ETV Bharat / state

মদের দোকানে পাশেই বসছিল আসর, স্থানীয়দের উদ্যোগে বন্ধ করল পুলিশ - govt alchohol shop in Asansol

লকডাউনের চতুর্থ দফা থেকে খোলে রাজ্যের মদের দোকান । তারপর থেকেই মদ্যপ অবস্থায় একাধিক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে । রানিগঞ্জেও সরকারি মদের দোকানে রোজই বসছিল মদের আসর । অকথ্য গালিগালাজ, চিৎকার, একসঙ্গে জড়ো হয়ে হট্টগোল সবই হত । পরে রানিগঞ্জ থানার পুলিশ এসে মালিককে আটক করে ও মদের দোকান বন্ধ করে দেয় ।

রানিগঞ্জ
রানিগঞ্জ
author img

By

Published : Jul 5, 2020, 7:07 PM IST

রানিগঞ্জ, 5 জুলাই : সরকারি মদের দোকানের পাশে রোজই বসে মদের আসর । চলে হই-হুল্লোর । বিষয়টির প্রতিবাদ করে গতকাল রাতে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । দোকানের মালিককে ঘিরেও চলে বিক্ষোভ । পরে পুলিশ এসে মদের দোকান বন্ধ করে দেয় । আটক করা হয় মদের দোকানের মালিককে । ঘটনাটি আসানসোল রানিগঞ্জের তার বাংলা এলাকার ।

লকডাউনের চতুর্থ দফা থেকে খোলে রাজ্যের মদের দোকান । তারপর থেকেই মদ্যপ অবস্থায় একাধিক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে । রানিগঞ্জেও সরকারি মদের দোকানে রোজই বসছিল মদের আসর । অকথ্য গালিগালাজ, চিৎকার, একসঙ্গে জড়ো হয়ে হট্টগোল সবই হত । সামাজিক দূরত্ব শিকেয় তুলেই এসব করত এলাকার কয়েকজন । গতকাল বিষয়টির প্রতিবাদ জানায় স্থানীয়রা । আসর বসতে বাধাও দেন তাঁরা । তাঁদের অনেকেরই মতে, মদের দোকান খুলছে তাই এই সব কাণ্ড । তাই মদের দোকানের মালিককে ঘিরেও বিক্ষোভ চলে । পরে রানিগঞ্জ থানার পুলিশ এসে মালিককে আটক করে ও মদের দোকান বন্ধ করে দেয় ।

স্থানীয় বাসিন্দা প্রমোদ বন্দ্যোপাধ্যায় বলেন " রানিগঞ্জের তার বাংলা এলাকায় বহু পুরোনো সরকারি মদের দোকান রয়েছে । মদের দোকান থেকে মদ কিনে রাস্তার উপরেই আসর বসায় অনেকে । বারবার দোকানের মালিককে বলে কিছু লাভ হয়নি । যখন এই মদের দোকান খুলে ছিল তখন এলাকায় বাড়ি ঘর ছিল না । আস্তে আস্তে একটা বসতি তৈরি হয় মদের দোকানের পাশে । লোকজন ভরতি এখানে । তারমধ্যে এই চলছে ।"

রানিগঞ্জ, 5 জুলাই : সরকারি মদের দোকানের পাশে রোজই বসে মদের আসর । চলে হই-হুল্লোর । বিষয়টির প্রতিবাদ করে গতকাল রাতে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । দোকানের মালিককে ঘিরেও চলে বিক্ষোভ । পরে পুলিশ এসে মদের দোকান বন্ধ করে দেয় । আটক করা হয় মদের দোকানের মালিককে । ঘটনাটি আসানসোল রানিগঞ্জের তার বাংলা এলাকার ।

লকডাউনের চতুর্থ দফা থেকে খোলে রাজ্যের মদের দোকান । তারপর থেকেই মদ্যপ অবস্থায় একাধিক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে । রানিগঞ্জেও সরকারি মদের দোকানে রোজই বসছিল মদের আসর । অকথ্য গালিগালাজ, চিৎকার, একসঙ্গে জড়ো হয়ে হট্টগোল সবই হত । সামাজিক দূরত্ব শিকেয় তুলেই এসব করত এলাকার কয়েকজন । গতকাল বিষয়টির প্রতিবাদ জানায় স্থানীয়রা । আসর বসতে বাধাও দেন তাঁরা । তাঁদের অনেকেরই মতে, মদের দোকান খুলছে তাই এই সব কাণ্ড । তাই মদের দোকানের মালিককে ঘিরেও বিক্ষোভ চলে । পরে রানিগঞ্জ থানার পুলিশ এসে মালিককে আটক করে ও মদের দোকান বন্ধ করে দেয় ।

স্থানীয় বাসিন্দা প্রমোদ বন্দ্যোপাধ্যায় বলেন " রানিগঞ্জের তার বাংলা এলাকায় বহু পুরোনো সরকারি মদের দোকান রয়েছে । মদের দোকান থেকে মদ কিনে রাস্তার উপরেই আসর বসায় অনেকে । বারবার দোকানের মালিককে বলে কিছু লাভ হয়নি । যখন এই মদের দোকান খুলে ছিল তখন এলাকায় বাড়ি ঘর ছিল না । আস্তে আস্তে একটা বসতি তৈরি হয় মদের দোকানের পাশে । লোকজন ভরতি এখানে । তারমধ্যে এই চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.