জামুরিয়া, 8 ফেব্রুয়ারি: বহু আলোচিত হিন্দি সিনেমা 'ধুম'-এর কায়দায় ছিনতাইয়েপর ঘটনা ঘটল আসানসোলে (Snatching Incident in Asansol) । চেনা বলিউডি কায়দায় ছিনতাই করে মোটর সাইকেলে চড়ে দুষ্কৃতীরা পালাচ্ছিল । ছিনতাই করে চম্পট দেওয়া, দুটি মোটরসাইকেলে ছিল 4 দুষ্কৃতি । দুষ্কৃতীদের মধ্যে 3 জনকে সিসি টিভি ক্যামেরার সূত্র ধরে ফেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ । মঙ্গলবার দুপুরে ঘটেছলি ছিনতাইয়ের ঘটনাটি ৷ কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ প্রশাসনের সক্রিয় ও সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদেরকে ধরে ফেলল পুলিশ । আরও একবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানা ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ বড় সাফল্য পেল ।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকায় রানীগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটে । সেই খবর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার মহলে ছড়িয়ে পড়ে । এরপর স্থানীয় থানার পুলিশদের সতর্ক করে দেওয়া হয় । খবর দেওয়া হয় জামুরিয়া থানাতেও । জামুরিয়া থানার প্রত্যেকটি ফাঁড়ি এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রশাসন । জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির জাতীয় সড়কের ওপর একাধিক সিসি ক্যামেরা রয়েছে । শ্রীপুর ফাঁড়ির সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । দুই বাইক চালকের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের ।
সিসি ক্যামেরা ধরা পড়া ছবিতে দুষ্কৃতীদের চিনতে সক্ষম হয় অন্ডাল থানার পুলিশ । মুহূর্তে সবকটি থানার পুলিশ চাঁদা মোড় লাগোয়া অ্যারোড্রামের কাছে জঙ্গলে দুষ্কৃতীদের গতিবিধির লক্ষ্য করে অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। দুষ্কৃতীরা বাইক ছেড়ে দৌড়াতে শুরু করলে পুলিশ তাদের ধাওয়া করে ৷ তিন অভিযুক্তকে ধরে ফেলেন তদন্তকারীরা ৷ ধৃতরা হল স্থানীয় বোরিং ডাঙ্গার বাসিন্দা বছর তিরিশের গণেশ বাদ্যকর, চুরুলিয়ায় রক্ষাকালীতলার বাসিন্দা বছর তেত্রিশের নাসির সাহা ও বছর উনিশের শেখ সোহেল ৷ তবে ধৃতদের কাছ থেকে কি জিনিস উদ্ধার হয়েছে তা এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন: ফের মুর্শিদাবাদে চলল গুলি, পড়ল বোমা; মৃত এক
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা থাকায় এত দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করল জামুরিয়া থানার পুলিশ। গোটা ঘটনা তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ । উল্লেখ্য, সিসিটিভি ক্যামেরা অত্যাধুনিক হওয়ার কারণে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষে অপরাধ দমন খানিকটা সহজ হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । আগামিদিনেও ক্রাইম কন্ট্রোল এর জন্য এই সিসিটিভি ক্যামেরা দিকে দিকে আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে ।