ETV Bharat / state

দুর্গাপুরে ব্যবসায়ীদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, জখম 20 - lockdown

ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলাকালীন মতবিরোধ শুরু হয় । সেই মতবিরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে কোকওভেন থানার কয়েকজন পুলিশকর্মী পৌঁছান । তাঁরা কোনও কিছু না শুনেই সামাজিক দূরত্ব না মানার কারণে ওই ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ করেন । এই ঘটনাতেই বিপত্তি বাধে ।

durgapur
durgapur
author img

By

Published : May 7, 2020, 10:35 AM IST

দুর্গাপুর, 7 মে : পশ্চিম বর্ধমান এখন অরেঞ্জ জ়োনে । প্রশাসনের তরফে শর্তসাপেক্ষে দোকান খোলার নির্দেশিকা জারি হয়েছে । আর সেই নিয়েই দুর্গাপুর স্টেশন বাজারের ব্যবসায়ীরা বৈঠকে বসেছিলেন । তাঁদের নিজেদের মধ্যে মতবিরোধ শুরু হতেই কয়েকজন পুলিশকর্মী গিয়ে এলোপাথাড়ি লাঠিচার্জ করেন বলে অভিযোগ । প্রায় 20 জন ব্যবসায়ী জখম হন । পুলিশকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানান ব্যবসায়ীরা । না হলে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ।

দুইটি ভাগে দোকান খোলার কথা বলা হয়েছে। সকালের দিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বেশ কিছু দোকান খোলার নির্দেশিকা জারি করা হয়েছে । ঠিক তেমনই দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জামাকাপড়, বৈদ্যুতিন সামগ্রী , আসবাবপত্রের দোকান এবং সোনার গয়নার দোকান খুলে রাখার কথা বলা হয়েছে । গতকাল দুর্গাপুর স্টেশন বাজারের টি এন ইনস্টিটিউশনের মাঠে ব্যবসায়ীরা একটি বৈঠকে বসেন । দোকান খোলাকে কেন্দ্র করে তাঁদের এই বৈঠক ছিল বলে জানান স্টেশন বাজারের ব্যবসায়ী সংগঠনের সদস্য সূর্য কেশ । ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলাকালীন মতবিরোধ শুরু হয়ে যায় । সেই মতবিরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে কোকওভেন থানার কয়েকজন পুলিশকর্মী পৌঁছান । অভিযোগ, তাঁরা কোনও কিছু না শুনেই সামাজিক দূরত্ব না মানার কারণে ওই ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ করেন । এই ঘটনাতেই বিপত্তি বাধে ।

20 জনের মতো ব্যবসায়ীর হাতে-পায়ে আঘাত লাগে । এরপরে ক্ষিপ্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন । ঘটনাস্থানে আসেন কোকওভেন থানার অফিসার -ইন-চার্জ সন্দীপ দাস । তাঁর কাছে ব্যবসায়ীরা আবেদন করেন, যে পুলিশ আধিকারিকের নেতৃত্বে লাঠিচার্জ হয়েছে তাঁকে ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইতে হবে ।

যদিও পুলিশের তরফে লাঠিচার্জের কথা স্বীকার করা হয়নি । ব্যবসায়ীরা নিজেদের মধ্যে মতবিরোধে জড়িয়ে পড়ার সময় সামাজিক দূরত্ব না মানায় পুলিশ তাঁদের সরিয়ে দেয় । অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর স্টেশন বাজার চত্বর । আপাতত এই বাজার বন্ধ রয়েছে । ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের তরফে দফায় দফায় আলোচনা চলছে । এখন দেখার ব্যবসায়ীদের ক্ষোভ কতটা কমে এবং কখন দুর্গাপুর স্টেশন বাজার আবার খোলা হয় ।

দুর্গাপুর, 7 মে : পশ্চিম বর্ধমান এখন অরেঞ্জ জ়োনে । প্রশাসনের তরফে শর্তসাপেক্ষে দোকান খোলার নির্দেশিকা জারি হয়েছে । আর সেই নিয়েই দুর্গাপুর স্টেশন বাজারের ব্যবসায়ীরা বৈঠকে বসেছিলেন । তাঁদের নিজেদের মধ্যে মতবিরোধ শুরু হতেই কয়েকজন পুলিশকর্মী গিয়ে এলোপাথাড়ি লাঠিচার্জ করেন বলে অভিযোগ । প্রায় 20 জন ব্যবসায়ী জখম হন । পুলিশকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানান ব্যবসায়ীরা । না হলে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ।

দুইটি ভাগে দোকান খোলার কথা বলা হয়েছে। সকালের দিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বেশ কিছু দোকান খোলার নির্দেশিকা জারি করা হয়েছে । ঠিক তেমনই দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জামাকাপড়, বৈদ্যুতিন সামগ্রী , আসবাবপত্রের দোকান এবং সোনার গয়নার দোকান খুলে রাখার কথা বলা হয়েছে । গতকাল দুর্গাপুর স্টেশন বাজারের টি এন ইনস্টিটিউশনের মাঠে ব্যবসায়ীরা একটি বৈঠকে বসেন । দোকান খোলাকে কেন্দ্র করে তাঁদের এই বৈঠক ছিল বলে জানান স্টেশন বাজারের ব্যবসায়ী সংগঠনের সদস্য সূর্য কেশ । ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলাকালীন মতবিরোধ শুরু হয়ে যায় । সেই মতবিরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে কোকওভেন থানার কয়েকজন পুলিশকর্মী পৌঁছান । অভিযোগ, তাঁরা কোনও কিছু না শুনেই সামাজিক দূরত্ব না মানার কারণে ওই ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ করেন । এই ঘটনাতেই বিপত্তি বাধে ।

20 জনের মতো ব্যবসায়ীর হাতে-পায়ে আঘাত লাগে । এরপরে ক্ষিপ্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন । ঘটনাস্থানে আসেন কোকওভেন থানার অফিসার -ইন-চার্জ সন্দীপ দাস । তাঁর কাছে ব্যবসায়ীরা আবেদন করেন, যে পুলিশ আধিকারিকের নেতৃত্বে লাঠিচার্জ হয়েছে তাঁকে ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইতে হবে ।

যদিও পুলিশের তরফে লাঠিচার্জের কথা স্বীকার করা হয়নি । ব্যবসায়ীরা নিজেদের মধ্যে মতবিরোধে জড়িয়ে পড়ার সময় সামাজিক দূরত্ব না মানায় পুলিশ তাঁদের সরিয়ে দেয় । অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর স্টেশন বাজার চত্বর । আপাতত এই বাজার বন্ধ রয়েছে । ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের তরফে দফায় দফায় আলোচনা চলছে । এখন দেখার ব্যবসায়ীদের ক্ষোভ কতটা কমে এবং কখন দুর্গাপুর স্টেশন বাজার আবার খোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.