আসানসোল, 6 এপ্রিল: ত্রাণ বিতরণ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্তরে বিভিন্ন ছবি সামনে এসেছে। সব জায়গাতেই জমায়েত করে ত্রাণসামগ্রী দেওয়ার দৃশ্য দেখা গেছে । আসানসোলেও বিভিন্ন কাউন্সিলরের ত্রাণ বিলিতে ন্যূনতম সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ। কিন্তু অন্য চিত্র দেখা গেল আসানসোল পৌরনিগমের 81 নম্বর ওয়ার্ডে। বার্নপুরে এই দলীয় অফিস থেকে যে ত্রাণ বিলি করা হচ্ছে, তা নিতে হলে নির্দিষ্ট দূরত্বে সুরক্ষা বলয়েই দাঁড়াতে হবে। এমনটাই নিশ্চিত করা হয়েছে কাউন্সিলরের পক্ষ থেকে।
সব ওয়ার্ডের মতো আসানসোল পৌরনিগমের 81 নম্বর ওয়ার্ডেও চলছে ত্রাণ বিতরণ। দুস্থ মানুষদের চাল, ডাল, আলু সহ মাস্ক ও অনান্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে তৃণমূলের কার্যালয় থেকেই। কিন্তু এখানকার সুসংহত দৃশ্য অন্য বার্তা দেয়। কোনও হুটোপুটি নেই। নির্দিষ্ট দূরত্ব থেকে, শৃঙ্খলাবদ্ধভাবেই ত্রাণ বিলি করা হচ্ছে।
81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনা গুপ্ত জানান, ‘‘ত্রাণের জন্য প্রথমে মানুষজন চিহ্নিত করে, তাঁদের জানানো হয়েছে। খুব শৃঙখলাবদ্ধভাবেই আমাদের অফিস থেকে ত্রাণ বিলি হচ্ছে। ত্রাণ নিতে এসে বাড়ি থেকে বেরিয়ে কেউ সংক্রমণে আক্রান্ত হোক আমরা কেউ চাই না। তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হচ্ছে।’’
81 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শুভাশিস গোস্বামী জানান, ‘‘রামবাঁধ, হরিজনপাড়া, লোকনাথ মন্দির এলাকা, পুরাণহাট মেইন রোড এলাকার বহু দুস্থ মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আমরা দলীয় কার্যালয়ের বাইরে সুরক্ষা বলয় এঁকেছি। মানুষজনকে নির্দিষ্ট দূরত্বেই দাঁড় করানো হচ্ছে। এবং সেখান থেকেই তাঁরা ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন।’’