জামুড়িয়া, 21 জুলাই : পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশের গাড়ির এক চালকের ৷ মৃতের নাম রাজকুমার সিং (42) ৷ তিনি বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ৷ ঘটনাটি জামুড়িয়ার বাহাদুরপুর মোড়ের ৷
আজ রাত 10টা নাগাদ জামুড়িয়া বাহাদুর মোড়ের কাছে কেন্দা ফাঁড়ির পুলিশের টহলদারি চলছিল ৷ সেই সময় রাজকুমার রাস্তা পারপার করছিলেন ৷ তখন হঠাৎ করে পিছন দিক থেকে তাঁকে একটি মারুতি ভ্যান এসে ধাক্কা মারে ৷
আরও পড়ুন : পুনে-সোলাপুর হাইওয়েতে গাড়ি দুর্ঘটনা, মৃত 9 পর্যটক
রক্তাক্ত অবস্থায় রাজকুমারকে উদ্ধার করে প্রথমে রানিগঞ্জের এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । পরে দুর্গাপুরের এক নার্সিংহোম নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তাঁর ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান হয় । মারুতি ভ্যানটিকে উদ্ধার করে কেন্দা ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে ৷ দুর্ঘটনার পরে পলাতক ওই মারুতি ভ্যানচালক ৷