পাণ্ডবেশ্বর, 1 মে: কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় বীরভূম-পশ্চিম বর্ধমান সীমান্তে শুরু হল পুলিশি নজরদারি । আজ নতুন করে বীরভূম জেলায় পাঁচজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে । এরপরই পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমান্তে অজয় ব্রিজে নজরদারি শুরু হয় ।
আজ পাণ্ডবেশ্বর থানার পক্ষ থেকে বীরভূম জেলা থেকে আসা প্রতিটি গাড়ির নথি দেখা হয়েছে । নির্দিষ্ট অনুমতি ছাড়া পশ্চিম বর্ধমানে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে । সকাল থেকেই চলছে এই নজরদারি ।