ETV Bharat / state

VC of KNU Suspended: বরখাস্ত উপাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবির মেখে মিষ্টিমুখ আন্দোলনকারীদের - Kazi Nazrul University

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীকে অপসারিত করেছেন রাজ্যপাল সিভি আনন্দ ৷ খুশির আবহাওয়া বিশ্ববিদ্যালয়ে চত্বরে ৷ সবুজ রঙের আবিরে মেতে ওঠেন আন্দোলনকারীরা ৷

Suspended Vice-Chancellor of KNU
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবির মেখে মিষ্টিমুখ আন্দোলনকারীদের
author img

By

Published : May 15, 2023, 7:15 PM IST

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবির মেখে মিষ্টিমুখ আন্দোলনকারীদের

আসানসোল, 15 মে: দু'মাস লাগাতার আন্দোলনের পর জয় এসেছে অবশেষে। অপসারিত হয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। গত শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস অপসারিত করেন উপাচার্য সাধন চক্রবর্তীকে। সোমবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা মাতলেন খুশির আনন্দে ৷

ভরা গ্রীষ্মে এক টুকরো বসন্তের ছোঁয়া ৷ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারিত হতেই অকাল হোলিতে মাতলেন আন্দোলনকারীরা ৷ একে অন্যকে আবির মাখিয়ে, মিষ্টি মুখ করেন তাঁরা। আন্দোলনকারীরা জানান, শনি বিদায় হয়েছেন, রাহু বিদায় হয়েছেন। গত 13 মার্চ থেকে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছিল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের আন্দোলন। দুর্নীতিগ্রস্ত উপাচার্যকে বরখাস্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেন তাঁরা। পরে সেই আন্দোলনে যোগ দেন ছাত্র-ছাত্রীরাও। এই আন্দোলনের মাঝে দু'দিন উপাচার্য আসেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আন্দোলনকারীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না-পেরে ফিরে যেতে হয় উপাচার্যকে।

পরবর্তীকালে হাইকোর্টের দ্বারস্থ হন উপাচার্য সাধন চক্রবর্তী। হাইকোর্ট নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয় চত্বরের পঞ্চাশ মিটারের মধ্যে কোনও আন্দোলন করা যাবে না। তারপর পুলিশ নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রবেশ করেন। কিন্তু আন্দোলন থামেনি। বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ পেয়ে দু'দিন উপাচার্য এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে। স্লোগান-আন্দোলনের মাঝেই তিনি তাঁর কেবিনে কিছুক্ষণ কাজ করে বেরিয়ে যান। অচলাবস্থা চলতেই থাকে।

আরও পড়ুন: প্রাথমিকের 36 হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদ

এরই মাঝে কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে রাজ্যপাল ডেকে পাঠান দু'পক্ষকেই। আন্দোলনকারীরা সেখানে গেলেও উপাচার্য উপস্থিত হননি। শনিবার রাতে জানা গিয়েছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীকে রাজ্যপাল বরখাস্ত করেছেন। রবিবার ছুটির দিন ছিল। সোমবার বিশ্ববিদ্যালয় খুলতেই আন্দোলনকারীরা একে একে সংগঠিত হতে শুরু করেন। জয়ের আনন্দে একে অন্যকে আবির মাখান ৷ মিষ্টিমুখ করান। পাশাপাশি সাধন চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়েছে এদিন।

আন্দোলনকারী শিক্ষাকর্মী জয় মিত্র জানিয়েছেন, "দীর্ঘদিনের একটা আন্দোলনের পর জয়লাভ হয়েছে। তাই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছি আমরা। আবির খেলছি, একে অন্যকে মিষ্টি খাইয়েছি। একটাই কথা বলব শনি বিদায় হয়েছে, রাহু বিদায় হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে।" যদিও এ বিষয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সাধন চক্রবর্তীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবির মেখে মিষ্টিমুখ আন্দোলনকারীদের

আসানসোল, 15 মে: দু'মাস লাগাতার আন্দোলনের পর জয় এসেছে অবশেষে। অপসারিত হয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। গত শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস অপসারিত করেন উপাচার্য সাধন চক্রবর্তীকে। সোমবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা মাতলেন খুশির আনন্দে ৷

ভরা গ্রীষ্মে এক টুকরো বসন্তের ছোঁয়া ৷ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারিত হতেই অকাল হোলিতে মাতলেন আন্দোলনকারীরা ৷ একে অন্যকে আবির মাখিয়ে, মিষ্টি মুখ করেন তাঁরা। আন্দোলনকারীরা জানান, শনি বিদায় হয়েছেন, রাহু বিদায় হয়েছেন। গত 13 মার্চ থেকে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছিল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের আন্দোলন। দুর্নীতিগ্রস্ত উপাচার্যকে বরখাস্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেন তাঁরা। পরে সেই আন্দোলনে যোগ দেন ছাত্র-ছাত্রীরাও। এই আন্দোলনের মাঝে দু'দিন উপাচার্য আসেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আন্দোলনকারীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না-পেরে ফিরে যেতে হয় উপাচার্যকে।

পরবর্তীকালে হাইকোর্টের দ্বারস্থ হন উপাচার্য সাধন চক্রবর্তী। হাইকোর্ট নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয় চত্বরের পঞ্চাশ মিটারের মধ্যে কোনও আন্দোলন করা যাবে না। তারপর পুলিশ নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রবেশ করেন। কিন্তু আন্দোলন থামেনি। বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ পেয়ে দু'দিন উপাচার্য এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে। স্লোগান-আন্দোলনের মাঝেই তিনি তাঁর কেবিনে কিছুক্ষণ কাজ করে বেরিয়ে যান। অচলাবস্থা চলতেই থাকে।

আরও পড়ুন: প্রাথমিকের 36 হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদ

এরই মাঝে কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে রাজ্যপাল ডেকে পাঠান দু'পক্ষকেই। আন্দোলনকারীরা সেখানে গেলেও উপাচার্য উপস্থিত হননি। শনিবার রাতে জানা গিয়েছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীকে রাজ্যপাল বরখাস্ত করেছেন। রবিবার ছুটির দিন ছিল। সোমবার বিশ্ববিদ্যালয় খুলতেই আন্দোলনকারীরা একে একে সংগঠিত হতে শুরু করেন। জয়ের আনন্দে একে অন্যকে আবির মাখান ৷ মিষ্টিমুখ করান। পাশাপাশি সাধন চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়েছে এদিন।

আন্দোলনকারী শিক্ষাকর্মী জয় মিত্র জানিয়েছেন, "দীর্ঘদিনের একটা আন্দোলনের পর জয়লাভ হয়েছে। তাই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছি আমরা। আবির খেলছি, একে অন্যকে মিষ্টি খাইয়েছি। একটাই কথা বলব শনি বিদায় হয়েছে, রাহু বিদায় হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে।" যদিও এ বিষয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সাধন চক্রবর্তীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.