রানিগঞ্জ , 15 মার্চ : রানিগঞ্জ , 15 মার্চ : প্রাচীন শহর রানিগঞ্জ । একসময় বর্ধমান জেলার মহকুমা হিসেবেও পরিচিত ছিল এই শহর । কয়লা, মাফিয়াদের চুলোচুলি, রাজনীতির লড়াই আর ছাপোষা মানুষের দিনগুজরানে চলছিল ভালো-মন্দেই । জীবন কাটছিল নিজের ছন্দে । ফাঁকা রাস্তা ঘাট, মাটির তলায় থাকা কয়লার উপর গড়ে ওঠা বড় বড় গাছের সবুজের আশ্রয় । নেতাজি সুভাষচন্দ্র বসু রোডকে জাতীয় সড়কের সঙ্গে জুড়ে দেওয়ায় সময় বুঝতে পারেনি রানিগঞ্জবাসী । কি অপেক্ষা করছে ভবিষ্যতের সকালে । রানীগঞ্জের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র রোড হয়ে গেল NH 60৷ একটু একটু করে বাড়ল ভারি গাড়ির চাপ । আর তাতেই রানীগঞ্জবাসীর "ফিল গুড" উধাও হয়ে গেল কবে যেন । আজ রানিগঞ্জবাসী দিন কাটাচ্ছে যানজটে ।
রানিগঞ্জ শহরে গত 10 বছর ধরে এই যানজটের ভুগছে বাসিন্দারা । রানিগঞ্জের বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে নাগরিক সমাজের প্রত্যেকেই দাবি তুলেছিল রানিগঞ্জ শহরের মধ্যে দিয়ে চলে যাওয়া এই জাতীয় সড়ককে অন্য পথে নিয়ে যেতে হবে ।" সেই কারণেই বারবার দাবি উঠেছিল রানীগঞ্জের দু'নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর থেকে একটি বাইপাস রাস্তা রানিগঞ্জের গির্জাপাড়া মোড়ে সংযোগ স্থাপন করবে রানিগঞ্জ শহরের সঙ্গে ।
বাম আমল থেকে এই দাবি উঠলেও আজও সেই বাইপাস রাস্তা তৈরি হয়নি । ফলে রানিগঞ্জ শহরের অন্যতম সমস্যা যানজট থেকে মুক্তি মেলেনি । স্থানীয় বাসিন্দা রাজেশ মন্ডল বলেন " রানিগঞ্জের অন্যতম সমস্যা হলো যানজট। রানিগঞ্জ শহরের রাস্তা ব্রিটিশ আমলের । সংস্কারের অভাবে রাস্তা চওড়া না হওয়ায় প্রত্যেকদিনই যানজট সৃষ্টি হচ্ছে । অন্ডাল, পাণ্ডবেশ্বর ,জামুরিয়া বিভিন্ন এলাকার মানুষকে রানিগঞ্জ শহরের ওপর দিয়েই বাঁকুড়া যেতে হয় । আর যানজটে আটকে পড়েন সাধারণ মানুষ । অনেক সময় বাঁকুড়া মেডিকেল কলেজে কোনও রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হলে এই যানজটে আটকে থাকতে হয় সারাদিন ।"
রানিগঞ্জের বণিক মহলের সভাপতি সন্দীপ খৈতান জানান " দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার ব্যবসায়ীরা আসে এই শহরে । প্রায় 7 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ রানিগঞ্জ শহর । রানিগঞ্জ শহরের সাধারণ মানুষ যানজটের অন্যতম কারণ মনে করেন ব্যবসায়ী মহলকে । কিন্তু রানিগঞ্জ শহরে ব্যবসার জন্য যে সমস্ত যানবাহন আসে সেই সমস্ত যানবাহন গুলি সকালের মধ্যেই ফিরে যায় ।"
রানিগঞ্জের বিধায়ক রুণু দত্ত জানান " 2016 সাল থেকে বিধানসভায় রানিগঞ্জ শহরের যানজট সমস্যা নিয়ে তুলে ধরছি । মন্ত্রী থেকে শুরু করে জেলা শাসকের কাছে বহু বার চিঠি লিখে জানিয়েছি রানিগঞ্জ শহরের যানজট সমস্যা নিয়ে । তাতে কিছু লাভ হয়নি । আবার বলে আসছি রানীগঞ্জ শহর যানজট মুক্ত করতে একটি বাইপাস রোড তৈরি করার জন্য ।"