ETV Bharat / state

Suvendu Adhikari Programme: শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3 - Suvendu Adhikari Programme

কয়েকটি কম্বল দিয়ে শুভেন্দু অধিকারী সেখান থেকে পরবর্তী কর্মসূচিতে বেরিয়ে যাওয়ার পরেই কম্বল নেওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। ফলশ্রুতি হিসেবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু-সহ 3 জনের (Several died by stampede at Suvendu Adhikari meeting in Asansol) ৷

Etv Bharat
শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি
author img

By

Published : Dec 14, 2022, 8:14 PM IST

Updated : Dec 14, 2022, 10:58 PM IST

শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত 3

আসানসোল, 14 ডিসেম্বর: ছিল শীতবস্ত্র প্রদানের মতো মহৎ একটি অনুষ্ঠান ৷ কিন্তু উদ্যোক্তাদের চূড়ান্ত অব্যবস্থায় তা বদলে গেল দুর্ঘটনায় ৷ আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল-প্রদান অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক হট্টগোল ৷ যার বলি এক শিশু-সহ 3 ৷ আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে বুধবার বিকেলে রামকৃষ্ণ অঞ্চলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শিব চর্চা এবং কম্বল-প্রদান অনুষ্ঠান। কয়েকটি শীতবস্ত্র প্রদান করে বিরোধী দলনেতা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

শুভেন্দু অধিকারী পরবর্তী কর্মসূচিতে বেরিয়ে যাওয়ার পরই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ। ফলশ্রুতি হিসেবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু-সহ 3 জনের (Several died by stampede at Suvendu Adhikari meeting in Asansol) ৷ দুর্ঘটনায় গুরুতর আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন চাঁদমণি দেবী (55), অন্যজন ঝালি বাউড়ি (60) ৷ অন্য একটি হাসপাতালে মৃত্যু হয় শিশুটির ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

আরও পড়ুন: ট্র্যাকিং ডিভাইস বসানোর আড়ালে নয়া দুর্নীতি! ফের টুইট তোপ শুভেন্দুর

দুর্ঘটনার আগে এদিন আসানসোলের অনুষ্ঠান মঞ্চ থেকে সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death in CBI Custody) ঘটনা নিয়েও মুখ খোলেন শুভেন্দু ৷ রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ৷ তাঁর বক্তব্য, গরুপাচার-সহ বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্তকে কোণঠাসা করতেই ইচ্ছাকৃতভাবে এ নিয়ে জলঘোলা করাচ্ছে রাজ্যের সরকার ও শাসকদল ৷ এমনকী, এর জন্য সটান তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করেছেন শুভেন্দু ৷

শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত 3

আসানসোল, 14 ডিসেম্বর: ছিল শীতবস্ত্র প্রদানের মতো মহৎ একটি অনুষ্ঠান ৷ কিন্তু উদ্যোক্তাদের চূড়ান্ত অব্যবস্থায় তা বদলে গেল দুর্ঘটনায় ৷ আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল-প্রদান অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক হট্টগোল ৷ যার বলি এক শিশু-সহ 3 ৷ আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে বুধবার বিকেলে রামকৃষ্ণ অঞ্চলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শিব চর্চা এবং কম্বল-প্রদান অনুষ্ঠান। কয়েকটি শীতবস্ত্র প্রদান করে বিরোধী দলনেতা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

শুভেন্দু অধিকারী পরবর্তী কর্মসূচিতে বেরিয়ে যাওয়ার পরই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ। ফলশ্রুতি হিসেবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু-সহ 3 জনের (Several died by stampede at Suvendu Adhikari meeting in Asansol) ৷ দুর্ঘটনায় গুরুতর আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন চাঁদমণি দেবী (55), অন্যজন ঝালি বাউড়ি (60) ৷ অন্য একটি হাসপাতালে মৃত্যু হয় শিশুটির ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

আরও পড়ুন: ট্র্যাকিং ডিভাইস বসানোর আড়ালে নয়া দুর্নীতি! ফের টুইট তোপ শুভেন্দুর

দুর্ঘটনার আগে এদিন আসানসোলের অনুষ্ঠান মঞ্চ থেকে সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death in CBI Custody) ঘটনা নিয়েও মুখ খোলেন শুভেন্দু ৷ রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ৷ তাঁর বক্তব্য, গরুপাচার-সহ বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্তকে কোণঠাসা করতেই ইচ্ছাকৃতভাবে এ নিয়ে জলঘোলা করাচ্ছে রাজ্যের সরকার ও শাসকদল ৷ এমনকী, এর জন্য সটান তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করেছেন শুভেন্দু ৷

Last Updated : Dec 14, 2022, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.