দুর্গাপুর, 17 মার্চ : রুপোলি পর্দায় দেশবাসীর মন জয়ের পর রংয়ের উৎসবের আগে দুর্গাপুরের বাজার কাঁপাচ্ছে ‘পুষ্পা’৷ ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায়’, এই ডায়লগে পুস্পা ফায়ার পিচকারির (Puspa Fire Pichkari On Holi) চাহিদা তুঙ্গে। এই পিচকারিতে আগুন দিলে বের হওয়া বিষাক্ত রাসায়নিক আবির মিশ্রিত ধোঁয়া শিশুদের ফুসফুসে প্রবেশ করলে মারাত্বক প্রভাব পড়বে বলে জানান বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ আজিজুর রহমান ।
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার দুর্দান্ত অভিনয়ে সুপারহিট হয়েছে 'পুস্পা' । আল্লু অর্জুনের দুর্দান্ত ডায়লগ এখন আট থেকে আশির মুখে মুখে। এই সিনেমায় আল্লু আর্জুনের জনপ্রিয় ডায়লগ ‘পুষ্পা শুনকে ফ্লাওয়ার সমঝাথা কেয়া? ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায় ম্যায় ।'এই ডায়লগকে সামনে রেখে পুষ্পা নামের ফায়ার পিচকারি এখন দোকানে দোকানে । দুর্গাপুরের বেনাচিতি বাজারের সর্বত্র ঝুলছে রং-বেরংয়ের পুষ্পা ফায়ার পিচকারি।
আরও পড়ুন : রঙমিলন্তি উৎসবে মেতেছে সন্দেশখালি
শিশুরোগ বিশিষ্ট চিকিৎসক আজিজুর রহমান অভিভাবকদের এই বিষয়টিতে সতর্ক করেছেন । তিনি বলেন, ‘‘শিশুদের জন্য ক্ষতিকারক এই পিচকারি ৷ এই ধরনের পিচকারি এড়িয়ে চলারও পরামর্শ দেন তিনি ৷