সালানপুর, ১৭ মার্চ : আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলা থেকে ঝাঁপ রোগীর। মৃতের নাম তাপস বাউরি(৪০)। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি আছে বলে অভিযোগ মৃতের পরিবারের। পরে ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় হাসপাতাল চত্বরে।
সালানপুরের বোলকুণ্ডা এলাকার বাসিন্দা তাপস বাউরি। বৃহস্পতিবার(১৪ মার্চ) পেটের রোগ নিয়ে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল বিভাগে ভরতি হন। হাসপাতাল সূত্রে খবর, আজ ভোররাতে পাঁচ তলায় ফায়ার গেটে ওঠেন তাপস। তারপর সেখান থেকে ঝাঁপ দেন। পরিবারের তরফে নিরাপত্তারক্ষীদের দায়িত্বহীনতার অভিযোগ করা হয়েছে।
মৃতের ভাইপো প্রশান্ত বাউরি বলেন, "আমার কাকা গতকাল রাতেও সুস্থ ছিলেন। ভাইকে বলেন বাড়ি চলে যেতে। সুস্থ আছেন বলে জানান। চিকিৎসক বলেছেন ছুটি দিয়ে দেবেন। তারপরই আজ এসে শুনছি কাকা পাঁচতলা থেকে ঝাঁপ দিয়েছেন। আমাদের ফোন নম্বর দেওয়া আছে। তাও এবিষয়ে আমাদের কোনও খবর দেওয়া হয়নি। এর পিছনে নিরাপত্তারক্ষীদের গাফিলতি রয়েছে। একজন রোগী ভোররাতে দু'তলা থেকে পাঁচতলায় উঠে গেল। আর একজন নিরাপত্তারক্ষীও দেখতে পেল না। তাঁরা কিসের জন্য টাকা নেয় ?"