ETV Bharat / state

AMC Poll 2022 : ফের ভোট বয়কট আটকাতে রাস্তা সংস্কারের কাজ শুরু করালেন তৃণমূল প্রার্থী - উজ্জ্বল চট্টোপাধ্য়ায়

পৌর নির্বাচনের (AMC Poll 2022) আগে নজরে আসানসোলের 74 নম্বর ওয়ার্ড ৷ বেহাল রাস্তার কারণে একুশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেছিলেন এখানকার পাটমোহনার বাসিন্দারা ৷ এদিকে, আসন্ন পৌরভোটের আগেই রাস্তার কাজ শুরু করিয়েছেন স্থানীয় তৃণমূল প্রার্থী তথা আড্ডা (আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ)-এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্য়ায় ৷ এবার কি তবে ভোটে ফিরবেন ভুক্তভোগীরা ? উত্তর দেবে সময় ৷

road repairing work starts in 74 number ward of asansol before amc poll 2022
AMC Poll 2022 : বয়কটে যাওয়া ভোটারদের ফেরাতে রাস্তার কাজ শুরু করালেন তৃণমূল প্রার্থী
author img

By

Published : Jan 7, 2022, 4:07 PM IST

আসানসোল, 6 জানুয়ারি : আগামী 22 জানুয়ারি আসানসোল পৌরনিগমের ভোট (AMC Poll 2022) ৷ এই লড়াইয়ে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল শহরের 74 নম্বর ওয়ার্ড ৷ এর পিছনে কারণ মূলত দু’টো ৷ প্রথমত, ভোটের ময়দানে মুখোমুখি হচ্ছেন দুই পুরনো প্রতিদ্বন্দ্বী ৷ এঁদের একজন তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্য়ায় এবং অন্যজন সিপিএমের প্রিয়ব্রত সরকার ৷ যখন কুলটি পৌরসভা ছিল, তখন এই দু’জন ছিলেন পরস্পরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ৷ আর দ্বিতীয় কারণ হল, এই 74 নম্বর ওয়ার্ডেই রয়েছে পাটমোহনা ৷ একুশের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2022) রাস্তা সারাইয়ের দাবিতে ভোট বয়কট করেছিলেন এখানকার বাসিন্দারা ৷ পৌরভোটের আগে তাই তড়িঘড়ি নারকেল ফাটিয়ে রাস্তা সংস্কার প্রকল্পের সূচনা করেছেন আড্ডা (আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ)-এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল ৷ প্রশ্ন উঠছে, তাঁর এই পদক্ষেপে আদৌ ভোটে ফিরবেন তো পাটমোহনার বাসিন্দারা ? এলাকাবাসীর কাছ থেকে মিলল মিশ্র প্রতিক্রিয়া ৷

আরও পড়ুন : Asansol Municipal Election : আসানসোলে দেওয়াল বিভ্রাট ! কংগ্রেস প্রার্থীকে পদ্ম ছাপে ভোট দেওয়ার আবেদন

একুশের বিধানসভা নির্বাচনে কুলটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন উজ্জ্বল ৷ বিজেপির অজয়কুমার পোদ্দারের কাছে পরাজিত হতে হয় তাঁকে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মানুষের এত সমস্যা সত্ত্বেও পাটমোহনার বেহাল রাস্তা সারানোর কোনও উদ্যোগই নেননি উজ্জ্বল ৷ একুশের বিধানসভা নির্বাচনে এলাকাবাসীর ভোট বয়কটের সিদ্ধান্তের কারণও তিনিই ৷ বিপদ বুঝে এবার তাই ভোট ঘোষিত হতেই রাস্তার কাজ শুরু করান উজ্জ্বল ৷ তাঁর এই আচরণে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ ৷ তাঁদের বক্তব্য, ভোটের আগে রাস্তা তৈরি করে ভোট পাওয়া যায় না ৷ যদিও অন্যরা বলছেন, রাস্তা যদি সত্যিই তৈরি হয়, তবে তাঁরা ভোট দিতে যাবেন ৷

বয়কটে যাওয়া ভোটারদের ফেরাতে রাস্তার কাজ শুরু করালেন তৃণমূল প্রার্থী

এবারের ভোটযুদ্ধে উজ্জ্বলের প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিএমের প্রিয়ব্রত সরকার ৷ পাটমোহনার পাশের গ্রামেই তাঁর বাড়ি ৷ প্রিয়ব্রতর অভিযোগ, এলাকার প্রাক্তন বিধায়ক তথা পূর্বতন কুলটি পৌরসভার এক সময়ের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্য়ায় আদতে সমস্যা জিইয়ে রাখতে ভালোবাসেন ৷ কারণ, সমস্যা যতদিন থাকবে, মানুষও ততদিন তাঁর পিছন পিছন ঘুরবে ৷ আর এই সমস্যাকে হাতিয়ার করেই ক্ষমতায় টিকে থাকবেন তিনি ৷

আরও পড়ুন : Asansol Municipal Election : নির্বাচনের আগেই আসানসোলে পৌরবোর্ড গঠনের দাবি জিতেন্দ্রর

প্রিয়ব্রতর এই ব্যাখ্যা মানতে নারাজ উজ্জ্বল ৷ তাঁর বক্তব্য, মানুষের দাবি মেনে ইতিমধ্যেই রাস্তার কাজ শুরু করা হয়েছে ৷ তাই মানুষ যাতে ভোট দেন, সেই আবেদনই সকলের কাছে রাখবেন তিনি ৷ এই প্রেক্ষাপটে আবারও একটা ভোট বয়কটের সাক্ষী থাকবে পাটমোহনা, নাকি রাস্তা সংস্কারের কাজে মন গলবে বিক্ষুব্ধ ভোটারদের, এখন সেটাই দেখার ৷

আসানসোল, 6 জানুয়ারি : আগামী 22 জানুয়ারি আসানসোল পৌরনিগমের ভোট (AMC Poll 2022) ৷ এই লড়াইয়ে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল শহরের 74 নম্বর ওয়ার্ড ৷ এর পিছনে কারণ মূলত দু’টো ৷ প্রথমত, ভোটের ময়দানে মুখোমুখি হচ্ছেন দুই পুরনো প্রতিদ্বন্দ্বী ৷ এঁদের একজন তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্য়ায় এবং অন্যজন সিপিএমের প্রিয়ব্রত সরকার ৷ যখন কুলটি পৌরসভা ছিল, তখন এই দু’জন ছিলেন পরস্পরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ৷ আর দ্বিতীয় কারণ হল, এই 74 নম্বর ওয়ার্ডেই রয়েছে পাটমোহনা ৷ একুশের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2022) রাস্তা সারাইয়ের দাবিতে ভোট বয়কট করেছিলেন এখানকার বাসিন্দারা ৷ পৌরভোটের আগে তাই তড়িঘড়ি নারকেল ফাটিয়ে রাস্তা সংস্কার প্রকল্পের সূচনা করেছেন আড্ডা (আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ)-এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল ৷ প্রশ্ন উঠছে, তাঁর এই পদক্ষেপে আদৌ ভোটে ফিরবেন তো পাটমোহনার বাসিন্দারা ? এলাকাবাসীর কাছ থেকে মিলল মিশ্র প্রতিক্রিয়া ৷

আরও পড়ুন : Asansol Municipal Election : আসানসোলে দেওয়াল বিভ্রাট ! কংগ্রেস প্রার্থীকে পদ্ম ছাপে ভোট দেওয়ার আবেদন

একুশের বিধানসভা নির্বাচনে কুলটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন উজ্জ্বল ৷ বিজেপির অজয়কুমার পোদ্দারের কাছে পরাজিত হতে হয় তাঁকে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মানুষের এত সমস্যা সত্ত্বেও পাটমোহনার বেহাল রাস্তা সারানোর কোনও উদ্যোগই নেননি উজ্জ্বল ৷ একুশের বিধানসভা নির্বাচনে এলাকাবাসীর ভোট বয়কটের সিদ্ধান্তের কারণও তিনিই ৷ বিপদ বুঝে এবার তাই ভোট ঘোষিত হতেই রাস্তার কাজ শুরু করান উজ্জ্বল ৷ তাঁর এই আচরণে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ ৷ তাঁদের বক্তব্য, ভোটের আগে রাস্তা তৈরি করে ভোট পাওয়া যায় না ৷ যদিও অন্যরা বলছেন, রাস্তা যদি সত্যিই তৈরি হয়, তবে তাঁরা ভোট দিতে যাবেন ৷

বয়কটে যাওয়া ভোটারদের ফেরাতে রাস্তার কাজ শুরু করালেন তৃণমূল প্রার্থী

এবারের ভোটযুদ্ধে উজ্জ্বলের প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিএমের প্রিয়ব্রত সরকার ৷ পাটমোহনার পাশের গ্রামেই তাঁর বাড়ি ৷ প্রিয়ব্রতর অভিযোগ, এলাকার প্রাক্তন বিধায়ক তথা পূর্বতন কুলটি পৌরসভার এক সময়ের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্য়ায় আদতে সমস্যা জিইয়ে রাখতে ভালোবাসেন ৷ কারণ, সমস্যা যতদিন থাকবে, মানুষও ততদিন তাঁর পিছন পিছন ঘুরবে ৷ আর এই সমস্যাকে হাতিয়ার করেই ক্ষমতায় টিকে থাকবেন তিনি ৷

আরও পড়ুন : Asansol Municipal Election : নির্বাচনের আগেই আসানসোলে পৌরবোর্ড গঠনের দাবি জিতেন্দ্রর

প্রিয়ব্রতর এই ব্যাখ্যা মানতে নারাজ উজ্জ্বল ৷ তাঁর বক্তব্য, মানুষের দাবি মেনে ইতিমধ্যেই রাস্তার কাজ শুরু করা হয়েছে ৷ তাই মানুষ যাতে ভোট দেন, সেই আবেদনই সকলের কাছে রাখবেন তিনি ৷ এই প্রেক্ষাপটে আবারও একটা ভোট বয়কটের সাক্ষী থাকবে পাটমোহনা, নাকি রাস্তা সংস্কারের কাজে মন গলবে বিক্ষুব্ধ ভোটারদের, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.