দুর্গাপুর,7 জুন : রবিবাসরীয় দুপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দুর্গাপুরে । বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে ভেঙে পড়ল বহু গাছ । গাছ ভেঙে একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে দুর্গাপুর শহরে ।
চলতি বছরে বৈশাখ মাসের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে দুর্গাপুর ও সংলগ্ন অঞ্চলে । যার ফলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি মিলেছে দুর্গাপুরবাসীর । রবিবার দুপুরেও কালো মেঘে ঢেকে যায় শিল্পনগরীর আকাশ । এরপরই মুষলধারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় । পাল্লা দিয়ে বইতে থাকে ঝোড়ো হাওয়া ৷ তার জেরেই শহরের বহু জায়গায় উপড়ে পড়েছে গাছ । দুর্গাপুর থানার সামনের রাস্তা অরবিন্দ অ্যাভিনিউতে উপড়ে পড়ে একটি বড় গাছ ৷ যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাটি । অন্যদিকে, দুর্গাপুরের সিটি সেন্টারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেও একটি বড়সড় ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে । সেখানেও বন্ধ হয়ে যায় যান চলাচল ।
গাছ পড়ে রাস্তা আটকে থাকলেও তা সরানোর কাজ এখনও শুরু হয়নি৷