ETV Bharat / state

AMC Election 2022 : বাড়ছে কোভিড, কেমন চলছে আসানসোলে ভোট প্রচার ? - asansol news

প্রতিনিয়ত রাজ্যজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতেই আসানসোলে চলছে পৌরভোটের প্রচার (AMC Election 2022) ৷ বিধি মেনে কী হচ্ছে প্রচার ? প্রার্থীদের সঙ্গে ঘুরে আসানসোল (asansol news) থেকে সেই ছবি তুলে ধরলেন ইটিভি ভারতের প্রতিনিধি তারক চট্টোপাধ্যায় ৷

AMC Election 2022
করোনা পরিস্থিতিতে আসানসোলে কেমন চলছে ভোট প্রচার ?
author img

By

Published : Jan 5, 2022, 8:52 PM IST

আসানসোল, 5 জানুয়ারি : কোভিড আবহেই আসানসোল পৌরনিগমে নির্বাচন (AMC Election 2022) । প্রথম দিকে ভোট প্রচারে প্রার্থীদের মধ্যে সচেতনতা না দেখা গেলেও রাজ্যজুড়ে নয়া করোনা বিধি চালু হতেই সতর্ক হতে দেখা গেল তাঁদের ।

বুধবার আসানসোল (asansol election news) বাজার অঞ্চলের 44 নম্বর ওয়ার্ডে প্রচার সারেন প্রাক্তন পৌর প্রশাসক তথা তৃণমূল প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায় । নির্দিষ্ট মানুষজনের বেশি লোক থাকলেও সবার মুখে দেখা গেল মাস্ক ৷ গত দু'দিনের প্রচারে যে সংখ্যক লোক বেরিয়েছিল শাসকদলের প্রচারে, তার থেকে অনেকটাই কম মানুষকে দেখা গেল এদিন ।

এই বিষয়ে অমরনাথ চট্টোপাধ্যায় জানান, মাস্ক পরেই সবাই প্রচারে বেরোচ্ছে । অন্যান্য কৌশল থাকলেও মানুষের কাছে যেতে হবে এটাই প্রাধান্য থাকছে প্রচারে । তাই সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে নিয়েই প্রচার করছেন প্রার্থীরা ।

আরও পড়ুন : AMC Election 2022 : মনোনয়ন জমা না দিয়ে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ, চাঞ্চল্য আসানসোল পৌরনিগমে

যদিও এই পরিস্থিতিতে শাসকদলের প্রচারকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, "শাসকদলই নির্দেশ মানছে না দিদির । শাসকদল সচেতন হলে তবেই তাদের দেখে অন্যান্যরাও সচেতন হবেন ৷"

অন্যদিকে, একেবারেই উল্টো চিত্র দেখা গেল বামপন্থীদের প্রচারে । নিয়ম মেনে মাত্র পাঁচজনকে সঙ্গে নিয়েই এলাকায় প্রচার করছেন বামপ্রার্থীরা ৷ প্রত্যেকেই মুখে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখেই প্রচার সারছেন ।

যদিও এই পরিস্থিতিতে একদিন আগে অর্থাৎ, মঙ্গলবার বাজনা বাজিয়ে বার্নপুরে তৃণমূল প্রার্থী প্রচার করায় বিতর্কের সৃষ্টি হয় ৷ আর এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে রাজ্য নির্বাচন কমিশন ৷ অবিলম্বে সেই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন ৷

আরও পড়ুন : Independent Candidates in AMC election : নির্দলে জিতেই তৃণমূলকে আসন উপহার দিতে চান বিদায়ীরা

আসানসোল, 5 জানুয়ারি : কোভিড আবহেই আসানসোল পৌরনিগমে নির্বাচন (AMC Election 2022) । প্রথম দিকে ভোট প্রচারে প্রার্থীদের মধ্যে সচেতনতা না দেখা গেলেও রাজ্যজুড়ে নয়া করোনা বিধি চালু হতেই সতর্ক হতে দেখা গেল তাঁদের ।

বুধবার আসানসোল (asansol election news) বাজার অঞ্চলের 44 নম্বর ওয়ার্ডে প্রচার সারেন প্রাক্তন পৌর প্রশাসক তথা তৃণমূল প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায় । নির্দিষ্ট মানুষজনের বেশি লোক থাকলেও সবার মুখে দেখা গেল মাস্ক ৷ গত দু'দিনের প্রচারে যে সংখ্যক লোক বেরিয়েছিল শাসকদলের প্রচারে, তার থেকে অনেকটাই কম মানুষকে দেখা গেল এদিন ।

এই বিষয়ে অমরনাথ চট্টোপাধ্যায় জানান, মাস্ক পরেই সবাই প্রচারে বেরোচ্ছে । অন্যান্য কৌশল থাকলেও মানুষের কাছে যেতে হবে এটাই প্রাধান্য থাকছে প্রচারে । তাই সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে নিয়েই প্রচার করছেন প্রার্থীরা ।

আরও পড়ুন : AMC Election 2022 : মনোনয়ন জমা না দিয়ে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ, চাঞ্চল্য আসানসোল পৌরনিগমে

যদিও এই পরিস্থিতিতে শাসকদলের প্রচারকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, "শাসকদলই নির্দেশ মানছে না দিদির । শাসকদল সচেতন হলে তবেই তাদের দেখে অন্যান্যরাও সচেতন হবেন ৷"

অন্যদিকে, একেবারেই উল্টো চিত্র দেখা গেল বামপন্থীদের প্রচারে । নিয়ম মেনে মাত্র পাঁচজনকে সঙ্গে নিয়েই এলাকায় প্রচার করছেন বামপ্রার্থীরা ৷ প্রত্যেকেই মুখে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখেই প্রচার সারছেন ।

যদিও এই পরিস্থিতিতে একদিন আগে অর্থাৎ, মঙ্গলবার বাজনা বাজিয়ে বার্নপুরে তৃণমূল প্রার্থী প্রচার করায় বিতর্কের সৃষ্টি হয় ৷ আর এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে রাজ্য নির্বাচন কমিশন ৷ অবিলম্বে সেই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন ৷

আরও পড়ুন : Independent Candidates in AMC election : নির্দলে জিতেই তৃণমূলকে আসন উপহার দিতে চান বিদায়ীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.