ETV Bharat / state

অন্ডালে বিনা নোটিসে স্বাস্থ্যকেন্দ্র বন্ধের অভিযোগ, সমস্য়ায় সাধারণ মানুষ - অন্ডাল

সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি করোনা ভ্যাকসিন ও করোনা টেস্টের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল ওই এলাকার বাসিন্দারা । এই অবস্থায় আজ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা না পেয়ে সমস্যার সম্মুখীন হন অনেকে ।

HC
বন্ধ স্বাস্থ্য়কেন্দ্র
author img

By

Published : May 1, 2021, 5:26 PM IST

অন্ডাল,1 মে : সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ রয়েছে পরিষেবা । আর তাতেই সমস্য়ায় পড়েছেন এলাকার বাসিন্দারা ৷ ঘটনাটি অন্ডাল ব্লকের খাঁন্দরা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ।

সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি করোনা ভ্যাকসিন ও করোনা টেস্টের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল ওই এলাকার বাসিন্দারা । এই অবস্থায় আজ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা না পেয়ে সমস্যার সম্মুখীন হন অনেকে । দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রোগীদের জানানো হয়, আজ ও আগামীকাল কোনও পরিষেবা পাওয়া যাবে না ৷ যদিও কার নির্দেশে বা কী কারণে পরিষেবা বন্ধ সেবিষয়ে সদুত্তর দিতে পারেননি স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা ।

বিনা নোটিসে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ

আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপাল

স্বাস্থ্য়কেন্দ্রে যাওয়া রোগীদের অভিযোগ, আজ ও কাল যে পরিষেবা বন্ধ থাকবে এই বিষয়ে কোনও নোটিশ দেওয়া হয়নি ৷ যার ফলে আজ অনেককে করোনা ভ্য়াকসিনের প্রথম ডোজ নিতে এসেও ফিরে যেতে হয় ৷ অনেকে করোনা টেস্ট করাতে গিয়েও ফিরে যান ৷

একটি সূত্রের খবর, ভোট গণনা কেন্দ্রে যাওয়ার জন্য় আজ সরকারি ও মিডিয়ার কর্মীদের স্বাস্থ্য় পরীক্ষা করা হচ্ছে ৷ সেকারণে, কোনও স্বাস্থ্য়কর্মী আজ স্বাস্থ্য়কেন্দ্রে ছিলেন না ৷

সিঁদুলির বাসিন্দা তনুশ্রী বাড়ুই বলেন, "আজ থেকে স্বাস্থ্যকেন্দ্রে 18 বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে বলে শুনেছিলাম । তাই ছেলেকে নিয়ে এসেছিলাম । দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জানতে পারলাম 3 তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া হবে । আগে জানলে এভাবে সমস্য়ার সম্মুখীন হতে হত না ৷"

একই অভিযোগ করেন ধান্ডাডিহি গ্রামের বাসিন্দা তাপস পাল । তিনি জানান, আজ তাঁর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেওয়ার দিন ছিল । স্বাস্থ্যকেন্দ্রে কোনও আধিকারিক না থাকায় তা সম্ভব হয়নি ৷

অন্ডাল,1 মে : সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ রয়েছে পরিষেবা । আর তাতেই সমস্য়ায় পড়েছেন এলাকার বাসিন্দারা ৷ ঘটনাটি অন্ডাল ব্লকের খাঁন্দরা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ।

সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি করোনা ভ্যাকসিন ও করোনা টেস্টের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল ওই এলাকার বাসিন্দারা । এই অবস্থায় আজ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা না পেয়ে সমস্যার সম্মুখীন হন অনেকে । দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রোগীদের জানানো হয়, আজ ও আগামীকাল কোনও পরিষেবা পাওয়া যাবে না ৷ যদিও কার নির্দেশে বা কী কারণে পরিষেবা বন্ধ সেবিষয়ে সদুত্তর দিতে পারেননি স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা ।

বিনা নোটিসে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ

আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপাল

স্বাস্থ্য়কেন্দ্রে যাওয়া রোগীদের অভিযোগ, আজ ও কাল যে পরিষেবা বন্ধ থাকবে এই বিষয়ে কোনও নোটিশ দেওয়া হয়নি ৷ যার ফলে আজ অনেককে করোনা ভ্য়াকসিনের প্রথম ডোজ নিতে এসেও ফিরে যেতে হয় ৷ অনেকে করোনা টেস্ট করাতে গিয়েও ফিরে যান ৷

একটি সূত্রের খবর, ভোট গণনা কেন্দ্রে যাওয়ার জন্য় আজ সরকারি ও মিডিয়ার কর্মীদের স্বাস্থ্য় পরীক্ষা করা হচ্ছে ৷ সেকারণে, কোনও স্বাস্থ্য়কর্মী আজ স্বাস্থ্য়কেন্দ্রে ছিলেন না ৷

সিঁদুলির বাসিন্দা তনুশ্রী বাড়ুই বলেন, "আজ থেকে স্বাস্থ্যকেন্দ্রে 18 বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে বলে শুনেছিলাম । তাই ছেলেকে নিয়ে এসেছিলাম । দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জানতে পারলাম 3 তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া হবে । আগে জানলে এভাবে সমস্য়ার সম্মুখীন হতে হত না ৷"

একই অভিযোগ করেন ধান্ডাডিহি গ্রামের বাসিন্দা তাপস পাল । তিনি জানান, আজ তাঁর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেওয়ার দিন ছিল । স্বাস্থ্যকেন্দ্রে কোনও আধিকারিক না থাকায় তা সম্ভব হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.