ETV Bharat / state

Police at Jitendra Tiwari's Flat: আগাম জামিন খারিজ হতেই চৈতালির বাড়িতে পুলিশ, বন্ধ ফ্ল্যাট থেকে ফিরলেন তদন্তকারীরা

আগাম জামিন খারিজ হয়েছে গতকাল ৷ আজ চৈতালি তিওয়ারির ফ্ল্যাটে পৌঁছে গেল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের একটি বিশেষ প্রতিনিধি দল (Police at Jitendra Tiwari's Flat) ৷ কিন্তু, বন্ধ ফ্ল্যাট থেকে খালি হাতে ফিরলেন তদন্তাকারীরা ৷

Police at Jitendra Tiwari's Flat ETV BHARAT
Police at Jitendra Tiwari's Flat
author img

By

Published : Feb 24, 2023, 8:27 PM IST

আসানসোল, 24 ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চৈতালি তিওয়ারি এবং জিতেন্দ্র তিওয়ারি-সহ 4 জনের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবারের সেই রায়ের পর আজ আসানসোলের ভাঙা প্রাচীর এলাকায় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে পৌঁছয় পুলিশ (Police Reach House of Chaitali Tiwari)৷ শুক্রবার দুপুরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের একটি বিশেষ প্রতিনিধি দল জিতেন্দ্রর বাড়িতে যায় ৷

পুলিশ সূত্রে খবর, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল ৷ কিন্তু, জিতেন্দ্র তিওয়রি এবং চৈতালি তিওয়ারি কেউই বাড়িতে ছিলেন না ৷ সেখানে তালা লাগানো থাকায় পুলিশ ফিরে আসে ৷ গত 14 ডিসেম্বর আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কাউন্সিলর চৈতালি তিওয়ারি ৷ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দু চলে যেতেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি পড়ে যায় ৷ বহু মানুষ কম্বল নিতে ছোট জায়গায় ভিড় করে ৷ প্রচুর পরিমাণে কূপন বিলি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ আর কম্বল নিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই মহিলা সহ এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই ঘটনায় আসানসোল-সহ রাজ্য রাজনীতি তোলপাড় হয় ৷ মৃত মহিলা ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি চৈতালি তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ 18 জনের নামে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ৷ 8 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের মধ্যে 6 জন হাইকোর্টে শর্ত সাপেক্ষে সম্প্রতি জামিন পেয়েছেন ৷

অন্যদিকে হাইকোর্টের দ্বারস্থ হন চৈতালি তেওয়ারি এবং জিতেন্দ্র তিওয়ারি-সহ 4 জন ৷ প্রথমে বেশ কয়েক দফায় হাইকোর্ট রক্ষাকবচ দিলেও, গত বৃহস্পতিবার আগাম জামিনের আবেদন নাকচ করেন বিচারপতি ৷ সেই আবেদন খারিজ হতেই চৈতালি তিওয়ারির বাড়িতে পৌঁছয় পুলিশ ৷ ইতিমধ্যেই একাধিকবার চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ পুলিশি জেরার পর জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ তুলেছিলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা করছে তাঁদের ৷

আরও পড়ুন: চৈতালি-জিতেন্দ্রর আগাম জামিনের আবেদন খারিজ করল আদালত

আসানসোল-দুর্গাপুর পুলিশের দুই এসিপি-সহ আসানসোল উত্তর থানার ওসির একটি দল জিতেন্দ্র এবং চৈতালি তিওয়ারির বাড়িতে যান ৷ তাঁদের সঙ্গে ভিডিয়ো ক্যামেরা ছিল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল চৈতালি তিওয়ারির বাড়ির দরজায় নোটিশ লাগানো হয়েছিল ৷ তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা জানিয়েছে ৷ কিন্তু, শুক্রবার পুলিশ আধিকারিকরা জিতেন্দ্র তিওয়ারির আবাসনে পৌঁছে দেখেন বাড়িতে তালা ৷ কেউই উপস্থিত ছিলেন না ৷ পুলিশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে আসে ৷ এই ঘটনায় জিতেন্দ্র এবং চৈতালি তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ তাঁরা কোথায় আছেন, সেটাও জানা যাচ্ছে না ৷

আসানসোল, 24 ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চৈতালি তিওয়ারি এবং জিতেন্দ্র তিওয়ারি-সহ 4 জনের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবারের সেই রায়ের পর আজ আসানসোলের ভাঙা প্রাচীর এলাকায় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে পৌঁছয় পুলিশ (Police Reach House of Chaitali Tiwari)৷ শুক্রবার দুপুরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের একটি বিশেষ প্রতিনিধি দল জিতেন্দ্রর বাড়িতে যায় ৷

পুলিশ সূত্রে খবর, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল ৷ কিন্তু, জিতেন্দ্র তিওয়রি এবং চৈতালি তিওয়ারি কেউই বাড়িতে ছিলেন না ৷ সেখানে তালা লাগানো থাকায় পুলিশ ফিরে আসে ৷ গত 14 ডিসেম্বর আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কাউন্সিলর চৈতালি তিওয়ারি ৷ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দু চলে যেতেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি পড়ে যায় ৷ বহু মানুষ কম্বল নিতে ছোট জায়গায় ভিড় করে ৷ প্রচুর পরিমাণে কূপন বিলি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ আর কম্বল নিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই মহিলা সহ এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই ঘটনায় আসানসোল-সহ রাজ্য রাজনীতি তোলপাড় হয় ৷ মৃত মহিলা ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি চৈতালি তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ 18 জনের নামে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ৷ 8 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের মধ্যে 6 জন হাইকোর্টে শর্ত সাপেক্ষে সম্প্রতি জামিন পেয়েছেন ৷

অন্যদিকে হাইকোর্টের দ্বারস্থ হন চৈতালি তেওয়ারি এবং জিতেন্দ্র তিওয়ারি-সহ 4 জন ৷ প্রথমে বেশ কয়েক দফায় হাইকোর্ট রক্ষাকবচ দিলেও, গত বৃহস্পতিবার আগাম জামিনের আবেদন নাকচ করেন বিচারপতি ৷ সেই আবেদন খারিজ হতেই চৈতালি তিওয়ারির বাড়িতে পৌঁছয় পুলিশ ৷ ইতিমধ্যেই একাধিকবার চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ পুলিশি জেরার পর জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ তুলেছিলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা করছে তাঁদের ৷

আরও পড়ুন: চৈতালি-জিতেন্দ্রর আগাম জামিনের আবেদন খারিজ করল আদালত

আসানসোল-দুর্গাপুর পুলিশের দুই এসিপি-সহ আসানসোল উত্তর থানার ওসির একটি দল জিতেন্দ্র এবং চৈতালি তিওয়ারির বাড়িতে যান ৷ তাঁদের সঙ্গে ভিডিয়ো ক্যামেরা ছিল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল চৈতালি তিওয়ারির বাড়ির দরজায় নোটিশ লাগানো হয়েছিল ৷ তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা জানিয়েছে ৷ কিন্তু, শুক্রবার পুলিশ আধিকারিকরা জিতেন্দ্র তিওয়ারির আবাসনে পৌঁছে দেখেন বাড়িতে তালা ৷ কেউই উপস্থিত ছিলেন না ৷ পুলিশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে আসে ৷ এই ঘটনায় জিতেন্দ্র এবং চৈতালি তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ তাঁরা কোথায় আছেন, সেটাও জানা যাচ্ছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.