ETV Bharat / state

ETV ভারতের খবরের জের : বন্ধ হল নিত্য প্রয়োজনীয় নয় এমন জিনিসের দোকান - ETV ভারতের খবরের জের

লকডাউনের নির্দেশের পরই বন্ধ করে দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় জিনিসের একাধিক দোকান । কিন্তু নির্দেশ অমান্য করেই দুর্গাপুরের বেনাচিতি বাজারে খোলা ছিল কয়েকটি দোকান । যার অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ করল দুর্গাপুর নগরনিগম ।

durgapur
durgapur
author img

By

Published : Mar 27, 2020, 8:41 PM IST

দুর্গাপুর, 27 মার্চ : ETV ভারতের খবরের জেরে বন্ধ হল দোকান । লকডাউন অমান্য করেই চলছিল দোকানগুলি । গতকাল সেই অভিযোগের ভিত্তিতেই প্রকাশিত হয় খবর । তারপর তড়িঘড়ি সেগুলি বন্ধ করল দুর্গাপুর নগরনিগম ।

দুর্গাপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা গতকাল অভিযোগ তোলেন, অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন কয়েকটি দোকান যেমন ভুজিয়া ভাণ্ডার, চা পাতার দোকান খোলা থাকছে । সেই খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানতে পারেন দুর্গাপুর নগরনিগমের 2 নম্বর বোরো চেয়ারম্যান । তারপরই বেনাচিতি বাজারের এই দোকানগুলি বন্ধ করে দেয় নগরনিগমের প্রতিনিধিরা । এবিষয়ে দুর্গাপুর নগরনিগমের 2 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন, ETV ভারতে প্রকাশিত হওয়ার পরই বিষয়টি জানতে পারি । আর তারপরই পদক্ষেপ করা হয় ।

গতকাল অর্থাৎ লকডাউন এর দ্বিতীয় দিন দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক মিষ্টান্ন বিক্রেতা রবিন ঘোষ অভিযোগ তোলেন, অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন বহু দোকানদার দোকান খুলে রাখছে । যেমন ভুজিয়া ভাণ্ডার, চা-পাতার দোকান । অথচ মিষ্টান্ন ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে । বিষয়টি জানতে পেরে আজ দুর্গাপুরের বেনাচিতি বাজারে দুর্গাপুর নগরনিগমের কমিশনারের নেতৃত্বে আজ অভিযান চালানো হয় । বন্ধ করে দেওয়া হয় সমস্ত ভুজিয়া ও চা পাতা বিক্রির দোকান ।

দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে কমিশনার ছাড়াও 2 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর নগরনিগমের বাজার দপ্তরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারিসহ অনেকেই এই অভিযানে উপস্থিত ছিলেন । অভিযান শেষে পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা দোকান বন্ধের নির্দেশ দেন । তারপরই আধিকারিকরা এসে দোকানগুলি বন্ধ করে দিয়ে যায় ।

দুর্গাপুর, 27 মার্চ : ETV ভারতের খবরের জেরে বন্ধ হল দোকান । লকডাউন অমান্য করেই চলছিল দোকানগুলি । গতকাল সেই অভিযোগের ভিত্তিতেই প্রকাশিত হয় খবর । তারপর তড়িঘড়ি সেগুলি বন্ধ করল দুর্গাপুর নগরনিগম ।

দুর্গাপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা গতকাল অভিযোগ তোলেন, অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন কয়েকটি দোকান যেমন ভুজিয়া ভাণ্ডার, চা পাতার দোকান খোলা থাকছে । সেই খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানতে পারেন দুর্গাপুর নগরনিগমের 2 নম্বর বোরো চেয়ারম্যান । তারপরই বেনাচিতি বাজারের এই দোকানগুলি বন্ধ করে দেয় নগরনিগমের প্রতিনিধিরা । এবিষয়ে দুর্গাপুর নগরনিগমের 2 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন, ETV ভারতে প্রকাশিত হওয়ার পরই বিষয়টি জানতে পারি । আর তারপরই পদক্ষেপ করা হয় ।

গতকাল অর্থাৎ লকডাউন এর দ্বিতীয় দিন দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক মিষ্টান্ন বিক্রেতা রবিন ঘোষ অভিযোগ তোলেন, অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন বহু দোকানদার দোকান খুলে রাখছে । যেমন ভুজিয়া ভাণ্ডার, চা-পাতার দোকান । অথচ মিষ্টান্ন ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে । বিষয়টি জানতে পেরে আজ দুর্গাপুরের বেনাচিতি বাজারে দুর্গাপুর নগরনিগমের কমিশনারের নেতৃত্বে আজ অভিযান চালানো হয় । বন্ধ করে দেওয়া হয় সমস্ত ভুজিয়া ও চা পাতা বিক্রির দোকান ।

দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে কমিশনার ছাড়াও 2 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর নগরনিগমের বাজার দপ্তরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারিসহ অনেকেই এই অভিযানে উপস্থিত ছিলেন । অভিযান শেষে পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা দোকান বন্ধের নির্দেশ দেন । তারপরই আধিকারিকরা এসে দোকানগুলি বন্ধ করে দিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.