ETV Bharat / state

Shatrughan Sinha বিধানের শপথ, শুভেচ্ছা জানাতে এলেন শত্রুঘ্ন

author img

By

Published : Aug 25, 2022, 9:33 PM IST

আসানসোল পৌরনিগমে জেলাশাসকের উপস্থিতিতে শপথ নিলেন বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay) । এদিন তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ।

Shatrughan Sinha
বিধান উপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এলেন শত্রুঘ্ন সিনহা

আসানসোল, 25 অগস্ট: "আমি প্রথমবার কোনও মেয়রের চেম্বারে তাঁকে শুভেচ্ছা জানাতে এলাম । আসানসোল একজন শক্তিশালী মেয়র পেয়েছে । আগামিদিনে আসানসোলের অনেক উন্নতি হবে ।" বিধান উপাধ্যায়ের (Bidhan Upadhyay) শপথ নেওয়া ও সরকারিভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) তাঁকে শুভেচ্ছা জানাতে এসে এমনই বললেন ৷

ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেই আসানসোলের মেয়র হয়েছিলেন বিধান উপাধ্যায় । এরপর সাংবিধানিক রীতি মেনে তিনি ছয় মাসের মধ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন । আর তাই এবার কাউন্সিলর হিসেবে শপথ নিলেন বিধান উপাধ্যায় । বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমে জেলাশাসকের উপস্থিতিতে শপথ নেন বিধান উপাধ্যায় । তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ।

আরও পড়ুন: আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

গত 25 ফেব্রুয়ারি আসানসোলের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিধান উপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম আচমকা ঘোষণা করেছিলেন । আর তাই পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেও মেয়র হয়ে যান বিধান উপাধ্যায় । নিয়মমাফিক 6 মাসের মধ্যে আসানসোলের কোনও ওয়ার্ড থেকে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে হত । সেই মত আসানসোলের 6 নম্বর ওয়ার্ডে গত 21 অগস্ট সেই উপনির্বাচন অনুষ্ঠিত হয় । বুধবার ফলাফল ঘোষণা হয় এবং বিপুল ভোটে জয়ী হন বিধান উপাধ্যায় । বৃহস্পতিবার তাই কাউন্সিলর পদে শপথ নিলেন বিধান উপাধ্যায় ।

পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ তাঁকে শপথ বাক্য পাঠ করান । পাশাপাশি শুভেচ্ছাও জানান । এদিন শপথ নেওয়া ও সরকারিভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে তাঁর চেম্বারে উপস্থিত হয়েছিলেন । শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, "আমি প্রথমবার কোনও মেয়রের চেম্বারে তাঁকে শুভেচ্ছা জানাতে এলাম । আসানসোল একজন শক্তিশালী মেয়র পেয়েছে । আগামিদিনে আসানসোলের অনেক উন্নতি হবে ।"

বিধান উপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এলেন শত্রুঘ্ন সিনহা

আরও পড়ুন: জামুড়িয়ায় ভোট লুঠের অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে ধর্নায় বিজেপি

অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান উপাধ্যায়ের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায় । সুচিস্মিতা দেবী জানিয়েছেন, "ওর দরজা সব সময় খোলা ছিল মানুষের জন্য । আগামিদিনেও তিনি মানুষের কাজে আসতে পারলে তবেই এই পদের সার্থকতা । তাই সবাই সবারই সমস্যা নিয়ে ওনার কাছে আসুন । নিশ্চয়ই সমাধান হবে ।"

বিধান উপাধ্যায় একদিকে বারাবনীর বিধায়ক অন্যদিকে আসানসোলের মেয়র । একটি গ্রামীণ এলাকা, অন্যটি শহর । দুটি পদ সামলাবেন কী করে? বিধান উপাধ্যায় বলেন, "সদিচ্ছা থাকলে ও কাজের প্রতি আন্তরিকতা থাকলে সব কাজই করা যায় ।"

আসানসোল, 25 অগস্ট: "আমি প্রথমবার কোনও মেয়রের চেম্বারে তাঁকে শুভেচ্ছা জানাতে এলাম । আসানসোল একজন শক্তিশালী মেয়র পেয়েছে । আগামিদিনে আসানসোলের অনেক উন্নতি হবে ।" বিধান উপাধ্যায়ের (Bidhan Upadhyay) শপথ নেওয়া ও সরকারিভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) তাঁকে শুভেচ্ছা জানাতে এসে এমনই বললেন ৷

ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেই আসানসোলের মেয়র হয়েছিলেন বিধান উপাধ্যায় । এরপর সাংবিধানিক রীতি মেনে তিনি ছয় মাসের মধ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন । আর তাই এবার কাউন্সিলর হিসেবে শপথ নিলেন বিধান উপাধ্যায় । বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমে জেলাশাসকের উপস্থিতিতে শপথ নেন বিধান উপাধ্যায় । তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ।

আরও পড়ুন: আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

গত 25 ফেব্রুয়ারি আসানসোলের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিধান উপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম আচমকা ঘোষণা করেছিলেন । আর তাই পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেও মেয়র হয়ে যান বিধান উপাধ্যায় । নিয়মমাফিক 6 মাসের মধ্যে আসানসোলের কোনও ওয়ার্ড থেকে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে হত । সেই মত আসানসোলের 6 নম্বর ওয়ার্ডে গত 21 অগস্ট সেই উপনির্বাচন অনুষ্ঠিত হয় । বুধবার ফলাফল ঘোষণা হয় এবং বিপুল ভোটে জয়ী হন বিধান উপাধ্যায় । বৃহস্পতিবার তাই কাউন্সিলর পদে শপথ নিলেন বিধান উপাধ্যায় ।

পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ তাঁকে শপথ বাক্য পাঠ করান । পাশাপাশি শুভেচ্ছাও জানান । এদিন শপথ নেওয়া ও সরকারিভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে তাঁর চেম্বারে উপস্থিত হয়েছিলেন । শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, "আমি প্রথমবার কোনও মেয়রের চেম্বারে তাঁকে শুভেচ্ছা জানাতে এলাম । আসানসোল একজন শক্তিশালী মেয়র পেয়েছে । আগামিদিনে আসানসোলের অনেক উন্নতি হবে ।"

বিধান উপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এলেন শত্রুঘ্ন সিনহা

আরও পড়ুন: জামুড়িয়ায় ভোট লুঠের অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে ধর্নায় বিজেপি

অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান উপাধ্যায়ের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায় । সুচিস্মিতা দেবী জানিয়েছেন, "ওর দরজা সব সময় খোলা ছিল মানুষের জন্য । আগামিদিনেও তিনি মানুষের কাজে আসতে পারলে তবেই এই পদের সার্থকতা । তাই সবাই সবারই সমস্যা নিয়ে ওনার কাছে আসুন । নিশ্চয়ই সমাধান হবে ।"

বিধান উপাধ্যায় একদিকে বারাবনীর বিধায়ক অন্যদিকে আসানসোলের মেয়র । একটি গ্রামীণ এলাকা, অন্যটি শহর । দুটি পদ সামলাবেন কী করে? বিধান উপাধ্যায় বলেন, "সদিচ্ছা থাকলে ও কাজের প্রতি আন্তরিকতা থাকলে সব কাজই করা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.