মেদিনীপুর, 29 অগস্ট : মেদিনীপুরে দু'দফা গুলিকাণ্ডে গ্রেফতার মূল দুষ্কৃতী ৷ ঘটনার দু'ঘন্টার মধ্যে গ্রেফতার হয় সুমন সিং ওরফে মোটা রাজাকে ৷ এই সাহসিকতার জন্য পশ্চিম মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে 50,000 টাকার আর্থিক পুরস্কারে সম্মানিত করেন পুলিশ সুপার দিনেশ কুমার । এরই পাশাপাশি আগ্নেয়াস্ত্র এবং বাকিদের খোঁজে তল্লাশি ও নাকা চেকিং শুরু হয়েছে ৷
গতকাল রাতে এলাকার কুখ্যাত দুষ্কৃতী সুমন সিং ওরফে মোটা রাজা তার তিন সাঙ্গপাঙ্গ নিয়ে একটি হোটেলে যায় ৷ এরপর বন্দুক দেখিয়ে টাকা চায়, হুমকি দেয় । পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ৷ সেখান থেকে বেরিয়ে মহাতাবপুর শ্মশানঘাটে গিয়ে শ্মশান যাত্রী এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় । ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ রাজাকে ধাওয়া করে ৷ বসন্তপুরের কাছে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে হ্যান্ডমেড 9 mm পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে ।
এই বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "সুমন সিং ওরফে মোটা রাজার বিরুদ্ধে 22টি অভিযোগ রয়েছে । খুনের অভিযোগে ধরা পড়লেও সম্প্রতি কোভিডের জেরে জামিনে ছাড়া পায় । যদিও তার মেদিনীপুর শহরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল ৷ কিন্তু ফের আতঙ্ক ছড়াতে মেদিনীপুরে আসে সে । কোটি কোটি টাকা কামানোর ফন্দিতে একটি হোটেলে গিয়ে মালিককে হুমকি দেয় । এরপর শ্মশানে গিয়ে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় ৷"
আরও পড়ুন : Gunfire : শ্মশানে দাহ করার সময় চলল গুলি, মেদিনীপুর জুড়ে আতঙ্ক
পুলিশ সুপার আরও বলেন, "আমরা কোর্টের কাছে আবেদন জানাব যাতে এই দুষ্কৃতী জেলেই থাকে ৷ এর বাকি সঙ্গীদের খোঁজে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ । তবে দু'ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ যেভাবে সাহসিকতার সঙ্গে দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তার জন্য পুরো দলকে 50,000 টাকার পুরস্কার ঘোষণা করছি ।"