ETV Bharat / state

বাইরে থেকে আসা ফেরিওয়ালাসহ 31 জন কোয়ারানটাইনে জামুড়িয়ায় - কেন্দা এলাকা

জামুড়িয়ার 31 জন ফেরিওয়ালা ফেরি করার জন্য গিয়েছিলেন অন্য জেলায় ৷ লকডাউনের জেরে তাঁরা ফিরে আসেন জামুড়িয়ায় ৷ এরপর বাইরে থেকে আসা 31 জন ফেরিওয়ালাকে জামুরিয়া পড়াশিয়া স্কুলে 14 দিনের কোয়ারান্টাইনে রাখল জামুরিয়া থানার পুলিশ

Police admistration placed 31 ferryperson from quarantine
বাইরে থেকে আসা 31 জন ফেরিওয়ালাকে জামুড়িয়ার স্কুলে কোয়ারান্টাইনে রাখল পুলিশ
author img

By

Published : Apr 4, 2020, 11:50 AM IST

Updated : Apr 4, 2020, 2:18 PM IST

জামুড়িয়া , 4এপ্রিল : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । গোটা দেশজুড়ে চলছে লকডাউন। এড়াতে বলা হচ্ছে সামাজিক দূরত্ব। এমনকী কেউ বাইরে থেকে এলে প্রথমে তাদের 14 দিন নজরদারিতে রাখা হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। ঠিক সেরকমই অন্য জেলা থেকে ফিরে আসে জামুড়িয়ার 31 জনকে কোয়ারানটাইনে রাখা হয়েছে।

জামুড়িয়ার এই 31 জনের মধ্যে কেউ ফেরি করার জন্য অন্য জেলায় গেছিল। তো কেউ অন্য কাজে। লকডাউনের জেরে তারা ফিরে এসেছে ৷ বাইরে থেকে আসায় তাদের জামুড়িয়া পড়াশিয়া স্কুলে রাখা হয়েছে স্থানীয় থানার পুলিশের উদ্যোগে । আপাতত 14 দিনের জন্য কোয়ারানটাইনে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছে 7 জন মহিলা , 15 জন শিশু ও বাকিরা পুরুষ। এদের জন্য খাবার থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । প্রত্যেক পরিবারের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে ।

পাশাপাশি এরা যাতে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা না করতে পারে তার জন্য স্কুলের গেটে তালাবন্ধ করেছে পুলিশ । প্রত্যেক দিনই চলছে স্বাস্থ্যপরীক্ষা ।




জামুড়িয়া , 4এপ্রিল : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । গোটা দেশজুড়ে চলছে লকডাউন। এড়াতে বলা হচ্ছে সামাজিক দূরত্ব। এমনকী কেউ বাইরে থেকে এলে প্রথমে তাদের 14 দিন নজরদারিতে রাখা হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। ঠিক সেরকমই অন্য জেলা থেকে ফিরে আসে জামুড়িয়ার 31 জনকে কোয়ারানটাইনে রাখা হয়েছে।

জামুড়িয়ার এই 31 জনের মধ্যে কেউ ফেরি করার জন্য অন্য জেলায় গেছিল। তো কেউ অন্য কাজে। লকডাউনের জেরে তারা ফিরে এসেছে ৷ বাইরে থেকে আসায় তাদের জামুড়িয়া পড়াশিয়া স্কুলে রাখা হয়েছে স্থানীয় থানার পুলিশের উদ্যোগে । আপাতত 14 দিনের জন্য কোয়ারানটাইনে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছে 7 জন মহিলা , 15 জন শিশু ও বাকিরা পুরুষ। এদের জন্য খাবার থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । প্রত্যেক পরিবারের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে ।

পাশাপাশি এরা যাতে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা না করতে পারে তার জন্য স্কুলের গেটে তালাবন্ধ করেছে পুলিশ । প্রত্যেক দিনই চলছে স্বাস্থ্যপরীক্ষা ।




Last Updated : Apr 4, 2020, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.