দুর্গাপুর, 9 ডিসেম্বর : পথ দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল সম্পাদক (State Secretary, All India Trinamool Congress) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কনভয় (Sayantika Banerjee) । বৃহস্পতিবার মধ্যরাতের পর দুর্ঘটনাটি ঘটে কাঁকসার রাজবাঁধে 19 নম্বর জাতীয় সড়কে উড়ালপুলে ৷
জানা গিয়েছে, বুধবার রাতে বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা ৷ গভীর রাতে কাঁকসার রাজবাঁধের 19 নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে 12 চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সায়ন্তিকার গাড়িতে (Sayantika Banerjee injured in road accident) । সাধারণত রাতের দিকে জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চলাচল করে ৷ আর তারই শিকার হলেন অভিনেত্রী তথা নেত্রী ৷
আরও পড়ুন : Sayantika - Srabanti : "ওর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত", শ্রাবন্তীর বিজেপি ত্যাগ প্রসঙ্গে সায়ন্তিকা
জানা গিয়েছে, সায়ন্তিকা ফের বাঁকুড়ায় ফিরে গিয়েছেন ৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী তিনি বাঁ হাতে, কাঁধে চোট পেয়েছেন ৷ দুর্ঘটনার পর পরই লরির চালক ও খালাসি পালিয়ে যায় ৷ ঘাতক লরিটি বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ এবং পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা ৷ অনুমান, লরিচালক মদ্যপ অবস্থায় লরিটি চালাচ্ছিল ৷ সায়ন্তিকার গাড়িটিরও ক্ষতি হয়েছে ।
বর্তমানে তৃণমূল নেত্রী সায়ন্তিকা বাঁকুড়ায় সার্কিট হাউজ়ে রয়েছেন ৷ সেখানেই বিশ্রাম নিচ্ছেন তিনি ৷