ETV Bharat / state

5 হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হবে কুলটি কারখানার - sail growth division

আধুনিকীকরণ হলে এই ইস্পাত কারখানায় প্রায় 2 হাজার স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের কর্মসংস্থান হবে ।

5 হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হবে কুলটি কারখানার
5 হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হবে কুলটি কারখানার
author img

By

Published : Jun 8, 2021, 7:32 PM IST

আসানসোল, 8 জুন : অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে কুলটি কারখানার । দীর্ঘদিন পর কুলটি কারখানা বা সেইল গ্রোথ ডিভিশন, কুলটি ওয়ার্কসের সুদিন ফিরছে বলে কারখানা সূত্রে জানা গিয়েছে । প্রায় 5 হাজার কোটি টাকা ব্যয়ে এই কারখানার আধুনিকীকরণের কাজ শুরু হবে । যা আগামী 10 বছরের মধ্যে শেষ হওয়ার কথা । আধুনিকীকরণ হলে এই ইস্পাত কারখানায় প্রায় 2 হাজার স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের কর্মসংস্থান হবে ।

একসময়ের কুলটির ইস্কো কারখানা ছিল কুলটিবাসীর গর্ব । এই ইস্পাত কারখানাকে ঘিরেই কুলটি হয়ে উঠেছিল উন্নত শহর । কিন্তু ধীরে ধীরে কুলটি কারখানা রুগ্ন হতে শুরু করে । 2003 সালের 31 মার্চ সমস্ত স্থায়ী শ্রমিককে স্বেচ্ছাবসর দিয়ে পাকাপাকি ভাবে বন্ধ করা হয় । পরবর্তী ক্ষেত্রে 2008 সালে রামবিলাস পাসওয়ান কুলটি কারখানাকে নতুন করে খোলার কথা জানান ও আধুনিকীকরণের কথাও বলেছিলেন ।

2010 সালে রেল ও সেলের সংযুক্তিতে কুলটিতে হয় ওয়াগন ফ্যাক্টরি । কিন্তু লৌহ ইস্পাত কারখানা আর হয়নি । বর্তমানে কারখানায় 4 টি বিভাগ চালু থাকলেও স্থায়ী কর্মী নেই বললেই চলে । 500 শ্রমিক আছে, যার মধ্যে মাত্র 15 জন সেলের আধিকারিক বাকিরা সবাই অস্থায়ী । কুলটি এই কারখানাতেই নতুন স্বপ্নের কথা শুনিয়েছেন কারখানার বর্তমান ইডি সুভাষ দাস ।

আরও পড়ুন : স্মার্ট ফোন নেই, টিকাকরণে ব্রাত্য জলপাইগুড়ির গ্রাম থেকে চা বাগান

তিনি জানিয়েছেন, লৌহ ইস্পাত কারখানার জন্য 5 হাজার কোটি টাকার বিনিয়োগে আধুনিকীকরণ হবে কারখানার । এই প্রকল্পে 1.5 মিলিয়ন টন ও 1.8 মিলিয়ন টন উৎপাদন সম্পন্ন দু’টি ব্লাস্ট ফার্নেস চুল্লি, একটি রোলিং মিল ও একটি বিলেট মিল হবে । 2025-26 এবং 2030-31 আর্থিক বর্ষে এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে । এই কাজ শেষ হলে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 2 হাজার লোকের কর্মসংস্থান হবে ।

আসানসোল, 8 জুন : অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে কুলটি কারখানার । দীর্ঘদিন পর কুলটি কারখানা বা সেইল গ্রোথ ডিভিশন, কুলটি ওয়ার্কসের সুদিন ফিরছে বলে কারখানা সূত্রে জানা গিয়েছে । প্রায় 5 হাজার কোটি টাকা ব্যয়ে এই কারখানার আধুনিকীকরণের কাজ শুরু হবে । যা আগামী 10 বছরের মধ্যে শেষ হওয়ার কথা । আধুনিকীকরণ হলে এই ইস্পাত কারখানায় প্রায় 2 হাজার স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের কর্মসংস্থান হবে ।

একসময়ের কুলটির ইস্কো কারখানা ছিল কুলটিবাসীর গর্ব । এই ইস্পাত কারখানাকে ঘিরেই কুলটি হয়ে উঠেছিল উন্নত শহর । কিন্তু ধীরে ধীরে কুলটি কারখানা রুগ্ন হতে শুরু করে । 2003 সালের 31 মার্চ সমস্ত স্থায়ী শ্রমিককে স্বেচ্ছাবসর দিয়ে পাকাপাকি ভাবে বন্ধ করা হয় । পরবর্তী ক্ষেত্রে 2008 সালে রামবিলাস পাসওয়ান কুলটি কারখানাকে নতুন করে খোলার কথা জানান ও আধুনিকীকরণের কথাও বলেছিলেন ।

2010 সালে রেল ও সেলের সংযুক্তিতে কুলটিতে হয় ওয়াগন ফ্যাক্টরি । কিন্তু লৌহ ইস্পাত কারখানা আর হয়নি । বর্তমানে কারখানায় 4 টি বিভাগ চালু থাকলেও স্থায়ী কর্মী নেই বললেই চলে । 500 শ্রমিক আছে, যার মধ্যে মাত্র 15 জন সেলের আধিকারিক বাকিরা সবাই অস্থায়ী । কুলটি এই কারখানাতেই নতুন স্বপ্নের কথা শুনিয়েছেন কারখানার বর্তমান ইডি সুভাষ দাস ।

আরও পড়ুন : স্মার্ট ফোন নেই, টিকাকরণে ব্রাত্য জলপাইগুড়ির গ্রাম থেকে চা বাগান

তিনি জানিয়েছেন, লৌহ ইস্পাত কারখানার জন্য 5 হাজার কোটি টাকার বিনিয়োগে আধুনিকীকরণ হবে কারখানার । এই প্রকল্পে 1.5 মিলিয়ন টন ও 1.8 মিলিয়ন টন উৎপাদন সম্পন্ন দু’টি ব্লাস্ট ফার্নেস চুল্লি, একটি রোলিং মিল ও একটি বিলেট মিল হবে । 2025-26 এবং 2030-31 আর্থিক বর্ষে এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে । এই কাজ শেষ হলে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 2 হাজার লোকের কর্মসংস্থান হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.