ETV Bharat / state

Sukanta on Raju Jha Murder Case: শুট আউট অ্যাট ল্যাংচা হাব, আইনশৃঙ্খলা ইস্যুতে কটাক্ষ সুকান্তর - রাজু ঝা হত্যাকাণ্ড

আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন সুকান্ত মজুমদার ৷ রাজু ঝা হত্যাকাণ্ডের সমালোচনায় প্রশাসনকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি ৷

ETV Bharat
Sukanta on Raju Jha Murder Case
author img

By

Published : Apr 11, 2023, 6:21 PM IST

Updated : Apr 11, 2023, 7:02 PM IST

আইনশৃঙ্খলা ইস্যুতে কটাক্ষ সুকান্তর

আসানসোল, 11 এপ্রিল: 'শুট আউট অ্যাট ল্যাংচা হাব', না সত্যি কোনও সিনেমার নাম নয় ৷ এই মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ শক্তিগড়ে কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা-কে গুলি করে হত্যা করে আততায়ীরা ৷ মঙ্গলবার আসানসোলে সেই ঘটনার সমালোচনায় রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়টিকে তুলে ধরেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই তিনি মন্তব্য করেন, "এ বার হয়তো বাংলা সিনেমা হবে শুট আউট অ্যাট ল্যাংচা হাব ৷"

বার্নপুরে একটি সংবর্ধনা সভায় ইটিভি ভারতের মুখোমুখি হন সুকান্ত মজুমদার ৷ সেখানে তিনি মৃত কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন, "আমি এটাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ৷ কারণ, ওই ঘটনার সময় রাজু ঝা-এর কাছে কিছু নথি ছিল ৷ সেগুলি পাওয়া যাচ্ছে না ৷ শুনতে পাচ্ছি ওনাকে ইডি তলব করেছিল ৷ ইডির মুখোমুখি হয়ে উনি মুখ খুললে হয়তো অনেক রাঘব বোয়ালদের নাম বেরিয়ে যেত ৷ সেই জন্য চিরতরে চুপ করিয়ে দেওয়া হল ৷"

এরপরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন সুকান্ত মজুমদার ৷ ব্যঙ্গ করে তিনি বলেন, "সিনেমা দেখেছি, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা ৷ এ বার হয়তো সৃজিত মুখোপাধ্যায় কোনও সিনেমা বানাবে 'শুট আউট অ্যাট ল্যাংচা হাব' ৷"

আরও পড়ুন: খুন করে ধীরে সুস্থে গাড়িতে ওঠে দুষ্কৃতীরা, মিলল রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ

আসানসোলের হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগতকে কয়েকদিন আগে হোটেলে ঢুকে ভরসন্ধ্যায় খুন করেছিল দুষ্কৃতীরা ৷ সেই ঘটনার কোনও সূত্র এখনও পায়নি পুলিশ ৷ এই বিষয়ে সুকান্ত মজুমদার সরাসরি রাজ্যের সচিবালয় নবান্নর নাম টেনে আনেন ৷ তাঁর কটাক্ষ পুলিশ তো সূত্র খুঁজে পাবে না ৷ কারণ সূত্র নবান্নে আছে ৷ সেখান থেকে না বলে দেওয়া হলে পুলিশ সূত্র খুঁজে পাবে না ৷

আইনশৃঙ্খলা ইস্যুতে কটাক্ষ সুকান্তর

আসানসোল, 11 এপ্রিল: 'শুট আউট অ্যাট ল্যাংচা হাব', না সত্যি কোনও সিনেমার নাম নয় ৷ এই মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ শক্তিগড়ে কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা-কে গুলি করে হত্যা করে আততায়ীরা ৷ মঙ্গলবার আসানসোলে সেই ঘটনার সমালোচনায় রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়টিকে তুলে ধরেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই তিনি মন্তব্য করেন, "এ বার হয়তো বাংলা সিনেমা হবে শুট আউট অ্যাট ল্যাংচা হাব ৷"

বার্নপুরে একটি সংবর্ধনা সভায় ইটিভি ভারতের মুখোমুখি হন সুকান্ত মজুমদার ৷ সেখানে তিনি মৃত কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন, "আমি এটাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ৷ কারণ, ওই ঘটনার সময় রাজু ঝা-এর কাছে কিছু নথি ছিল ৷ সেগুলি পাওয়া যাচ্ছে না ৷ শুনতে পাচ্ছি ওনাকে ইডি তলব করেছিল ৷ ইডির মুখোমুখি হয়ে উনি মুখ খুললে হয়তো অনেক রাঘব বোয়ালদের নাম বেরিয়ে যেত ৷ সেই জন্য চিরতরে চুপ করিয়ে দেওয়া হল ৷"

এরপরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন সুকান্ত মজুমদার ৷ ব্যঙ্গ করে তিনি বলেন, "সিনেমা দেখেছি, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা ৷ এ বার হয়তো সৃজিত মুখোপাধ্যায় কোনও সিনেমা বানাবে 'শুট আউট অ্যাট ল্যাংচা হাব' ৷"

আরও পড়ুন: খুন করে ধীরে সুস্থে গাড়িতে ওঠে দুষ্কৃতীরা, মিলল রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ

আসানসোলের হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগতকে কয়েকদিন আগে হোটেলে ঢুকে ভরসন্ধ্যায় খুন করেছিল দুষ্কৃতীরা ৷ সেই ঘটনার কোনও সূত্র এখনও পায়নি পুলিশ ৷ এই বিষয়ে সুকান্ত মজুমদার সরাসরি রাজ্যের সচিবালয় নবান্নর নাম টেনে আনেন ৷ তাঁর কটাক্ষ পুলিশ তো সূত্র খুঁজে পাবে না ৷ কারণ সূত্র নবান্নে আছে ৷ সেখান থেকে না বলে দেওয়া হলে পুলিশ সূত্র খুঁজে পাবে না ৷

Last Updated : Apr 11, 2023, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.