দুর্গাপুর, 1মে: দুর্গাপুরের সাগরভাঙায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (FCI) গোডাউন থেকে চাল চুরির অভিযোগ । আর তাই নিয়েই রাজনৈতিক তরজায় জড়াল তৃণমূল কংগ্রেস ও BJP । ।
আজ সকালে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সাগরভাঙার FCI গুদামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চাল নিতে আসে । ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি বুদবুদ থানা এলাকার ৷ এই কথা জানতে পেরে FCI গুদামের গেটের বাইরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি উত্তম মুখার্জি দলের নেতা-কর্মীদের নিয়ে গিয়ে চাল চুরির অভিযোগ তোলেন । এরপরই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সমস্ত নিয়ম মেনে তাঁদের চাল নিতে পাঠিয়েছেন বলে জানান ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ইসলাম মল্লিক ও তাঁর এক বন্ধু । কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থানে আসে । ইসলাম মল্লিক ও তাঁর বন্ধুকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় ।
তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের অভিযোগ, ‘‘BJP-র নেতৃত্বে সরকারি গুদাম থেকে এভাবেই চাল চুরি হয়ে যাচ্ছে । সাধারণ মানুষ যখন চাল পাচ্ছে না তখন BJP কর্মীরা এই রকম টন টন চাল ,গম নিয়ে চলে যাচ্ছেন ।’’ এই প্রসঙ্গে BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, সরকারি সমস্ত নিয়ম মেনে 44 হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পরই এই দুই টন চাল পাওয়ার বরাত পায় ওই স্বেচ্ছাসেবী সংগঠন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিথ্যা কথা বলা হচ্ছে ।" স্থানীয় BJP নেতা অভিজিৎ দত্ত কোকওভেন থানায় গিয়ে সমস্ত বৈধ কাগজপত্র পুলিশের হাতে তুলে দেন।
এদিকে চাল চুরির অভিযোগকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে কোকওভেন থানা এলাকা । পরে আটক দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাশাসকের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই চাল স্বেচ্ছাসেবী সংগঠন নিতে পারবে না ।