দুর্গাপুর, 12 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে বারবার সচেতন হতে বলা হচ্ছে মানুষকে । বজায় রাখতে বলা হচ্ছে সামাজিক দূরত্ব । ভিড় এড়িয়ে চলতে বলা হচ্ছে । কিন্তু বারবার উলটো ছবি সামনে আসছে দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় । আজও একই ছবি ধরা পড়ায় লাঠি উঁচিয়ে ভিড় করে থাকা লোকজনকে তাড়া করতে দেখা গেল পুলিশকে ।
পশ্চিম বর্ধমানে ছড়িয়েছে কোরোনা আতঙ্ক । কিন্তু তারপরেও এখনও দুর্গাপুরের বেনাচিতি বাজারে সচেতনতা ফেরেনি মানুষের । আজ সকালে বাজারে দুর্গাপুর থানার পুলিশকে তাড়া করতে দেখা যায় ভিড় করে থাকা জনতাকে । পাশাপাশি ব্যবসায়ীদেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে । বলা হয়েছে, দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে বারবার সচেতন করতে হবে । বাজারে অবাধে ঘুরতে থাকা টোটো, অটো চালকদেরও কড়া বার্তা দেয় পুলিশ । লকডাউন না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় তাঁদের ।
এছাড়াও ওই এলাকায় যাঁদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান নয় তাঁদের বিরুদ্ধেও ক্রেতার অপেক্ষায় দোকানের সামনে বসে থাকার অভিযোগ উঠেছে । ক্রেতা এলেই দোকান খুলে সেইসব সামগ্রী বিক্রি করছেন তাঁরা । এইরকমই এক কাপড়ের দোকানের মালিককে পুনরায় দোকান খুললে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে । অবশ্য নিজেদের হতাশা গোপন করছেন না পুলিশ আধিকারিকরা । মাঝে-মধ্যেই তাঁরা বলছেন, "আর কত মানুষকে বোঝাব? মৃত্যুর হাতছানি উপেক্ষা করে মানুষ কেনাকাটায় মাতছেন । কতবার বোঝাতে হবে আর ? বলার ভাষা নেই ।"