ETV Bharat / state

Shatrughan Sinha: পোস্টার বিতর্কের মাঝেই আসানসোলে এলেন সাংসদ শত্রুঘ্ন - asansol chhath puja

আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পোস্টার পড়েছিল এলাকায় ৷ সেই পোস্টার বিতর্কের মাঝেই রবিবার নিজের লোকসভা কেন্দ্রে দেখা দিলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ৷

ETV Bharat
Shatrughan Sinha
author img

By

Published : Oct 30, 2022, 10:54 PM IST

আসানসোল, 30 অক্টোবর: কয়েকদিন আগেই কুলটি এলাকায় পোস্টারে ছেয়েছিল আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) বিরুদ্ধে । ছট পুজোয় বিহারীবাবু নিখোঁজ এমনই পোস্টার পরেছিল চারিদিকে । শেষ পর্যন্ত জল্পনা সরিয়ে, ছটপুজোর দিনই আসানসোলে দেখা মিলল শত্রুঘ্ন সিনহার । রবিবার বিকেলে আসানসোলের ধাদকা এলাকায় একটি ছটঘাটে উপস্থিত হন তিনি (Shatrughan Sinha is at Asansol during Chhath Puja) ।

এদিন তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা । বেশকিছু সময় এদিন ছটঘাটে ছিলেন শত্রুঘ্ন সিনহা । যাওয়ার সময় নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আসানসোলের সাংসদ বলেন,"আমি প্রথমবার আসানসোলে ছট দেখলাম । আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে । চোখ দিয়ে জল বেরিয়ে আসছে । মানুষজনের মধ্যে যে শ্রদ্ধা ও উৎসাহ এবং উৎসবের আমেজ দেখলাম তাতে আমার পটনার মতই মনে হল আসানসোলকে ।"

পোস্টার বিতর্কের মাঝেই আসানসোলে এলেন সাংসদ শত্রুঘ্ন

আরও পড়ুন: ছটপুজোয় অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন জুন মালিয়া

তাঁর বিরুদ্ধে পড়া পোস্টার প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন, "কিছু লোক অল্প টাকা খরচ করে পোস্টার ছাপিয়ে প্রচারে আসতে চাইছে ৷ পোস্টার তো রাহুল গান্ধি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও পড়েছে । যারা আমাকে নিরুদ্দেশ বলছেন, তারা ভোটের পর নিজেরাই নিরুদ্দেশ হয়ে গিয়েছেন ।''

আসানসোল, 30 অক্টোবর: কয়েকদিন আগেই কুলটি এলাকায় পোস্টারে ছেয়েছিল আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) বিরুদ্ধে । ছট পুজোয় বিহারীবাবু নিখোঁজ এমনই পোস্টার পরেছিল চারিদিকে । শেষ পর্যন্ত জল্পনা সরিয়ে, ছটপুজোর দিনই আসানসোলে দেখা মিলল শত্রুঘ্ন সিনহার । রবিবার বিকেলে আসানসোলের ধাদকা এলাকায় একটি ছটঘাটে উপস্থিত হন তিনি (Shatrughan Sinha is at Asansol during Chhath Puja) ।

এদিন তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা । বেশকিছু সময় এদিন ছটঘাটে ছিলেন শত্রুঘ্ন সিনহা । যাওয়ার সময় নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আসানসোলের সাংসদ বলেন,"আমি প্রথমবার আসানসোলে ছট দেখলাম । আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে । চোখ দিয়ে জল বেরিয়ে আসছে । মানুষজনের মধ্যে যে শ্রদ্ধা ও উৎসাহ এবং উৎসবের আমেজ দেখলাম তাতে আমার পটনার মতই মনে হল আসানসোলকে ।"

পোস্টার বিতর্কের মাঝেই আসানসোলে এলেন সাংসদ শত্রুঘ্ন

আরও পড়ুন: ছটপুজোয় অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন জুন মালিয়া

তাঁর বিরুদ্ধে পড়া পোস্টার প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন, "কিছু লোক অল্প টাকা খরচ করে পোস্টার ছাপিয়ে প্রচারে আসতে চাইছে ৷ পোস্টার তো রাহুল গান্ধি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও পড়েছে । যারা আমাকে নিরুদ্দেশ বলছেন, তারা ভোটের পর নিজেরাই নিরুদ্দেশ হয়ে গিয়েছেন ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.