ETV Bharat / state

Satabdi Roy: অনুব্রত প্রশ্নে আইনেই ভরসা শতাব্দীর, প্রশংসা কেজরির দলের - শুটিং

আসানসোল জেলা আদালত (Asansol District Court) চত্বরে শুটিংয়ের ফাঁকেই অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রশংসা করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) ৷ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) সংক্রান্ত প্রশ্নে ভরসা রাখলেন আইনের উপর ৷ ঠিক কী বলেছেন তিনি ?

Satabdi Roy praise Aam Aadmi Party during a shooting in Asansol District Court
Satabdi Roy: অনুব্রত প্রশ্নে আইনেই ভরসা শতাব্দীর, প্রশংসা করলেন কেজরির দলের
author img

By

Published : Nov 28, 2022, 1:09 PM IST

আসানসোল, 28 নভেম্বর: একজন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা, আর অন্যজন তাঁর জেলারই দলীয় সাংসদ ৷ অথচ, তাঁদের দু'জনের সম্পর্ক নাকি আদায়-কাঁচকলায় ! নিন্দুকেরা অন্তত এমনটাই দাবি করেন ৷ এই মুহূর্তে অবশ্য প্রথমজন হাজতে ৷ তাঁর হাজত গমনের আগে দ্বিতীয়জন তাৎপর্যপূর্ণভাবে পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রকাশ্যে ! কিন্তু, তারপর আর তাঁদের দু'জনকে নিয়ে আলাদা করে খুব বেশি খবর হয়নি ৷ কিন্তু, সেই দু'জনই আবার উঠে এলেন খবরে ৷ কথা হচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং তৃণমূলেরই সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy) নিয়ে ৷ আসানসোল জেলা আদালত (Asansol District Court) চত্বরে শুটিং সারতে এসেছিলেন অভিনেত্রী শতাব্দী ৷ আর ইদানীং এই আসানসোলেরই বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) বন্দি রয়েছেন তাঁর দলীয় সহকর্মী অনুব্রত ৷

Satabdi Roy praise Aam Aadmi Party during a shooting in Asansol District Court
শুটিং চলছে ৷

খুব স্বাভাবিকভাবেই সাংসদকে হাতের কাছে পেয়ে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ প্রশ্ন করেন অনুব্রতকে নিয়ে ৷ সেই প্রশ্ন এড়িয়ে না গেলেও বিস্তারিত উত্তর দেওয়ার পথে হাঁটেননি সাংসদ ৷ তিনি শুধু বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন ৷ তাই যা হওয়ার আইন অনুসারেই হবে ৷ উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে (WB Cattle Smuggling Scam) গ্রেফতার হওয়ার অনেক আগে থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অনুব্রতকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বলতে শোনা যেত, "আইন আইনের পথে চলবে ৷" শতাব্দীর মুখেও কার্যত সেই সুরই শোনা গেল !

আইনেই ভরসা সাংসদের ৷

আরও পড়ুন: মিঠুনের সভাস্থলেই পালটা সভা করতে হবে, অনুগামীদের কড়া নির্দেশ কেষ্টর

কিন্তু, অনুব্রতকে নিয়ে বেশি কথা খরচ না করলেও শতাব্দীর মুখে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রশংসা শোনা গেল ! সামনেই গুজরাত বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election 2022) ৷ সেই লড়াইয়ে বিজেপিকে জোর টক্কর দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে আপ (AAP) ৷ এ নিয়ে শতাব্দীকে প্রশ্ন করেন এক সাংবাদিক ৷ জবাবে শতাব্দী বলেন, "গুজরাতে আম আদমি পার্টি খুব ভালো করছে ৷ আমরা সবাই সেকথা জানি ৷ ওখানকার সাংসদরাও এটাই বলেন ৷ ওঁরা তো পঞ্জাবে জিতেছেন ৷ গোয়াতেও ভালো করেছেন ৷ তবে গুজরাতে আরও ভালো অবস্থা ওঁদের ৷"

লক্ষ্যণীয় বিষয় হল, সম্প্রতি একটি জাতীয়স্তরের সংবাদপত্র সংস্থার তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয় ৷ সেখানে অন্যতম বক্তা ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই সম্মেলনের মঞ্চ থেকে কেজরিওয়াল বলেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল বিজেপিমুক্ত ভারতের ডাক দিচ্ছে ৷ কিন্তু, এমনটা তখনই সম্ভব হবে, যখন দেশবাসী চাইবে ৷ কোন রাজনৈতিক দল কী বলল, তাতে কিছু যায় আসে না ৷ লক্ষ্যণীয় বিষয় হল, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বর্তমান ঘোষিত রাজনৈতিক অবস্থান কিন্তু এর উলটো ৷ এই প্রেক্ষাপটে গুজরাতে আপের 'ভালো অবস্থা' সংক্রান্ত শতাব্দীর এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ তাহলে কি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আর আপের মধ্যে নতুন কোনও রসায়নের সাক্ষী থাকবে দেশ ? এর উত্তর দেবে সময় ৷ তবে, বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) তৃণমূলই যে ফের ক্ষমতা দখল করবে, সেই বিষয়ে নিশ্চয়তা প্রকাশ করেছেন শতাব্দী ৷

আসানসোল, 28 নভেম্বর: একজন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা, আর অন্যজন তাঁর জেলারই দলীয় সাংসদ ৷ অথচ, তাঁদের দু'জনের সম্পর্ক নাকি আদায়-কাঁচকলায় ! নিন্দুকেরা অন্তত এমনটাই দাবি করেন ৷ এই মুহূর্তে অবশ্য প্রথমজন হাজতে ৷ তাঁর হাজত গমনের আগে দ্বিতীয়জন তাৎপর্যপূর্ণভাবে পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রকাশ্যে ! কিন্তু, তারপর আর তাঁদের দু'জনকে নিয়ে আলাদা করে খুব বেশি খবর হয়নি ৷ কিন্তু, সেই দু'জনই আবার উঠে এলেন খবরে ৷ কথা হচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং তৃণমূলেরই সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy) নিয়ে ৷ আসানসোল জেলা আদালত (Asansol District Court) চত্বরে শুটিং সারতে এসেছিলেন অভিনেত্রী শতাব্দী ৷ আর ইদানীং এই আসানসোলেরই বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) বন্দি রয়েছেন তাঁর দলীয় সহকর্মী অনুব্রত ৷

Satabdi Roy praise Aam Aadmi Party during a shooting in Asansol District Court
শুটিং চলছে ৷

খুব স্বাভাবিকভাবেই সাংসদকে হাতের কাছে পেয়ে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ প্রশ্ন করেন অনুব্রতকে নিয়ে ৷ সেই প্রশ্ন এড়িয়ে না গেলেও বিস্তারিত উত্তর দেওয়ার পথে হাঁটেননি সাংসদ ৷ তিনি শুধু বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন ৷ তাই যা হওয়ার আইন অনুসারেই হবে ৷ উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে (WB Cattle Smuggling Scam) গ্রেফতার হওয়ার অনেক আগে থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অনুব্রতকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বলতে শোনা যেত, "আইন আইনের পথে চলবে ৷" শতাব্দীর মুখেও কার্যত সেই সুরই শোনা গেল !

আইনেই ভরসা সাংসদের ৷

আরও পড়ুন: মিঠুনের সভাস্থলেই পালটা সভা করতে হবে, অনুগামীদের কড়া নির্দেশ কেষ্টর

কিন্তু, অনুব্রতকে নিয়ে বেশি কথা খরচ না করলেও শতাব্দীর মুখে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রশংসা শোনা গেল ! সামনেই গুজরাত বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election 2022) ৷ সেই লড়াইয়ে বিজেপিকে জোর টক্কর দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে আপ (AAP) ৷ এ নিয়ে শতাব্দীকে প্রশ্ন করেন এক সাংবাদিক ৷ জবাবে শতাব্দী বলেন, "গুজরাতে আম আদমি পার্টি খুব ভালো করছে ৷ আমরা সবাই সেকথা জানি ৷ ওখানকার সাংসদরাও এটাই বলেন ৷ ওঁরা তো পঞ্জাবে জিতেছেন ৷ গোয়াতেও ভালো করেছেন ৷ তবে গুজরাতে আরও ভালো অবস্থা ওঁদের ৷"

লক্ষ্যণীয় বিষয় হল, সম্প্রতি একটি জাতীয়স্তরের সংবাদপত্র সংস্থার তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয় ৷ সেখানে অন্যতম বক্তা ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই সম্মেলনের মঞ্চ থেকে কেজরিওয়াল বলেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল বিজেপিমুক্ত ভারতের ডাক দিচ্ছে ৷ কিন্তু, এমনটা তখনই সম্ভব হবে, যখন দেশবাসী চাইবে ৷ কোন রাজনৈতিক দল কী বলল, তাতে কিছু যায় আসে না ৷ লক্ষ্যণীয় বিষয় হল, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বর্তমান ঘোষিত রাজনৈতিক অবস্থান কিন্তু এর উলটো ৷ এই প্রেক্ষাপটে গুজরাতে আপের 'ভালো অবস্থা' সংক্রান্ত শতাব্দীর এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ তাহলে কি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আর আপের মধ্যে নতুন কোনও রসায়নের সাক্ষী থাকবে দেশ ? এর উত্তর দেবে সময় ৷ তবে, বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) তৃণমূলই যে ফের ক্ষমতা দখল করবে, সেই বিষয়ে নিশ্চয়তা প্রকাশ করেছেন শতাব্দী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.