ETV Bharat / state

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি - west burdwan

পশ্চিম বর্ধমানের কাঁকসার কুলডিহা গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি ৷ আজ সকালে ব্যাঙ্কে গিয়ে ঘটনাটি নজরে আসে কর্মীদের ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি
author img

By

Published : Dec 3, 2019, 12:20 PM IST

Updated : Dec 3, 2019, 1:43 PM IST

কাঁকসা, 3 ডিসেম্বর : পশ্চিম বর্ধমানে কাঁকসা ব্লকের কুলডিহা গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনা ঘটল । আজ সকালে ব্যাঙ্কের কর্মীরা সদর দরজা খুলে দেখে ব্যাঙ্কের ভেতরে সব কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে ।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা ব্যাঙ্কের পিছনের দরজা ভেঙে ঢুকে চুরি করেছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ । ব্যাঙ্কের ভোল্ট ভেঙেছে কি না এবং কত টাকা চুরি গেছে সে সব খতিয়ে দেখা হচ্ছে ।

ব্যাঙ্কে চুরির ঘটনায় হতবাক স্থানীয় থেকে শুরু করে ব্যাঙ্ক কর্মীরাও

খবর পাওয়া মাত্রই ব্যাঙ্কের সামনে আসতে শুরু করেন গ্রাহকরা । CCTV ফুটেজ খুটিয়ে দেখা হচ্ছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কাঁকসা, 3 ডিসেম্বর : পশ্চিম বর্ধমানে কাঁকসা ব্লকের কুলডিহা গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনা ঘটল । আজ সকালে ব্যাঙ্কের কর্মীরা সদর দরজা খুলে দেখে ব্যাঙ্কের ভেতরে সব কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে ।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা ব্যাঙ্কের পিছনের দরজা ভেঙে ঢুকে চুরি করেছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ । ব্যাঙ্কের ভোল্ট ভেঙেছে কি না এবং কত টাকা চুরি গেছে সে সব খতিয়ে দেখা হচ্ছে ।

ব্যাঙ্কে চুরির ঘটনায় হতবাক স্থানীয় থেকে শুরু করে ব্যাঙ্ক কর্মীরাও

খবর পাওয়া মাত্রই ব্যাঙ্কের সামনে আসতে শুরু করেন গ্রাহকরা । CCTV ফুটেজ খুটিয়ে দেখা হচ্ছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:3.12.19 পশ্চিম বর্ধমানে কাঁকসা ব্লকে কুলডিহা গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যঙ্কের শাখায় চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে ব্যাঙ্কের কর্মীরা সদর দরজা খুলে দেখে ব্যাঙ্কের ভেতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে । দুষ্কৃতীরা ব্যাঙ্কের পিছনের দরজা ভেঙে ঢুকে চুরি করেছে । খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ যায়। ব্যাঙ্কের ভল্ট ভেঙেছে কিনা এবং কতটাকা গেছে তা এখনও বলতে চাইনি ব্যাঙ্কের আধিকারিকরা।এই ব্যাঙ্কের গ্রাহকরা এই খবর পাওয়া মাত্রই ব্যাঙ্কের সামনে আসতে শুরু করেছেন।পুলিশ ও ব্যাঙ্কের আধিকারিক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।চলছে হিসাব।দুষ্কৃতিরা ব্যাঙ্কের ভেতরে লোহার রড ও গামছা ফেলে যায়।কিন্তু ব্যাঙ্কের এই শাখায় সিসিটিভি ছিল না কেনও?এই ব্যাঙ্কে রাতপাহারার জন্য নিরাপত্তাকর্মীও মোতায়েন ছিল না।শুধুই ভরসা পুলিশি টহল।যা নিয়েও প্রশ্ন ওঠাই স্বাভাবিক।Body:গConclusion:গ
Last Updated : Dec 3, 2019, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.