ETV Bharat / state

Asansol AC bus stop: চৈতালীর টুইটেই খুলল এসি প্রতীক্ষালয় ? পাল্টা ছবিতে জবাব পৌর কমিশনারের - আসানসোলে এসি প্রতীক্ষালয়

আসানসোলের এসি বাস স্টপ খোলা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হল (Asansol AC bus stop)৷ বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি টুইট করেন সেই প্রতীক্ষালয় নিয়ে ৷ পাল্টা টুইট করেছেন পৌর কমিশনার (political tug of war)৷

political tug of war over AC bus stop opening at Asansol
এসি প্রতীক্ষালয় নিয়ে তরজা
author img

By

Published : Apr 28, 2022, 4:15 PM IST

আসানসোল, 28 এপ্রিল: আসানসোলের বহু বাস স্টপে পৌরনিগমের এসি প্রতীক্ষালয়গুলো (Asansol AC bus stop) বন্ধ অবস্থায় পড়ে আছে । আজ সকালে টুইট করে এই অভিযোগ জানিয়েছিলেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ৷ এরপরই আসানসোল পৌরনিগমের পৌর কমিশনার পৌরনিগমের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পোস্ট করেন । তাতে দেখা যায়, বিভিন্ন এসি প্রতীক্ষালয়ে ঝাড়পোছ চলছে । প্রতীক্ষালয়গুলিতে মানুষও বসে আছেন । চৈতালী তিওয়ারির দাবি, টুইট দেখেই তৎপর হয়েছে পৌরনিগম । যদিও পৌরকর্তাদের দাবি, প্রতীক্ষালয়গুলি সচল অবস্থাতেই ছিল (political tug of war)।

জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের (Asansol news) মেয়র থাকাকালীন আসানসোল শহর এলাকায় বাস স্টপগুলিতে বেশ কয়েকটি এসি প্রতীক্ষালয় করা হয়েছিল । বিভিন্ন বেসরকারি সংস্থার সিএসআর ফান্ড থেকে এই প্রতীক্ষালয়গুলি করানোয় উদ্যোগী হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি । পাশাপাশি তাঁর আমলেই পৌরনিগম থেকে অনেকগুলি দ্বিতল প্রতীক্ষালয়ের সঙ্গে ক্যাফেটেরিয়া করার উদ্যোগ নিয়েছিলেন তিনি । কিন্তু সবগুলি তিনি উদ্বোধন করতে পারেননি বলে দাবি তাঁর ।

political tug of war over AC bus stop opening at Asansol
চৈতালীর টুইট

আরও পড়ুন: Asansol Water Crisis : পানীয় জলের সংকট, আসানসোল পৌরনিগমে কংগ্রেসের বিক্ষোভ

গত কয়েকমাস ধরে দেখা যাচ্ছিল এই প্রতীক্ষালয়গুলিতে তালা দিয়ে দেওয়া হয়েছে । সুন্দর, সাজানো প্রতীক্ষালয়গুলিকে কিছু অসাধু মানুষ নষ্ট করে দিচ্ছিল বলেই পৌরনিগম এমন সিদ্ধান্ত নেয় বলে জানা যায় । কিন্তু প্রচণ্ড গরমে বাস স্টপে মানুষজন দাঁড়িয়ে আছেন মাথায় রোদ নিয়ে, অথচ প্রতীক্ষালয়গুলিতে তালা । এই বিষয়টিকে তুলে ধরেই আজ সকালে একটি প্রতীক্ষালয়ের ছবি পোস্ট করে আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর তীর্যক মন্তব্যে টুইট করেন ।

political tug of war over AC bus stop opening at Asansol
আসানসোলে এসি প্রতীক্ষালয়

অন্যদিকে, বাস স্টপেজে প্রতীক্ষালয়গুলি সচল আছে - এই ছবি তুলে ধরেন পৌর কমিশনার নীতিন সিংঘানিয়া ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, প্রতীক্ষালয়গুলি পরিস্কার করা হচ্ছে, মানুষজন প্রতীক্ষালয়ের ভিতরে চেয়ারে বসে অপেক্ষা করছেন ৷ পৌরকর্তাদের দাবি, প্রতীক্ষালয়গুলি বন্ধ ছিল না, সেগুলি চালু অবস্থাতেই ছিল । অপরদিকে, কাউন্সিলর চৈতালী তিওয়ারির দাবি, "আমার টুইট দেখার পরেই পৌরনিগম তৎপর হয়েছে প্রতীক্ষালয়গুলি খুলে দিতে । এটাই ভালো লাগছে ।"

আসানসোল, 28 এপ্রিল: আসানসোলের বহু বাস স্টপে পৌরনিগমের এসি প্রতীক্ষালয়গুলো (Asansol AC bus stop) বন্ধ অবস্থায় পড়ে আছে । আজ সকালে টুইট করে এই অভিযোগ জানিয়েছিলেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ৷ এরপরই আসানসোল পৌরনিগমের পৌর কমিশনার পৌরনিগমের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পোস্ট করেন । তাতে দেখা যায়, বিভিন্ন এসি প্রতীক্ষালয়ে ঝাড়পোছ চলছে । প্রতীক্ষালয়গুলিতে মানুষও বসে আছেন । চৈতালী তিওয়ারির দাবি, টুইট দেখেই তৎপর হয়েছে পৌরনিগম । যদিও পৌরকর্তাদের দাবি, প্রতীক্ষালয়গুলি সচল অবস্থাতেই ছিল (political tug of war)।

জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের (Asansol news) মেয়র থাকাকালীন আসানসোল শহর এলাকায় বাস স্টপগুলিতে বেশ কয়েকটি এসি প্রতীক্ষালয় করা হয়েছিল । বিভিন্ন বেসরকারি সংস্থার সিএসআর ফান্ড থেকে এই প্রতীক্ষালয়গুলি করানোয় উদ্যোগী হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি । পাশাপাশি তাঁর আমলেই পৌরনিগম থেকে অনেকগুলি দ্বিতল প্রতীক্ষালয়ের সঙ্গে ক্যাফেটেরিয়া করার উদ্যোগ নিয়েছিলেন তিনি । কিন্তু সবগুলি তিনি উদ্বোধন করতে পারেননি বলে দাবি তাঁর ।

political tug of war over AC bus stop opening at Asansol
চৈতালীর টুইট

আরও পড়ুন: Asansol Water Crisis : পানীয় জলের সংকট, আসানসোল পৌরনিগমে কংগ্রেসের বিক্ষোভ

গত কয়েকমাস ধরে দেখা যাচ্ছিল এই প্রতীক্ষালয়গুলিতে তালা দিয়ে দেওয়া হয়েছে । সুন্দর, সাজানো প্রতীক্ষালয়গুলিকে কিছু অসাধু মানুষ নষ্ট করে দিচ্ছিল বলেই পৌরনিগম এমন সিদ্ধান্ত নেয় বলে জানা যায় । কিন্তু প্রচণ্ড গরমে বাস স্টপে মানুষজন দাঁড়িয়ে আছেন মাথায় রোদ নিয়ে, অথচ প্রতীক্ষালয়গুলিতে তালা । এই বিষয়টিকে তুলে ধরেই আজ সকালে একটি প্রতীক্ষালয়ের ছবি পোস্ট করে আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর তীর্যক মন্তব্যে টুইট করেন ।

political tug of war over AC bus stop opening at Asansol
আসানসোলে এসি প্রতীক্ষালয়

অন্যদিকে, বাস স্টপেজে প্রতীক্ষালয়গুলি সচল আছে - এই ছবি তুলে ধরেন পৌর কমিশনার নীতিন সিংঘানিয়া ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, প্রতীক্ষালয়গুলি পরিস্কার করা হচ্ছে, মানুষজন প্রতীক্ষালয়ের ভিতরে চেয়ারে বসে অপেক্ষা করছেন ৷ পৌরকর্তাদের দাবি, প্রতীক্ষালয়গুলি বন্ধ ছিল না, সেগুলি চালু অবস্থাতেই ছিল । অপরদিকে, কাউন্সিলর চৈতালী তিওয়ারির দাবি, "আমার টুইট দেখার পরেই পৌরনিগম তৎপর হয়েছে প্রতীক্ষালয়গুলি খুলে দিতে । এটাই ভালো লাগছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.