

Published : Apr 28, 2020, 8:20 PM IST

দুর্গাপুর, 28 এপ্রিল : খোলামুখ কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ করা হয় । আর সেই বিস্ফোরণের ফলে গ্রামে উড়ে আসে পাথর । সেই পাথরের আঘাতে আহত হয়েছেন কয়েকজন । বিস্ফোরণের কারণে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে । এর জেরে আতঙ্কিত গ্রামের মানুষেরা পুনর্বাসনের দাবি জানাচ্ছে । মঙ্গলবার দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার মাধাইপুর গ্রামের ঘটনা ।

মাধাইপুর খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানোর কাজ চলছে বেশ কয়েকদিন ধরেই । মঙ্গলবার দুপুরে প্রবল বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে খনি লাগোয়া মাধাইপুর গ্রাম । এই বিস্ফোরণের কারণে ওই গ্রামে ছিটকে এসে পড়ে বড় বড় পাথর । সেই পাথরের আঘাতে বেশ কয়েকজন গ্রামবাসী ছাড়াও গবাদি পশু আহত হয় । এরপর এই এলাকার মানুষেরা কয়লা খনির আধিকারিকদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে যায় ফরিদপুর থানার পুলিশ । এলাকার ক্ষুব্ধ মানুষেরা বলে অন্য দিনও বিস্ফোরণ ঘটানো হয় ।

আজ বিস্ফোরণের মাত্রা অতিরিক্ত ছিল । বিপদ ঘটে যেতে পারত । অনেকের বাড়িতেই বড় পাথর ছিটকে উড়ে যায় । বাচ্চাদের মাথায় লাগলে মারা যেতে পারত । আজ বহু বাড়িতে একসঙ্গে ফাটল দেখা দিয়েছে । আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিলেও এলাকার ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি , এইভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না । আমরা চাই রাষ্ট্রায়ত্ত ECL এর পক্ষ থেকে আমাদের পুনর্বাসন দেওয়া হোক । তা না হলে একদিন তাঁদের কয়লা উত্তোলনের কারণে গোটা গ্রামের মানুষ মারা যাবে ।

দুর্গাপুর, 28 এপ্রিল : খোলামুখ কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ করা হয় । আর সেই বিস্ফোরণের ফলে গ্রামে উড়ে আসে পাথর । সেই পাথরের আঘাতে আহত হয়েছেন কয়েকজন । বিস্ফোরণের কারণে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে । এর জেরে আতঙ্কিত গ্রামের মানুষেরা পুনর্বাসনের দাবি জানাচ্ছে । মঙ্গলবার দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার মাধাইপুর গ্রামের ঘটনা ।

মাধাইপুর খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানোর কাজ চলছে বেশ কয়েকদিন ধরেই । মঙ্গলবার দুপুরে প্রবল বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে খনি লাগোয়া মাধাইপুর গ্রাম । এই বিস্ফোরণের কারণে ওই গ্রামে ছিটকে এসে পড়ে বড় বড় পাথর । সেই পাথরের আঘাতে বেশ কয়েকজন গ্রামবাসী ছাড়াও গবাদি পশু আহত হয় । এরপর এই এলাকার মানুষেরা কয়লা খনির আধিকারিকদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে যায় ফরিদপুর থানার পুলিশ । এলাকার ক্ষুব্ধ মানুষেরা বলে অন্য দিনও বিস্ফোরণ ঘটানো হয় ।

আজ বিস্ফোরণের মাত্রা অতিরিক্ত ছিল । বিপদ ঘটে যেতে পারত । অনেকের বাড়িতেই বড় পাথর ছিটকে উড়ে যায় । বাচ্চাদের মাথায় লাগলে মারা যেতে পারত । আজ বহু বাড়িতে একসঙ্গে ফাটল দেখা দিয়েছে । আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিলেও এলাকার ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি , এইভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না । আমরা চাই রাষ্ট্রায়ত্ত ECL এর পক্ষ থেকে আমাদের পুনর্বাসন দেওয়া হোক । তা না হলে একদিন তাঁদের কয়লা উত্তোলনের কারণে গোটা গ্রামের মানুষ মারা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.