দুর্গাপুর, 2 নভেম্বর: সুপ্রিম কোর্টের রায় নিয়ে সমালোচনার মধ্যেই এবার দুর্গাপুরে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার হল । এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ । তবে শুধু দুর্গাপুরই নয়, পরিবেশ নিয়ে লড়াই চলাকালীন এ যাবৎ রাজ্যের ইতিউতি নিষিদ্ধ বাজি উদ্ধারের এমন একাধিক ঘটনা সামনে এসেছে ।
দূষণের কথা মাথায় রেখে একমাত্র পরিবেশবান্ধব বাজি ফাটানোয় ছাড়পত্র দিয়ে অন্য সব ধরনের ক্ষতিকর বাজি নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট । কিন্তু পরিবেশবান্ধব বলে যে বাজি ফাটানোয় অনুমতি দেওয়া হয়েছে, তা আদৌ পরিবেশের পক্নিষে সম্পূর্ণ নিরাপদ নয় বলে অভিযোগ উঠছে । আবার ক্ষতিকর বাজিকে পরিবেশবান্ধব বলে চালিয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা পরিবেশ সচেতন মানুষের ।
আরও পড়ুন: Durgapur Station : মাস্ক না পরেই স্টেশনে, দুর্গাপুরে গ্রেফতার বেশ কয়েকজন ট্রেনযাত্রী
তার মধ্যেই দুর্গাপুর মহকুমার বিধাননগর ফাঁড়ির অন্তর্গত মহকুমা হাসপাতাল সংলগ্ন জোনাল মার্কেটের একটি দোকানে নিষিদ্ধ এনে মজুত করা হয়েছে বলে গোপন সূত্রে খবর মেলে । সেইমতো মঙ্গলবার সেখানে হানা দেয় নিউটাউনশিপ থানার পুলিশ । তাতেই বিপুল পরিমাণ প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার হয় , যার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ টাকা । এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ । কোথা থেকে বাজি আনা হয়েছে, নিষিদ্ধ বাজি কেনাবেচায় আর কে কে যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।
তবে শুধু বিধাননগর ফাঁড়ি নয়, ইতিমধ্যে কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর থেকেও প্রচুর পরিমাণ নিষিদ্ধ আতস এবং শব্দবাজি উদ্ধার হয়েছে । সেখানে দু’জনকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ ৷ এসিপি (পূর্ব) ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী কয়েক দিন শহরজুড়ে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলবে ৷
আরও পড়ুন: Jamuria Road Accident : লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র জামুড়িয়া, 10টি ট্রাক ভাঙচুর