ETV Bharat / state

আসানসোলে মিছিলে "না" পুলিশের; অনড় BJP - বিজেপির মিছিলে না পুলিসের

আগামীকাল নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আসানসোল ঊষাগ্রাম থেকে গির্জা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা । BJP-র এই মিছিলে হাঁটবেন বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ এবং এস এস আলুওয়ালিয়া । কিন্তু আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে BJP-র আসানসোল মণ্ডলের সভাপতি অপূর্ব হাজরার কাছে চিঠি দিয়ে জানানো হয় এই মিছিলকে অনুমতি দেওয়া হচ্ছে না ।

BJP MICHIL
বিজেপির মিছিলে না পুলিসের
author img

By

Published : Dec 20, 2019, 12:01 AM IST

আসানসোল, 19 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে আসানসোলে শুক্রবার মিছিলের ডাক দিয়েছিল BJP । এই মিছিলে যোগদান করার কথা কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে BJP-র আসানসোল মণ্ডলের সভাপতির কাছে চিঠি দিয়ে জানানো হল, এই মিছিলকে অনুমতি দেওয়া হবে না। আর তা নিয়ে রাজনৈতিক জটিলতা শুরু হয়েছে। BJP-র পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মিছিল তারা করবেই। আর তা থেকেই নতুন করে আসানসোলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।


আগামীকাল নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আসানসোলের ঊষাগ্রাম থেকে গির্জা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা । BJP-র এই মিছিলে হাঁটবেন বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ এবং এস এস আলুওয়ালিয়া । কিন্তু আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে BJP-র আসানসোল মণ্ডলের সভাপতি অপূর্ব হাজরার কাছে চিঠি দিয়ে জানানো হয়, এই মিছিলকে অনুমতি দেওয়া হচ্ছে না । পুলিশের পক্ষ থেকে কারণ হিসেবে দেখানো হয়েছে 2018 সালে আসানসোলে যে অশান্তি ছড়িয়ে ছিল, এই মিছিল হলে আবারও আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে শহরে । আর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি । যদিও BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই স্পষ্ট জানাচ্ছেন মিছিল তাঁরা করবেনই । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কোথাও মিছিলের অনুমতি দেওয়া হয় না BJP-কে । আমরা শান্তিপুর্ণ মিছিল করব তাতে অনুমতি মেলে না । তৃণমূল রাস্তায় তাণ্ডব করছে । পুলিশ যদি ব্যারিকেড করে বা মিছিল আটকানোর চেষ্টা করে তো করবে । আমরাও পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব । "


অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মিছিল আটকাতে সমস্ত কিছুই তৈরি থাকবে । আর এই কারণেই শুক্রবার দুপুর থেকেই আসানসোলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে ।

আসানসোল, 19 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে আসানসোলে শুক্রবার মিছিলের ডাক দিয়েছিল BJP । এই মিছিলে যোগদান করার কথা কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে BJP-র আসানসোল মণ্ডলের সভাপতির কাছে চিঠি দিয়ে জানানো হল, এই মিছিলকে অনুমতি দেওয়া হবে না। আর তা নিয়ে রাজনৈতিক জটিলতা শুরু হয়েছে। BJP-র পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মিছিল তারা করবেই। আর তা থেকেই নতুন করে আসানসোলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।


আগামীকাল নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আসানসোলের ঊষাগ্রাম থেকে গির্জা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা । BJP-র এই মিছিলে হাঁটবেন বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ এবং এস এস আলুওয়ালিয়া । কিন্তু আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে BJP-র আসানসোল মণ্ডলের সভাপতি অপূর্ব হাজরার কাছে চিঠি দিয়ে জানানো হয়, এই মিছিলকে অনুমতি দেওয়া হচ্ছে না । পুলিশের পক্ষ থেকে কারণ হিসেবে দেখানো হয়েছে 2018 সালে আসানসোলে যে অশান্তি ছড়িয়ে ছিল, এই মিছিল হলে আবারও আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে শহরে । আর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি । যদিও BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই স্পষ্ট জানাচ্ছেন মিছিল তাঁরা করবেনই । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কোথাও মিছিলের অনুমতি দেওয়া হয় না BJP-কে । আমরা শান্তিপুর্ণ মিছিল করব তাতে অনুমতি মেলে না । তৃণমূল রাস্তায় তাণ্ডব করছে । পুলিশ যদি ব্যারিকেড করে বা মিছিল আটকানোর চেষ্টা করে তো করবে । আমরাও পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব । "


অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মিছিল আটকাতে সমস্ত কিছুই তৈরি থাকবে । আর এই কারণেই শুক্রবার দুপুর থেকেই আসানসোলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে ।

Intro:
নাগরিক সংশোধনী আইনের সমর্থনে আসানসোলে আগামীকাল একটি মিছিলের ডাক দিয়েছিল বিজেপি।এই মিছিলে যোগদান করার কথা কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, এস এস এস আলুওয়ালিয়া এস সাংসদ এস এস আলুওয়ালিয়া এস এস এস আলুওয়ালিয়া এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিজেপির আসানসোল মন্ডলের সভাপতির কাছে চিঠি দিয়ে স্পষ্ট জানানো হল এই মিছিলকে অনুমতি দেওয়া হবে না। আর তা নিয়ে রাজনৈতিক জটিলতা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে মিছিল তারা করবেই। আর তা থেকেই নতুন করে আসানসোলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।
আগামীকাল নাগরিক সংশোধনী আইনের সমর্থনে আসানসোল ঊষাগ্রাম থেকে গির্জা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা। বিজেপির এই মিছিলে হাটবেন বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ এবং সুরেন্দ্র, দিলীপ ঘোষ এবং সুরেন্দ্র ঘোষ এবং সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। কিন্তু আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিজেপির আসানসোল মন্ডলের সভাপতি অপূর্ব হাজরার কাছে চিঠি দিয়ে জানানো হয় এই মিছিল কে অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে দেখানো হয়েছে ২০১৮ সালে আসানসোলে যে অশান্তি ছড়িয়ে ছিল, এই মিছিল হলে আবারও আইন-শৃংখলার অবনতি ঘটতে পারে শহরে। আর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। যদিও বিজেপির জেলা সভাপতি লক্ষ্মন ঘোড়ুই স্পষ্ট জানাচ্ছেন মিছিল তারা করবেন। তিনি জানান, "পশ্চিমবঙ্গে কোথাও মিছিলের অনুমতি দেওয়া হয়না বিজেপিকে। আমরা শান্তিপুর্ণ মিছিল করব তাতে অনুমতি মেলে না। তৃণমূল রাস্তায় তান্ডব করছে। পুলিশ যদি ব্যারিকেড করে বা মিছিল আটকানোর চেষ্টা করে তো করবে। আমরাও পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।"
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মিছিল আটকাতে ব্যারিকেড, ফোর্স এবং সমস্ত কিছুই তৈরি থাকবে আসানসোলে। আর এই কারনে দুপুর থেকেই আসানসোলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.