ETV Bharat / state

পুলিশের সাহায্যে বৃদ্ধার মৃতদেহ ফিরল বাড়িতে - মৃতার হাসপাতাল খরচ দিল পুলিশ

বৃহস্পতিবার পুলিশের মানবিক মুখের ছবি ধরা পড়ল রানিগঞ্জের এক হাসপাতালে ।

Police initiative at Ranigunj
রানিগঞ্জ
author img

By

Published : Apr 2, 2020, 10:35 PM IST

রানিগঞ্জ, 2 এপ্রিল: মৃত বৃদ্ধার হাসপাতাল খরচ মে়টালেন পুলিশকর্মীরাই। পুলিশের উদ্যোগেই তাঁর দেহ ফিরল বাড়িতে । রানিগঞ্জে ধরা পড়ল এই ছবি ।

কোরোনা আতঙ্কে, লকডাউনের জেরে গৃহবন্দী মানুষ। গণপরিবহন নেই রাস্তায় । এমন পরিস্থিতিতে গোটা দেশেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা পুলিশ ও প্রশাসনের । বৃহস্পতিবার পুলিশের তেমন মানবিক মুখের ছবিই ধরা পড়ল রানিগঞ্জের এক হাসপাতালে । হাসপাতালে গত 30 তারিখ আসানসোলের রূপনারায়ণপুরের এক বৃদ্ধাকে ভরতি করা হয় । আজ দুপুরে মৃত্যু হয় ওই বৃদ্ধার । মৃত বৃদ্ধার নাম শান্তি দেবী (60)। লকডাউনের ফলে একদিকে যেমন অর্থ সংকটে পড়ে বৃদ্ধার পরিবার, তেমনই মৃতদেহটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য পাওয়া যাচ্ছিল না গাড়িও । এই খবর পেয়ে পাশে দাঁড়াল রানিগঞ্জের আমড়াসোতা ফাঁড়ির পুলিশ । পুলিশই ওই বৃদ্ধার হাসপাতাল খরচ দেয় ও মৃতদেহটি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ।

আমড়াসোতা ফাঁড়ির পুলিশকর্মী সৌমেন বন্দ্যোপাধ্যায় বলেন, "লকডাউনের ফলে ওঁরা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যেতে পারছিলেন না গাড়ির অভাবে । এমনকী হাসপাতালের খরচ বহন করতেও পারছিলেন না মৃত বৃদ্ধার আত্মীয় । আমরা হাসপাতালে খরচ দিয়েছি। মৃতদেহটিকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি।"

রানিগঞ্জ, 2 এপ্রিল: মৃত বৃদ্ধার হাসপাতাল খরচ মে়টালেন পুলিশকর্মীরাই। পুলিশের উদ্যোগেই তাঁর দেহ ফিরল বাড়িতে । রানিগঞ্জে ধরা পড়ল এই ছবি ।

কোরোনা আতঙ্কে, লকডাউনের জেরে গৃহবন্দী মানুষ। গণপরিবহন নেই রাস্তায় । এমন পরিস্থিতিতে গোটা দেশেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা পুলিশ ও প্রশাসনের । বৃহস্পতিবার পুলিশের তেমন মানবিক মুখের ছবিই ধরা পড়ল রানিগঞ্জের এক হাসপাতালে । হাসপাতালে গত 30 তারিখ আসানসোলের রূপনারায়ণপুরের এক বৃদ্ধাকে ভরতি করা হয় । আজ দুপুরে মৃত্যু হয় ওই বৃদ্ধার । মৃত বৃদ্ধার নাম শান্তি দেবী (60)। লকডাউনের ফলে একদিকে যেমন অর্থ সংকটে পড়ে বৃদ্ধার পরিবার, তেমনই মৃতদেহটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য পাওয়া যাচ্ছিল না গাড়িও । এই খবর পেয়ে পাশে দাঁড়াল রানিগঞ্জের আমড়াসোতা ফাঁড়ির পুলিশ । পুলিশই ওই বৃদ্ধার হাসপাতাল খরচ দেয় ও মৃতদেহটি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ।

আমড়াসোতা ফাঁড়ির পুলিশকর্মী সৌমেন বন্দ্যোপাধ্যায় বলেন, "লকডাউনের ফলে ওঁরা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যেতে পারছিলেন না গাড়ির অভাবে । এমনকী হাসপাতালের খরচ বহন করতেও পারছিলেন না মৃত বৃদ্ধার আত্মীয় । আমরা হাসপাতালে খরচ দিয়েছি। মৃতদেহটিকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.