ETV Bharat / state

Gas Leak at Durgapur steel plant : দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ - several died and many more injured in gas leak incident at Durgapur steel plant

শুক্রবার দুপুরে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন ঠিকা শ্রমিক ৷ আশঙ্কাজনক আরও পাঁচ শ্রমিক চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে (Several died and many more injured in gas leak incident at Durgapur steel plant) ।

Gas Leak at Durgapur steel plant
দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ
author img

By

Published : Feb 18, 2022, 4:29 PM IST

Updated : Feb 18, 2022, 5:12 PM IST

দুর্গাপুর, 18 ফেব্রুয়ারি : শুক্রবার দুপুরে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন ঠিকা শ্রমিক ৷ আশঙ্কাজনক আরও পাঁচ শ্রমিক চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে (Several died and many more injured in gas leak incident at Durgapur steel plant)। দুর্ঘটনার কবলে পড়া 8 জনের মধ্যে প্রথমে কারখানার হাসপাতালে মৃত্যু হয় একজনের ৷ পরে দুর্গাপুরের অন্য এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় 2 জন ঠিকা শ্রমিক।

মৃত তিন শ্রমিকের নাম সজল চৌহান, সিন্টু যাদব ও সন্তোষ চৌহান। বাকি 5 জনকে ভর্তি করা হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। দুর্ঘটনার জন্য ইস্পাত কারখানা কর্তৃপক্ষকেই দায়ী করছেন তারা। বারংবার এমন ঘটনা ঘটলেও উপযুক্ত তা থেকে শিক্ষা নিয়ে উপযুক্ত কোনও ব্যবস্থা কেন নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ ? প্রশ্ন তুলছে শ্রমিক সংগঠনগুলি। যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় পুঙ্খনাপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে।

দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ

আরও পড়ুন : দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন

গত পাঁচ বছরে দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 9 জন। দীর্ঘদিন ধরেই পরিকাঠামোর আধুনিকীকরন হয়নি কারখানার বহু বিভাগের আর তার ফল ভুগতে হচ্ছে শ্রমিকদের। এছাড়া কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগে যে সেফটি প্রশিক্ষণ দেওয়া হত, এখন তা নামমাত্র হয় বলেও অভিযোগ । ঠিকা শ্রমিক সংগঠনের নেতা শেখ সাহাবুদ্দিন দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

দুর্গাপুর, 18 ফেব্রুয়ারি : শুক্রবার দুপুরে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন ঠিকা শ্রমিক ৷ আশঙ্কাজনক আরও পাঁচ শ্রমিক চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে (Several died and many more injured in gas leak incident at Durgapur steel plant)। দুর্ঘটনার কবলে পড়া 8 জনের মধ্যে প্রথমে কারখানার হাসপাতালে মৃত্যু হয় একজনের ৷ পরে দুর্গাপুরের অন্য এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় 2 জন ঠিকা শ্রমিক।

মৃত তিন শ্রমিকের নাম সজল চৌহান, সিন্টু যাদব ও সন্তোষ চৌহান। বাকি 5 জনকে ভর্তি করা হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। দুর্ঘটনার জন্য ইস্পাত কারখানা কর্তৃপক্ষকেই দায়ী করছেন তারা। বারংবার এমন ঘটনা ঘটলেও উপযুক্ত তা থেকে শিক্ষা নিয়ে উপযুক্ত কোনও ব্যবস্থা কেন নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ ? প্রশ্ন তুলছে শ্রমিক সংগঠনগুলি। যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় পুঙ্খনাপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে।

দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ

আরও পড়ুন : দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন

গত পাঁচ বছরে দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 9 জন। দীর্ঘদিন ধরেই পরিকাঠামোর আধুনিকীকরন হয়নি কারখানার বহু বিভাগের আর তার ফল ভুগতে হচ্ছে শ্রমিকদের। এছাড়া কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগে যে সেফটি প্রশিক্ষণ দেওয়া হত, এখন তা নামমাত্র হয় বলেও অভিযোগ । ঠিকা শ্রমিক সংগঠনের নেতা শেখ সাহাবুদ্দিন দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

Last Updated : Feb 18, 2022, 5:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.