দুর্গাপুর, 18 মে : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে 18ই মে থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন ৷ চলবে 31 মে পর্যন্ত ৷ লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই ৷ এই অবস্থায়, লকডাউনে কর্মহীন মানুষদের খাবারের ব্যবস্থা করার ঘোষণা করা হয় কেন্দ্র সরকারের তরফে ৷ জানানো হয়, রেশন থেকে মাথাপিছু 5 কেজি চাল ও পরিবার পিছু 1কেজি ডাল পাবে গরিব মানুষ ৷
কিন্তু, দুর্গাপুরের বিভিন্ন এলাকার মানুষদের দাবি, কেন্দ্র সরকারের নির্দেশ পালন করছেন না রেশন ডিলাররা৷ মাথাপিছু 5 কেজি চাল দেওয়া হলেও দেওয়া হচ্ছে না ডাল৷ সরকারি নির্দেশিকা থাকলেও কেন তাঁরা ডাল পাচ্ছেন না সেই বিষয়ে প্রশ্ন তুলছেন গ্রাহকরা ৷ রেশন নিতে এসে গ্রাহক সুধাময় পাল জানান, ''আমরা রেশনে শুধু চাল পেয়েছি৷ আমরা টিভির মাধ্যমে জানতে পারছি যে ডাল দেওয়া হবে৷ কিন্তু, রেশন ডিলারদের জিজ্ঞাসা করলে তাঁরা বলছেন, এই বিষয়ে তাঁদের কাছে কোনও নির্দেশিকা আসেনি ৷ তাই আমরা এখন দিতে পারব না৷''
অপরদিকে, রেশন ডিলারদের দাবি তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডাল এসে না পৌঁছানোয় তাঁরা ডাল দিতে পারছেন না ৷ এবিষয়ে এলাকার রেশন ডিলার তন মণ্ডল জানান, "রেশনে বিনামূল্যে ডাল দিতে হলে রাজ্যে 14 হাজার 450 মেট্রিক টন ডালের প্রয়োজন৷ সেখানে কেন্দ্র সরকার আজ পর্যন্ত 7 হাজার মেট্রিক টন ডাল দিতে পেরেছেন৷ কম পরিমান ডাল আসার জন্যই রেশনে ডাল দেওয়া যাচ্ছে না৷"
এই বিষয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি প্রমাণ দিয়ে বলছি 12 হাজার মেট্রিকটনের মতো ডাল ইতিমধ্যেই রাজ্যকে পাঠানো হয়েছে৷ কিন্তু সেই ডাল বিতরণ করা বন্ধ করে দিয়েছে কেন?" এই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সূর চড়িয়ে তিনি বলেন "আসলে কেন্দ্র সরকারের সুনামকে বিনিষ্ট করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষের এই কঠিন সময়ে রাজনীতি করা হচ্ছে৷"