আসানসোল, 18 অগস্ট: ফের জামিন খারিজ হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী (Anubrata Mondal Bodyguard) সায়গল হোসেনের । তাঁকে জেল হেফাজতে পাঠালেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী । আগামী 1 সেপ্টেম্বর সায়গল হোসেনের পরবর্তী শুনানি । পাশাপাশি এদিন সায়গলের ফোনটিকে ফরেনসিক তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ।
বৃহস্পতিবার সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে (CBI Court) তোলা হয় । 14 দিন জেল হেফাজতের পরে সায়গলকে নিয়ে আসা হয় কোর্টে । সায়গলের পক্ষের আইনজীবী ছিলেন অনির্বাণ গুহঠাকুরতা ও শেখর কুন্ডু । তাঁরা জানতে চান গত 14 দিনে কী উন্নতি হয়েছে তদন্তে । সিবিআই আইনজীবী জানান, এই মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছে । তাই তদন্তে আরও অগ্রগতি হবে । আর অনুব্রতর গ্রেফতারি হওয়ার কারণে সিবিআই আইনজীবী সায়গলের জামিনের বিরোধিতার করেন ।
প্রায় 70 দিন সায়গল হোসেন রয়েছেন হেফাজতে । এই মামলায় বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমার 32 দিনের মাথায় জামিন পেয়েছেন । সায়গলের আইনজীবীরা বলেন চার্জশিট জমা হওয়ার পরেও কেন সায়গলকে আটকে রাখা হবে ।
আরও পড়ুন: হাইকোর্টে অনুব্রত কন্যা, স্লোগান উঠল গরু চোরের মেয়ে
সায়গল হোসেনের বাজেয়াপ্ত করা মোবাইলগুলি ফরেনসিকে পাঠানোর জন্য আদালতে আবেদন জানানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে । তাঁর আইনজীবী অভিযোগ করেন, ওই মোবাইল এক্সপার্ট নিয়ে এসে ডিজিটাল লক বা হ্যাস ভ্যালু করা হয়নি । তা না করেই টেম্পার করার চেষ্টা হয়েছে । সিবিআইয়ের বিরুদ্ধে এই অভিযোগ মেনে নেন বিচারক । তবে এদিন সায়গল হোসেনের বাজেয়াপ্ত করা মোবাইল ফরেনসিকে পাঠানোর নির্দেশ দেন বিচারক (Saigal Hossain phone to be sent to Forensic) ।