ETV Bharat / state

Durgapur Robbery: সিসিটিভিতে ধরা পড়ল অন্ডালের পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতি

অন্ডালে পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতির (Durgapur Robbery) ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে (CCTV) ৷ সেই ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আহত হয়েছেন পাম্পের দুই কর্মী ৷

police get cctv footage of andal petrol pump robbery
সিসিটিভিতে ধরা পড়ল অন্ডালে পেট্রল পাম্পের দুঃসাহসিক ডাকাতি
author img

By

Published : Sep 2, 2021, 6:28 PM IST

অন্ডাল, 2 সেপ্টেম্বর: পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতির (Durgapur Robbery) ঘটনায় আতঙ্ক ছড়াল অন্ডালে । রাত একটা নাগাদ 6-7 জনের ডাকাত দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রল পাম্পে । মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের । বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় । পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা । গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে (CCTV) ৷

ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কের পাশেই । পাম্পের কর্মী আকাশ জানিয়েছেন, 6-7 জনের একটি দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রল পাম্পের ক্যাশবাক্সে হামলা চালায় । পাম্পের কর্মরত কর্মীদের মারধর করা হয় । ডাকাতদলের মারের আঘাতে পেট্রল পাম্পের এক কর্মী গুরুতর আহত হন ৷ তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

police get cctv footage of andal petrol pump robbery
সিসিটিভিতে ধরা পড়ল অন্ডালে পেট্রল পাম্পের দুঃসাহসিক ডাকাতি

আরও পড়ুন: Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি । এমনকী ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে । আজ একেবারে সশস্ত্র ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পাম্পের কর্মীদের মারধর করে ডাকাতি করে নিয়ে যায় পাম্পের ক্যাশবাক্সে থাকা 1 লক্ষ 60 হাজার টাকা ।

ডাকাতির সিসিটিভি ফুটেজ

আরও পড়ুন: Visva-Bharati University : পড়ুয়াদের সমর্থন অমর্ত্য সেনের পরিজনের, আচার্যকে চিঠি অধ্যাপকদের

এই ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে করছেন পাম্পের মালিক । তবে জাতীয় সড়কের একেবারে পাশেই দুঃসাহসী এ রকম ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ । ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

অন্ডাল, 2 সেপ্টেম্বর: পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতির (Durgapur Robbery) ঘটনায় আতঙ্ক ছড়াল অন্ডালে । রাত একটা নাগাদ 6-7 জনের ডাকাত দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রল পাম্পে । মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের । বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় । পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা । গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে (CCTV) ৷

ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কের পাশেই । পাম্পের কর্মী আকাশ জানিয়েছেন, 6-7 জনের একটি দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রল পাম্পের ক্যাশবাক্সে হামলা চালায় । পাম্পের কর্মরত কর্মীদের মারধর করা হয় । ডাকাতদলের মারের আঘাতে পেট্রল পাম্পের এক কর্মী গুরুতর আহত হন ৷ তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

police get cctv footage of andal petrol pump robbery
সিসিটিভিতে ধরা পড়ল অন্ডালে পেট্রল পাম্পের দুঃসাহসিক ডাকাতি

আরও পড়ুন: Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি । এমনকী ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে । আজ একেবারে সশস্ত্র ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পাম্পের কর্মীদের মারধর করে ডাকাতি করে নিয়ে যায় পাম্পের ক্যাশবাক্সে থাকা 1 লক্ষ 60 হাজার টাকা ।

ডাকাতির সিসিটিভি ফুটেজ

আরও পড়ুন: Visva-Bharati University : পড়ুয়াদের সমর্থন অমর্ত্য সেনের পরিজনের, আচার্যকে চিঠি অধ্যাপকদের

এই ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে করছেন পাম্পের মালিক । তবে জাতীয় সড়কের একেবারে পাশেই দুঃসাহসী এ রকম ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ । ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.