ETV Bharat / state

জয়দেবের মেলায় রাম মন্দিরের ছবি বিলি বিজেপির, শুরু রাজনৈতিক তরজা - রাম মন্দিরের উদ্বোধন

Ram Mandir picture distrusted in Joydeb fair: জয়দেবে কেন্দুলির মেলায় রাম মন্দিরের ছবি বিলি করলেন বিজেপি নেতারা ৷ এর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 5:51 PM IST

Updated : Jan 17, 2024, 8:29 PM IST

জয়দেবের মেলায় রাম মন্দিরের ছবি বিলি বিজেপির

দুর্গাপুর, 17 জানুয়ারি: আর মাত্র কয়েকদিন পরেই উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান ৷ আর তাকে ঘিরেই একদিকে যখন একশ্রেণির মানুষের মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা, ঠিক তখনই এই নিয়ে চলছে রাজনৈতির তরজা ৷ এ বার বীরভূমে জয়দেব কেন্দুলির মেলায় রাম মন্দির উদ্বোধনের প্রচার নিয়ে শোরগোল বাঁধল । মেলায় রাম মন্দিরের ছবি বিতরণ করলেন বর্ধমানের বিজেপির জেলা সভাপতি স্বয়ং । তার সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ।

আগামী 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে । অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের তাবড় ব্যক্তিত্বরা ৷ সেই দিন বিভিন্ন এলাকায় রামের পুজো করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেওয়ার বার্তা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৷ আরএসএস কর্মীদের সঙ্গে নিয়ে বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বুধবার উপস্থিত ছিলেন জয়দেবের কেন্দুলির মেলায় । কাঁকসার শিবপুরের অজয়ের তীরে মঙ্গলবার দুপুর থেকে মেলায় আগত পুণ্যার্থীদের রামের ছবি বিতরণ করেতে দেখা গেল তাঁদের ।

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তিনি বলেন, "2014 সালে বিজেপির ঢং দেখেছে দেশের মানুষ । গায়ের জোর দিয়ে কেন্দ্রীয় সরকার 2024-এ লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছে । যাঁরা নিমন্ত্রণ করতে আসছেন তাঁদের বলুন তাঁরা চাকরি চান । চান সঠিক পরিষেবা ।"

বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এ বিষয়ে দলের তরফে সাফাই দিয়ে বলেন, "বিজেপি মানুষকে পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে । আর তৃণমূলের সংকীর্ণ মানসিকতা হওয়ার জন্যই তারা নানাভাবে বিজেপির নামে কটূক্তি করে ।"

আরও পড়ুন:

  1. আজ থেকে শুরু রামলালার অভিষেকের অনুষ্ঠান, অযোধ্যায় কী কী থাকছে আগামী সাতদিন ?
  2. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মন্দির চত্বরে বাজবে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র, বাংলা থেকে যাচ্ছে শ্রীখোল-সরোদ
  3. রাম মন্দিরের আন্দোলনে প্রাণ হারানো 'কর সেবক'দের স্থান ছবিতে

জয়দেবের মেলায় রাম মন্দিরের ছবি বিলি বিজেপির

দুর্গাপুর, 17 জানুয়ারি: আর মাত্র কয়েকদিন পরেই উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান ৷ আর তাকে ঘিরেই একদিকে যখন একশ্রেণির মানুষের মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা, ঠিক তখনই এই নিয়ে চলছে রাজনৈতির তরজা ৷ এ বার বীরভূমে জয়দেব কেন্দুলির মেলায় রাম মন্দির উদ্বোধনের প্রচার নিয়ে শোরগোল বাঁধল । মেলায় রাম মন্দিরের ছবি বিতরণ করলেন বর্ধমানের বিজেপির জেলা সভাপতি স্বয়ং । তার সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ।

আগামী 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে । অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের তাবড় ব্যক্তিত্বরা ৷ সেই দিন বিভিন্ন এলাকায় রামের পুজো করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেওয়ার বার্তা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৷ আরএসএস কর্মীদের সঙ্গে নিয়ে বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বুধবার উপস্থিত ছিলেন জয়দেবের কেন্দুলির মেলায় । কাঁকসার শিবপুরের অজয়ের তীরে মঙ্গলবার দুপুর থেকে মেলায় আগত পুণ্যার্থীদের রামের ছবি বিতরণ করেতে দেখা গেল তাঁদের ।

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তিনি বলেন, "2014 সালে বিজেপির ঢং দেখেছে দেশের মানুষ । গায়ের জোর দিয়ে কেন্দ্রীয় সরকার 2024-এ লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছে । যাঁরা নিমন্ত্রণ করতে আসছেন তাঁদের বলুন তাঁরা চাকরি চান । চান সঠিক পরিষেবা ।"

বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এ বিষয়ে দলের তরফে সাফাই দিয়ে বলেন, "বিজেপি মানুষকে পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে । আর তৃণমূলের সংকীর্ণ মানসিকতা হওয়ার জন্যই তারা নানাভাবে বিজেপির নামে কটূক্তি করে ।"

আরও পড়ুন:

  1. আজ থেকে শুরু রামলালার অভিষেকের অনুষ্ঠান, অযোধ্যায় কী কী থাকছে আগামী সাতদিন ?
  2. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মন্দির চত্বরে বাজবে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র, বাংলা থেকে যাচ্ছে শ্রীখোল-সরোদ
  3. রাম মন্দিরের আন্দোলনে প্রাণ হারানো 'কর সেবক'দের স্থান ছবিতে
Last Updated : Jan 17, 2024, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.