ETV Bharat / state

Cattle Smuggling: বিজেপি'র গরুপাচারের অভিযোগ মিথ্যা, দাবি পুলিশের - দাবি পুলিশের

গরুপাচার (Cattle Smuggling) হচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিজেপির যুব মোর্চার সদস্যরা ৷ বৈধ উপায়েই নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলি, দাবি পুলিশের ৷

ETV Bharat
গরু পাচার
author img

By

Published : Dec 20, 2022, 7:22 PM IST

বৈধ উপায়েই নিয়ে যাওয়া হচ্ছিল গরু বলে দাবি পুলিশের

দুর্গাপুর, 20 ডিসেম্বর: গরুপাচারের অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রবিবার রাত্রে দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকা । বিজেপির যুব মোর্চার তরফে অভিযোগ করা হয় গরুপাচারের (BJP cow smuggling incident as baseless)। সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে পুলিশ । সোমবার দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে একথা জানান এসিপি( দুর্গাপুর) তথাগত পাণ্ডে ।

প্রসঙ্গত, দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন একটি খাটালের সামনে থেকে গরুপাচার হচ্ছিল বলে অভিযোগ তোলে বিজেপির যুব মোর্চার সদস্যরা । ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধার ধরে গরু বাংলা করিডর হয়ে বিহার চলে যাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তারা । যুব মোর্চার কর্মীদের অভিযোগ, প্রতি সপ্তাহে দুই থেকে তিনদিন এই গরুপাচার হয় । কৌশলে একটি খাটালে গরুগুলিকে খাওয়ানোর নাম করে রাতের অন্ধকারে পাচার করে দেওয়া হয় বিহারে (Bihar) ।

ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । গরু বোঝাই করা গাড়ির চালক ও মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় । পরে পুলিশ জানতে পারে ওই গরুগুলি বিভিন্ন হাট থেকে কেনা হয়েছে বৈধভাবে । সেগুলি বিভিন্ন খাটালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । তার সম্পূর্ণ বৈধ কাগজপত্র তাদের কাছে আছে বলে দাবি পুলিশের। বিজেপির (BJP) যুব মোর্চার নেতা সন্তোষ মুখোপাধ্যায় গতকাল অভিযোগ করে বলেন, "এই গরুগুলি পাচার করা হচ্ছে । বীরভূমে পাচার হচ্ছে গরুগুলি ।"

এসিপি(ACP) তথাগত পাণ্ডে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলে, "গরু এবং মহিষ কিনে আনা হচ্ছিল খাটালের জন্য । বর্ধমান এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এই গরু ও মহিষগুলি খাটালে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । অবৈধ উপায়ে পাচারের কোন কিছুই পুলিশি তদন্তে উঠে আসেনি । এগুলি বৈধ উপায়েই নিয়ে যাওয়া হচ্ছিল গন্তব্যে ।"

আরও পড়ুন: জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, পাচারের অভিযোগ

তৃণমূল নেতা (TMC Leader) রমাপ্রসাদ হালদারের পালটা অভিযোগ, "তৃণমূল কংগ্রেস ও সরকারকে কালিমালিপ্ত করতে বিজেপি এসব নাটক শুরু করেছে । তাদের নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ডিসেম্বর মাসে দুটি তারিখ দিয়েছিলেন । মানুষের কাছে মিথ্যাবাদীতে পরিণত হওয়া এই বিজেপির এসব নতুন চক্রান্ত ।"

বৈধ উপায়েই নিয়ে যাওয়া হচ্ছিল গরু বলে দাবি পুলিশের

দুর্গাপুর, 20 ডিসেম্বর: গরুপাচারের অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রবিবার রাত্রে দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকা । বিজেপির যুব মোর্চার তরফে অভিযোগ করা হয় গরুপাচারের (BJP cow smuggling incident as baseless)। সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে পুলিশ । সোমবার দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে একথা জানান এসিপি( দুর্গাপুর) তথাগত পাণ্ডে ।

প্রসঙ্গত, দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন একটি খাটালের সামনে থেকে গরুপাচার হচ্ছিল বলে অভিযোগ তোলে বিজেপির যুব মোর্চার সদস্যরা । ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধার ধরে গরু বাংলা করিডর হয়ে বিহার চলে যাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তারা । যুব মোর্চার কর্মীদের অভিযোগ, প্রতি সপ্তাহে দুই থেকে তিনদিন এই গরুপাচার হয় । কৌশলে একটি খাটালে গরুগুলিকে খাওয়ানোর নাম করে রাতের অন্ধকারে পাচার করে দেওয়া হয় বিহারে (Bihar) ।

ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । গরু বোঝাই করা গাড়ির চালক ও মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় । পরে পুলিশ জানতে পারে ওই গরুগুলি বিভিন্ন হাট থেকে কেনা হয়েছে বৈধভাবে । সেগুলি বিভিন্ন খাটালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । তার সম্পূর্ণ বৈধ কাগজপত্র তাদের কাছে আছে বলে দাবি পুলিশের। বিজেপির (BJP) যুব মোর্চার নেতা সন্তোষ মুখোপাধ্যায় গতকাল অভিযোগ করে বলেন, "এই গরুগুলি পাচার করা হচ্ছে । বীরভূমে পাচার হচ্ছে গরুগুলি ।"

এসিপি(ACP) তথাগত পাণ্ডে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলে, "গরু এবং মহিষ কিনে আনা হচ্ছিল খাটালের জন্য । বর্ধমান এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এই গরু ও মহিষগুলি খাটালে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । অবৈধ উপায়ে পাচারের কোন কিছুই পুলিশি তদন্তে উঠে আসেনি । এগুলি বৈধ উপায়েই নিয়ে যাওয়া হচ্ছিল গন্তব্যে ।"

আরও পড়ুন: জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, পাচারের অভিযোগ

তৃণমূল নেতা (TMC Leader) রমাপ্রসাদ হালদারের পালটা অভিযোগ, "তৃণমূল কংগ্রেস ও সরকারকে কালিমালিপ্ত করতে বিজেপি এসব নাটক শুরু করেছে । তাদের নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ডিসেম্বর মাসে দুটি তারিখ দিয়েছিলেন । মানুষের কাছে মিথ্যাবাদীতে পরিণত হওয়া এই বিজেপির এসব নতুন চক্রান্ত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.