ETV Bharat / state

আলুওয়ালিয়াকে 'জামাই' বলে কটাক্ষ সংঘমিতার - নির্বাচনী প্রচার

আলুওয়ালিয়াকে 'জামাই' বলে কটাক্ষ করলেন মমতাজ সংঘমিতা।

মমতাজ সংঘমিতা
author img

By

Published : Apr 7, 2019, 11:54 PM IST

বর্ধমান, 7 এপ্রিল : "সাধারণত জামাইয়ের ব্যাপারটা হল, জামাই শ্বশুরবাড়ি এল, খেল, চলে গেল। কিন্তু জামাই চায় শ্বশুরবাড়ি ক্যাপচার করতে। সেটা আবার কেউ পছন্দ করে না।" এস এস আলুওয়ালিয়াকে 'জামাই' বলে কটাক্ষ করলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

আজ দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়। তিনি আসানসোলের বাসিন্দা। রানিগঞ্জের T D B কলেজে পড়াশোনা করতেন। দুর্গাপুরের গোপালমাঠের মণিকা ব্যানার্জির সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সূত্রে দুর্গাপুরের বাসিন্দাদের কাছে তিনি 'জামাই' বলে পরিচিত।

নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী

তাই আজ দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঁকসার সিলামপুরে প্রচারে এসে আলুওয়ালিকে 'জামাই' বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "জামাই শ্বশুরবাড়ি ক্যাপচার করতে চাইলে কেউ পছন্দ করে না। তাই ওকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না।"

বর্ধমান, 7 এপ্রিল : "সাধারণত জামাইয়ের ব্যাপারটা হল, জামাই শ্বশুরবাড়ি এল, খেল, চলে গেল। কিন্তু জামাই চায় শ্বশুরবাড়ি ক্যাপচার করতে। সেটা আবার কেউ পছন্দ করে না।" এস এস আলুওয়ালিয়াকে 'জামাই' বলে কটাক্ষ করলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

আজ দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়। তিনি আসানসোলের বাসিন্দা। রানিগঞ্জের T D B কলেজে পড়াশোনা করতেন। দুর্গাপুরের গোপালমাঠের মণিকা ব্যানার্জির সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সূত্রে দুর্গাপুরের বাসিন্দাদের কাছে তিনি 'জামাই' বলে পরিচিত।

নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী

তাই আজ দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঁকসার সিলামপুরে প্রচারে এসে আলুওয়ালিকে 'জামাই' বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "জামাই শ্বশুরবাড়ি ক্যাপচার করতে চাইলে কেউ পছন্দ করে না। তাই ওকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না।"

Intro:বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ মমতাজ সংঘমিতা রবিবার বিকেলে কাঁকসার সিলামপুরে প্রচারে এলে তিনি তার প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থী এস.এস. আলওয়ালিয়াকে ""জামাই ""বলে কটাক্ষ করেন ।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া নাম ঘোষণা করা হয় রবিবার। সুরিন্দর সিং আলুওয়ালিয়া আসানসোলের বাসিন্দা।সেখানেই তার বড় হওয়া।রানীগঞ্জ টিডিবি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ।তারপরে দুর্গাপুরের গোপালমাঠ এর মনিকা ব্যানার্জির সাথে তার বিবাহ হয়। সেই সূত্রে দুর্গাপুরবাসীর কাছে তিনি দুর্গাপুরের জামাই বলে পরিচিত । তার প্রতিদ্বন্দ্বী গতবারের এই কেন্দ্র থেকে জয়ী সাংসদ এবং এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতা কাঁকসার সিলামপুরে রবিবার প্রচার সেরে এস এস আলুওয়ালিয়া সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন ""সাধারণত জামাইকে লোকে মানে এল, খেলো, চলে গেল। কিন্তু জামাই চাই শ্বশুরবাড়ি ক্যাপচার করতে। সেটা আবার কেউ পছন্দ করে না।"" এভাবেই তার বিরোধী প্রার্থী কে কটাক্ষ করলেন ডাক্তার মমতাজ সংঘমিতা।এতদিন পর্যন্ত এই কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষনা হয়নি।যা নিয়ে বিজেপি বিরীধী টিএমসি,কংগ্রেস এবং সিপিআই(এম) এর এই কেন্দ্রের প্রার্থীরা বিজেপি র প্রার্থীর নাম ঘোষনা না করা নিয়ে কটাক্ষ করছিল।এবার অন্যভাবে কটাক্ষ টিএমসি প্রার্থীর।এবার "" জামাই"" বলে কটাক্ষ।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.