আসানসোল, 25 ডিসেম্বর: নীল জলরাশি, সবুজ পাহাড় ! বহু বছর ধরেই মধ্যবিত্ত বাঙালির আন্দামান হয়ে উঠেছে মাইথন । বাংলা-ঝাড়খণ্ড সীমানায় মাইথন জলাধার ঘিরে পর্যটনকেন্দ্র জনপ্রিয় হয়ে উঠেছে দুই রাজ্যের মানুষের কাছে । সহজে, সস্তায় এবং নিরাপদে সপ্তাহান্তে ছুটি কাটাতে মাইথনের জুড়ি নেই । কিন্তু বছর শেষের ক্রিসমাস (Christmas 2022) উৎসবে আর বছরের শুরুর দিকে মাইথনে পিকনিকের ঢল নামে (Christmas Picnic in Maithon)। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এমনকী প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে বহু মানুষ বাসে চড়ে পিকনিক করতে আসেন মাইথনে ।
25 ডিসেম্বর বড়দিন থেকেই পিকনিকের ঢল নামল মাইথনে । মাইথন জলাধারের পাশে দূরদূরান্ত থেকে আসা মানুষজন পিকনিকে মেতে ওঠেন । মাইথনের পরিবেশ নিরাপদ । আর সেই কারণেই প্রতি বছরই পরিবারকে নিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বাসে চড়ে এখানে আসেন । মাইথন জলাধারের পাশে রয়েছে পিকনিক করার ব্যবস্থা । পানীয় জল থেকে শুরু করে শৌচাগার, স্থানীয় পঞ্চায়েত সমিতি সমস্ত কিছুরই ব্যবস্থা করেছে । পাশাপাশি সব সময় রয়েছে পুলিশি টহলদারি । পিকনিকের মরশুমে পুলিশ কনস্টেবল এবং আধিকারিকরা মোতায়েন থাকেন মাইথন পিকনিক স্পটে । মহিলা পুলিশও মোতায়েন হয় । যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বদা সচেষ্ট ।
মাইথন জলাধারের পাশে ডিজে বাজানো এবং মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে । কেউ অহেতুক অন্যদের বিরক্ত করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয় ।
মাইথন জলাধারের অন্যতম আকর্ষণ নৌকাবিহার । নৌকায় করে মাইথন জলাধরের মাঝে সবুজ দ্বীপে যাওয়ার আনন্দই আলাদা । নৌকায় চাপলে আছে লাইভ জ্যাকেটে নিরাপত্তার ব্যবস্থা । প্রশাসনের নির্দেশে বেশি যাত্রী নিয়ে নৌকা পরিবহণ করা যাবে না । তাই সঠিক মানুষ নিয়ে নৌকা যাচ্ছে সবুজ দ্বীপের উদ্দেশে ।
আরও পড়ুন: 1500 কেজি টমেটো দিয়ে সান্তা ক্লজ গড়লেন সুদর্শন
মাইথন জলাধারের পাশেই করা হয়েছে সেলফি পয়েন্ট । পিকনিক করতে আসা মানুষজন সেখানে সেলফি তুলতে পারেন । পাশাপাশি পিকনিকের মরশুমে মাইথনে বসে ছোট্ট গ্রামীণ মেলা । পিকনিকে আসা মানুষজন সেখানে কেনাকাটাও করে থাকেন ৷
তবে পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগলেও মাইথনে আসা মানুষজনের বক্তব্য, এলাকাটি আরও একটু পরিষ্কার-পরিচ্ছন্ন হলে ভালো হত । প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখানে থার্মোকলের প্লেট এবং প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে । প্রশাসন সেই দিকে যদি নজর দেয় তবে জায়গাটি আরও সুন্দর হয়ে উঠতে পারে।