দুর্গাপুর, 11 জুন : আগামী পঞ্চায়েত নির্বাচনে ও লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত শক্ত করতে বিজেপি-র ক্ষমতাকে আটকাতে হবে। প্রয়োজনে কেউ ভুল করে থাকলে বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে । পশ্চিম বর্ধমানের পানাগড়ে কৃষক কর্মিসভা থেকে এমনই নিদান দিলেন রাজ্যের কিষাণ ক্ষেতমজুর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পূর্ণেন্দু বসু (Purnendu Basu attends TMC farmers convention in Panagarh) ৷
পশ্চিম বর্ধমানের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের দায়িত্বে থাকা জয়ব্রত বৈদ্যর নেতৃত্বে শনিবার পানাগড় বাজার কমিউনিটি হলে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত কর্মিসভায় উপস্থিত ছিলেন রাজ্যের কিষাণ ক্ষেতমজুর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পূর্ণেন্দু বসু । পূর্ণেন্দু বসু ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য নেতা-নেত্রীরা ও প্রায় আড়াই হাজার কৃষক এই সভায় উপস্থিত ছিলেন। মন্ত্রী পূর্ণেন্দু বসু এই সভা থেকে জানান, কেন্দ্র কৃষকদের উপর বিভিন্নভাবে প্রতারণা করছে ৷ তাই আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে বিজেপির ক্ষমতাকে আটকাতে হবে। তাই প্রয়োজনে যদি কেউ ভুল ক্রটি করে থাকে, তাহলে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে ।
আরও পড়ুন : মমতার পরিকল্পনাতেই হাওড়ায় অশান্তি, দাবি সুকান্তর
পূর্ণেন্দু বসুর এই মন্তব্যের পরেই পানাগড় বিজেপি নেতা পালটা জানান, গত পঞ্চায়েত ভোটে যেভাবে তৃণমূল লুঠ করেছে, তাতে মানুষ আসন্ন নির্বাচনে জবাব দেবে। পূর্ণেন্দু বসু এদিনের কর্মিসভা থেকে পশ্চিম বর্ধমানের কাঁকসার কৃষকদের জন্য সূর্যমুখী তেলকলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন ৷ এছাড়া কৃষির উন্নতির জন্য মাল্টিপারপাস হিমঘরের ব্যবস্থার প্রতিশ্রুতি দেন ৷ বিজেপির পূর্ব বর্ধমানের জেলা কমিটির নেতা রমন শর্মার কথায়, গত দু'দিন রাজ্যজুড়ে যে হিংসাত্মক ঘটনার ছবি মানুষ দেখল, তারপর রাজ্যের মানুষ টিএমসির সঙ্গে নেই এটা বুঝেই এরা এখন ক্ষমা চাওয়ার কথা বলছেন।