ETV Bharat / state

পানাগড়ে ব্যাঙ্কের সামনে পড়ল লম্বা লাইন, কোথায় সামাজিক দূরত্ব ? - কোরোনা

প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে ঢোকা 500 টাকা এবং গ্যাসের ভর্তুকির টাকা তুলতে পানাগড় বাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে সামাজিক দূরত্বকে না মেনেই লম্বা লাইন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 16, 2020, 3:03 PM IST

দুর্গাপুর , 16 এপ্রিল : প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে ঢোকা 500 টাকা এবং গ্যাসের ভর্তুকির টাকা তুলতে পানাগড় বাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে পড়ল লম্বা লাইন। মানা হল না সামাজিক দূরত্ব । শেষে কাঁকসা থানার পুলিশ গিয়ে সেই লাইন ঠিক করে দেয় ।

বিপর্যয়ের এই সময়ে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে 500 টাকা করে দেওয়া হয়েছে । সেই টাকা তুলতে সকাল থেকে ব্যাঙ্কের সামনে ভিড় করেন গ্রাহকরা । ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে থাকেন তাঁরা । খবর পেয়ে এসে পুলিশ তাঁদের সরিয়ে দেয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করে ।


এরপর যতক্ষণ পুলিশ থেকেছে, ততক্ষণ সামাজিক দূরত্ব বজায় ছিল । কিন্তু পুলিশ সরে যেতেই ফের সেই একই ছবি । সাধারণ মানুষের সচেতনতা এখনও যে আসেনি, এই ছবি থেকেই তা প্রমাণিত হয় ।

দুর্গাপুর , 16 এপ্রিল : প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে ঢোকা 500 টাকা এবং গ্যাসের ভর্তুকির টাকা তুলতে পানাগড় বাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে পড়ল লম্বা লাইন। মানা হল না সামাজিক দূরত্ব । শেষে কাঁকসা থানার পুলিশ গিয়ে সেই লাইন ঠিক করে দেয় ।

বিপর্যয়ের এই সময়ে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে 500 টাকা করে দেওয়া হয়েছে । সেই টাকা তুলতে সকাল থেকে ব্যাঙ্কের সামনে ভিড় করেন গ্রাহকরা । ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে থাকেন তাঁরা । খবর পেয়ে এসে পুলিশ তাঁদের সরিয়ে দেয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করে ।


এরপর যতক্ষণ পুলিশ থেকেছে, ততক্ষণ সামাজিক দূরত্ব বজায় ছিল । কিন্তু পুলিশ সরে যেতেই ফের সেই একই ছবি । সাধারণ মানুষের সচেতনতা এখনও যে আসেনি, এই ছবি থেকেই তা প্রমাণিত হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.