ETV Bharat / state

চুরি হয়েছে পিতলের রথ, ভিক্ষা করেই রথ উৎসব মানিকেশ্বরে

রথযাত্রা, জন্মাষ্টমী, দূর্গা পুজা সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে এই মানিকেশ্বর মন্দিরে । কিন্তু সেই খরচ ওঠে কী করে ? মন্দিরের সেবায়েত পূর্ণিমা চক্রবর্তী জানালেন আশেপাশের গ্রামে আঁচল পেতে ভিক্ষা করেই তিনি সব অনুষ্ঠান উৎসব চালিয়ে আসছেন ।

Rath Yatra 2021
ছবি
author img

By

Published : Jul 12, 2021, 1:35 PM IST

আসানসোল, 12 জুলাই : ছিল পিতলের রথ । কিন্তু চোরে চুরি করে পালায় সেই রথ । পুলিশি তৎপরতায় রথের কিছুটা অংশ উদ্ধার হলেও সেটা পরবর্তীকালে চলে যায় হিরাপুর থানার মালখানায় । আর তাই বহু বছর ধরে টিনের রথের রথ উৎসব পালিত হচ্ছে শতাব্দী প্রাচীন মানিকেশ্বর মন্দিরে । শুধু তাই নয় ভিক্ষাবৃত্তি করে এই রথযাত্রা উৎসব পালন করেন মন্দিরের সেবাইত পূর্ণিমা চক্রবর্তী ।

আসানসোল পৌরনিগমের একেবারে প্রান্তিক অঞ্চলে দামোদর নদের ধারে এই মানিকেশ্বর মন্দির। শ্রাবণ মাস জুড়ে জল ঢালার জন্য শয়ে শয়ে ভক্তকূল আসেন মানিকেশ্বর মন্দিরে। এছাড়াও রথযাত্রা, জন্মাষ্টমী, দূর্গা পুজা সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে এই মানিকেশ্বর মন্দিরে । কিন্তু সেই খরচ ওঠে কী করে ? মন্দিরের সেবায়েত পূর্ণিমা চক্রবর্তী জানালেন আশেপাশের গ্রামে আঁচল পেতে ভিক্ষা করেই তিনি সব অনুষ্ঠান উৎসব চালিয়ে আসছেন । কিন্তু বয়স বেড়েছে পূর্ণিমাদেবীর । বেশি দূর যেতে পারেন না ।

চুরি হয়েছে পিতলের রথ, ভিক্ষা করেই রথ উৎসব মানিকেশ্বরে

আরও পড়ুন : সকলে যেন ভাল থাকেন, রথে জগন্নাথের কাছে প্রার্থনা মমতার

আসানসোল পৌরনিগম থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে 25 হাজার টাকা করে অনুদান দেওয়া হত রথযাত্রায় । কিন্তু মানিকেশ্বর মন্দিরে সেই অনুদান এসে পৌঁছায়নি । একবার আবেদন করে মাত্র 5 হাজার টাকা পেয়েছিলেন পূর্ণিমাদেবী । আর যাননি পৌরনিগমে । পূর্ণিমা দেবী জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন, আঁচল পেতে ভিক্ষে করেই ঈশ্বরের সেবা করে যাবেন তিনি ।

আসানসোল, 12 জুলাই : ছিল পিতলের রথ । কিন্তু চোরে চুরি করে পালায় সেই রথ । পুলিশি তৎপরতায় রথের কিছুটা অংশ উদ্ধার হলেও সেটা পরবর্তীকালে চলে যায় হিরাপুর থানার মালখানায় । আর তাই বহু বছর ধরে টিনের রথের রথ উৎসব পালিত হচ্ছে শতাব্দী প্রাচীন মানিকেশ্বর মন্দিরে । শুধু তাই নয় ভিক্ষাবৃত্তি করে এই রথযাত্রা উৎসব পালন করেন মন্দিরের সেবাইত পূর্ণিমা চক্রবর্তী ।

আসানসোল পৌরনিগমের একেবারে প্রান্তিক অঞ্চলে দামোদর নদের ধারে এই মানিকেশ্বর মন্দির। শ্রাবণ মাস জুড়ে জল ঢালার জন্য শয়ে শয়ে ভক্তকূল আসেন মানিকেশ্বর মন্দিরে। এছাড়াও রথযাত্রা, জন্মাষ্টমী, দূর্গা পুজা সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে এই মানিকেশ্বর মন্দিরে । কিন্তু সেই খরচ ওঠে কী করে ? মন্দিরের সেবায়েত পূর্ণিমা চক্রবর্তী জানালেন আশেপাশের গ্রামে আঁচল পেতে ভিক্ষা করেই তিনি সব অনুষ্ঠান উৎসব চালিয়ে আসছেন । কিন্তু বয়স বেড়েছে পূর্ণিমাদেবীর । বেশি দূর যেতে পারেন না ।

চুরি হয়েছে পিতলের রথ, ভিক্ষা করেই রথ উৎসব মানিকেশ্বরে

আরও পড়ুন : সকলে যেন ভাল থাকেন, রথে জগন্নাথের কাছে প্রার্থনা মমতার

আসানসোল পৌরনিগম থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে 25 হাজার টাকা করে অনুদান দেওয়া হত রথযাত্রায় । কিন্তু মানিকেশ্বর মন্দিরে সেই অনুদান এসে পৌঁছায়নি । একবার আবেদন করে মাত্র 5 হাজার টাকা পেয়েছিলেন পূর্ণিমাদেবী । আর যাননি পৌরনিগমে । পূর্ণিমা দেবী জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন, আঁচল পেতে ভিক্ষে করেই ঈশ্বরের সেবা করে যাবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.